ETV Bharat / state

TMC Inner Clash: ফের গোষ্ঠী সংঘর্ষে নিহত তৃণমূল কর্মী, উত্তপ্ত মুর্শিদাবাদ

শাসকদলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদের বড়ঞা ৷ নিয়োগ দুর্ণীতি কাণ্ডে গ্রেফতার জীবন কৃষ্ণ সাহার গোষ্ঠীর সঙ্গে অন্য আর একটি গোষ্ঠীর সংঘর্ষ ৷ তাতেই মৃ্ত্যু হয়েছে আমীর শেখ নামে এক ব্যক্তির ৷

ETV Bharat
গোষ্ঠী সংঘর্ষে নিহত তৃণমূল কর্মী
author img

By

Published : May 29, 2023, 9:54 AM IST

Updated : May 29, 2023, 2:20 PM IST

গোষ্ঠী সংঘর্ষে নিহত তৃণমূল কর্মী

মুর্শিদাবাদ, 29 মে: ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ । তার জেরে মত্যু হল দলীয় কর্মীর ৷ রবিবার মুর্শিদাবাদের বড়ঞা থানার বিপ্রশেখর পঞ্চায়েতের পাপড়দা গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে ৷ দু’পক্ষের ব্যপক বোমাবাজিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আমীর শেখ নামে ওই ব্যক্তির ৷ তিনি তৃণমূল কর্মী হিসেবে পরিচিত এলাকায় ৷ ঘটনায় ইতিমধ্য়েই দুই অভিযুক্ত নাগর শেখ ও রাজা শেখকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায় তার জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় এসডিপিও সাগর রানা ৷

ঘটনা প্রসঙ্গেই আমীর শেখের দিদি মমিলা বিবি জানান, রবিরার সন্ধ্যা 6টা নাগাদ তাঁর ভাই আমীর শেখ নামাজ পড়ে ফিরছিলেন ৷ সেই সময়েই আমীর শেখের উপর হামলা চলে ৷ তৃণমূলের লোকজনই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের ৷ রান্না করার সময় বোমাবাজির আওয়াজ শুনতে পেয়েছিলেন মমিলা ৷ এরপরই বাইরে বেরিয়ে এসে তিনি দেখেন ভাইয়ের মৃত্যু হয়েছে। চাঁদ শেখ নামে এক সিভিক ভলেন্টিয়ারও এই ঘটনায় যুক্ত বলে মৃতের পরিবারের অভিযোগ ৷

রাজনৈতিক মহলের একাংশের দাবি, নিয়োগ দুর্নীতিকাণ্ডে স্থানীয় বিধায়ক জীবন কৃষ্ণ সাহার গ্রেফতারের পর থেকে এলাকায় অশান্তির ঘটনা বাড়তে শুরু করেছে। বিধায়কের বিরোধী গোষ্ঠীর লেকজনের সঙ্গে মাহে আলমের গোষ্ঠীর রীতিমত দ্বন্দ্ব চলছে । এলাকাবাসীর অভিযোগ, রবিবার সন্ধ্যায় তৃণমূলের একটি গোষ্ঠির কর্মীরা প্রায় 100-র কাছাকাছি বোমা মজুত করে রেখেছিল । এরপরই হামলা চলে।

আরও পড়ুন: গোষ্ঠী সংঘর্ষের জেরে চন্দননগরে গ্রেফতার তৃণমূলের ছাত্র নেতা

ঘটনার প্রসঙ্গেই বড়ঞার পূর্ত কর্মাধ্যক্ষ মাহে আলম বলেন,"আমীর শেখ মসজিদ থেকে নামাজ পড়ে বেরোনোর সময় তার উপর অতর্কিতে কয়েকজন হামলা চালায়। কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা জানা নেই । এখন গ্রাম্য বিবাদের জেরে নাকি অন্য কোনও কারণে এই বোমাবাজি তাও খতিয়ে দেখছে পুলিশ ৷ পুলিশ তদন্ত করছে। হত্যাকারীরা অবশ্যই সাজা পাবে ।"

গোষ্ঠী সংঘর্ষে নিহত তৃণমূল কর্মী

মুর্শিদাবাদ, 29 মে: ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ । তার জেরে মত্যু হল দলীয় কর্মীর ৷ রবিবার মুর্শিদাবাদের বড়ঞা থানার বিপ্রশেখর পঞ্চায়েতের পাপড়দা গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে ৷ দু’পক্ষের ব্যপক বোমাবাজিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আমীর শেখ নামে ওই ব্যক্তির ৷ তিনি তৃণমূল কর্মী হিসেবে পরিচিত এলাকায় ৷ ঘটনায় ইতিমধ্য়েই দুই অভিযুক্ত নাগর শেখ ও রাজা শেখকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায় তার জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় এসডিপিও সাগর রানা ৷

ঘটনা প্রসঙ্গেই আমীর শেখের দিদি মমিলা বিবি জানান, রবিরার সন্ধ্যা 6টা নাগাদ তাঁর ভাই আমীর শেখ নামাজ পড়ে ফিরছিলেন ৷ সেই সময়েই আমীর শেখের উপর হামলা চলে ৷ তৃণমূলের লোকজনই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের ৷ রান্না করার সময় বোমাবাজির আওয়াজ শুনতে পেয়েছিলেন মমিলা ৷ এরপরই বাইরে বেরিয়ে এসে তিনি দেখেন ভাইয়ের মৃত্যু হয়েছে। চাঁদ শেখ নামে এক সিভিক ভলেন্টিয়ারও এই ঘটনায় যুক্ত বলে মৃতের পরিবারের অভিযোগ ৷

রাজনৈতিক মহলের একাংশের দাবি, নিয়োগ দুর্নীতিকাণ্ডে স্থানীয় বিধায়ক জীবন কৃষ্ণ সাহার গ্রেফতারের পর থেকে এলাকায় অশান্তির ঘটনা বাড়তে শুরু করেছে। বিধায়কের বিরোধী গোষ্ঠীর লেকজনের সঙ্গে মাহে আলমের গোষ্ঠীর রীতিমত দ্বন্দ্ব চলছে । এলাকাবাসীর অভিযোগ, রবিবার সন্ধ্যায় তৃণমূলের একটি গোষ্ঠির কর্মীরা প্রায় 100-র কাছাকাছি বোমা মজুত করে রেখেছিল । এরপরই হামলা চলে।

আরও পড়ুন: গোষ্ঠী সংঘর্ষের জেরে চন্দননগরে গ্রেফতার তৃণমূলের ছাত্র নেতা

ঘটনার প্রসঙ্গেই বড়ঞার পূর্ত কর্মাধ্যক্ষ মাহে আলম বলেন,"আমীর শেখ মসজিদ থেকে নামাজ পড়ে বেরোনোর সময় তার উপর অতর্কিতে কয়েকজন হামলা চালায়। কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা জানা নেই । এখন গ্রাম্য বিবাদের জেরে নাকি অন্য কোনও কারণে এই বোমাবাজি তাও খতিয়ে দেখছে পুলিশ ৷ পুলিশ তদন্ত করছে। হত্যাকারীরা অবশ্যই সাজা পাবে ।"

Last Updated : May 29, 2023, 2:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.