মুর্শিদাবাদ , 3 জানুয়ারি : নাগরিকত্ব সংশোধিত আইনের বিরুদ্ধে 5 জানুয়ারি প্রতিবাদ সভা ডেকেছে PFI (পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া) । মুর্শিদাবাদের বহরমপুরে সভা হবে । PFI-র পশ্চিমবঙ্গের সভাপতি হাসিবুল ইসলাম আজ জানান, মুর্শিদাবাদের সাংসদ তথা তৃণমূল কংগ্রেস নেতা আবু তাহের খান এবং জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খালিলুর রহমানকে এই সভায় আমন্ত্রণ করা হয়েছে । যদিও গতকাল আবু তাহের সাংবাদিক বৈঠক ডেকে বিষয়টি অস্বীকার করেন । তিনি দাবি করেন ওই সংগঠনের সঙ্গে তাঁর কোনও যোগ নেই । তাঁর নাম কালিমালিপ্ত করার চেষ্টা চলছে ।
PFI-র রাজ্য সভাপতি বলেন, "মানুষ নাগরিকত্ব সংশোধিত আইনের প্রতিবাদে রাস্তায় নেমেছে । সরকার সেই প্রতিবাদ রুখতে চাইছে । প্রত্যেক নাগরিকের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে । সরকারের এই মুহূর্তে আইনটি প্রত্যাহার করা উচিত ।" হাসিবুল সংবাদমাধ্যমেকে জানান, 5 জানুয়ারি CAA বিরোধী সভা ডাকা হয়েছে সংগঠনের তরফে । তৃণমূলের দুই সাংসদ আবু তাহের খানও এই প্রতিবাদে অংশ নেবেন ।
উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদের নামে দেশজুড়ে ভাঙচুর হয় । পশ্চিমবঙ্গে একাধিক রেলস্টেশনে, ট্রেনে ও বাসে আগুন লাগানো হয় । অবরোধ হয় রাস্তা । উত্তর প্রদেশেও মীরাট সহ একাধিক এলাকায় বিক্ষোভ ও ভাঙচুর হয় । মৃত্যু হয় প্রায় 16 জনের । উত্তর প্রদেশ পুলিশ তদন্তে নেমে রিপোর্ট দেয় বিক্ষোভের নামে এই তাণ্ডবের ঘটনায় মদত ছিল PFI-র । উত্তরপ্রদেশে যে বিক্ষোভকারীদের পুলিশ গ্রেপ্তার করে তাদের মধ্যে 25 জনই PFI-র সঙ্গে যুক্ত । স্বরাষ্ট্র মন্ত্রককে বিষয়টি চিঠি দিয়ে জানান উত্তরপ্রদেশের DGP ও পি সিং । সূত্রের খবর পশ্চিমবঙ্গেও না কি ভাঙচুরের ঘটনায় PFI-র মদত ছিল । তাই PFI-র ডাকা সভায় তৃণমূলের নেতাদের ডাকার বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ছড়ায় । পরে ওই সংগঠনের সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলে দাবি করেন আবু তাহের ।