ETV Bharat / state

MLA Harassment : থানার ভিতরে দলীয় কর্মীদের হাতে চরম হেনস্থার শিকার তৃণমূল বিধায়ক

author img

By

Published : May 31, 2022, 4:36 PM IST

দলীয় কর্মীদের হাতে হেনস্থা শিকার হলেন নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই মণ্ডল (MLA Harassment) ৷ সাগরদিঘি থানা চত্ত্বরেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান একঝাঁক তৃণমূল কর্মী-সমর্থক ৷

Sagardighi
দলীয় কর্মীদের কাছে চরম হেনস্থার শিকার তৃণমূল বিধায়ক

সাগরদিঘি, 31 মে : বিধায়ককে ঘিরে থানা চত্বরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা ৷ নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই মণ্ডল জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যানও । সোমবার রাতে একটি সমস্যা নিয়ে আলোচনা করতে সাগরদিঘি থানায় গেলে দলেরই কর্মী-সমর্থকরা থানার মধ্যেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন (Party Workers Harassed TMC MLA inside Sagardighi Police Station)। ধাক্কাধাক্কি করার পাশাপাশি বিধায়কের গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ । সাগরদিঘি থানার পুলিশ কোনওরকমে বিধায়ককে তাঁর গাড়িতে তুলে দেয় । যদিও বিধায়ক ঘটনার কথা অস্বীকার করেছেন ।

সাগরদিঘির দামেশ বিলে মাছ ধরা নিয়ে স্থানীয় মৎস্যজীবীদের দু'পক্ষের মধ্যে বিবাদ দীর্ঘদিনের । আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে বিল এলাকায় 144 ধারা জারি করা হয়েছে । আদালতে মামলাও চলছে । জাল ফেলতে না-পারায় মৎস্যজীবীদের উপার্জনে টান পড়েছে । সোমবার রাতে এক পক্ষের হয়ে সাগরদিঘি থানায় সুপারিশ করতে আসেন তৃণমূল বিধায়ক কানাই মণ্ডল ।

তৃণমূল বিধায়কের হেনস্থার মুহূর্ত

এই খবর পেয়ে কাবিলপুর থেকে বেশ কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থক থানার সামনে জড়ো হন । বিধায়ক থানা থেকে বের হতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দলের চেয়ারম্যান তথা নবগ্রামের বিধায়ক কানাই মণ্ডল ও সাগরদিঘির তৃণমূল বিধায়ক সুব্রত সাহার মধ্যে গোষ্ঠী কোন্দল রয়েছে । সোমবারের ঘটনা তারই প্রতিফলন বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন : Murshidabad Trinamool Congress : মন্ত্রী-বিধায়ককে হেনস্থা, তদন্ত কমিটি গড়ল তৃণমূল

সাগরদিঘি, 31 মে : বিধায়ককে ঘিরে থানা চত্বরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা ৷ নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই মণ্ডল জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যানও । সোমবার রাতে একটি সমস্যা নিয়ে আলোচনা করতে সাগরদিঘি থানায় গেলে দলেরই কর্মী-সমর্থকরা থানার মধ্যেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন (Party Workers Harassed TMC MLA inside Sagardighi Police Station)। ধাক্কাধাক্কি করার পাশাপাশি বিধায়কের গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ । সাগরদিঘি থানার পুলিশ কোনওরকমে বিধায়ককে তাঁর গাড়িতে তুলে দেয় । যদিও বিধায়ক ঘটনার কথা অস্বীকার করেছেন ।

সাগরদিঘির দামেশ বিলে মাছ ধরা নিয়ে স্থানীয় মৎস্যজীবীদের দু'পক্ষের মধ্যে বিবাদ দীর্ঘদিনের । আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে বিল এলাকায় 144 ধারা জারি করা হয়েছে । আদালতে মামলাও চলছে । জাল ফেলতে না-পারায় মৎস্যজীবীদের উপার্জনে টান পড়েছে । সোমবার রাতে এক পক্ষের হয়ে সাগরদিঘি থানায় সুপারিশ করতে আসেন তৃণমূল বিধায়ক কানাই মণ্ডল ।

তৃণমূল বিধায়কের হেনস্থার মুহূর্ত

এই খবর পেয়ে কাবিলপুর থেকে বেশ কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থক থানার সামনে জড়ো হন । বিধায়ক থানা থেকে বের হতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দলের চেয়ারম্যান তথা নবগ্রামের বিধায়ক কানাই মণ্ডল ও সাগরদিঘির তৃণমূল বিধায়ক সুব্রত সাহার মধ্যে গোষ্ঠী কোন্দল রয়েছে । সোমবারের ঘটনা তারই প্রতিফলন বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন : Murshidabad Trinamool Congress : মন্ত্রী-বিধায়ককে হেনস্থা, তদন্ত কমিটি গড়ল তৃণমূল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.