ETV Bharat / state

সাগরদিঘিতে আগ্নেয়াস্ত্র ও গুলি-সহ গ্রেপ্তার দুষ্কৃতী - জঙ্গিপুর মহকুমা

মোরগ্রাম নলহাটি রাজ্য সড়কের উপর বেলিয়াপাড়া থানা এলাকা থেকে গ্রেপ্তার এক দুস্কৃতী । ধৃতের নাম নিরঞ্জন নন্দী । আটক করা হয়েছে একটি মোটরবাইক।

murshidabad
সাগরদিঘিতে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার এক দুস্কৃতী
author img

By

Published : Aug 6, 2020, 12:58 PM IST

সাগরদিঘি, 6 অগাস্ট : দুটি 7.65 এমএম পিস্তল ও 10টি কার্তুজ সহ এক দুস্কৃতীকে গ্রেপ্তার করল সাগরদিঘি থানার পুলিশ । গতরাত তিনটে নাগাদ ওই দুস্কৃতীকে তাড়া করে মোরগ্রাম নলহাটি রাজ্য সড়কের উপর বেলিয়াপাড়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় । ধৃতের নাম নিরঞ্জন নন্দী । তার বাড়ি নলহাটি থানার কৃষ্ণপুর । আটক করা হয়েছে একটি মোটরবাইকও। আজ ধৃতকে পুলিশ হেপাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।

জানা গেছে, বুধবার রাত আড়াইটে ৷ ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর জিনদিঘি এলাকার একটি পেট্রোল পাম্পে হিন্দি সিনেমার কায়দায় দুই হাতে দুটি পিস্তল উঁচিয়ে ঢোকে নিরঞ্জন নন্দী । পিস্তল দিয়ে পাম্প কর্মীদের ভয় দেখিয়ে গাড়িতে তেল ভরতে বলে । তেল ভরা হয়ে গেলেই চম্পট দেয় ওই দুস্কৃতী । এর কিছুক্ষণ পরে সাগরদিঘি থানার পুলিশ এসে CCTV-র ফুটেজ দেখে নিরঞ্জনকে ধাওয়া করে । তিনটে নাগাদ বেলিয়াপাড়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বেলিয়াপাড়া থানা, এলাকায় দুস্কৃতীমূলক কার্যকলাপের জন্যই এসেছিল নিরঞ্জন নন্দী। তবে খুনের উদ্দেশ্য ছিল কি না এখনও জানতে পারেনি পুলিশ । দুই হাতে দুটি পিস্তল কেন ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে ।

সাগরদিঘি, 6 অগাস্ট : দুটি 7.65 এমএম পিস্তল ও 10টি কার্তুজ সহ এক দুস্কৃতীকে গ্রেপ্তার করল সাগরদিঘি থানার পুলিশ । গতরাত তিনটে নাগাদ ওই দুস্কৃতীকে তাড়া করে মোরগ্রাম নলহাটি রাজ্য সড়কের উপর বেলিয়াপাড়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় । ধৃতের নাম নিরঞ্জন নন্দী । তার বাড়ি নলহাটি থানার কৃষ্ণপুর । আটক করা হয়েছে একটি মোটরবাইকও। আজ ধৃতকে পুলিশ হেপাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।

জানা গেছে, বুধবার রাত আড়াইটে ৷ ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর জিনদিঘি এলাকার একটি পেট্রোল পাম্পে হিন্দি সিনেমার কায়দায় দুই হাতে দুটি পিস্তল উঁচিয়ে ঢোকে নিরঞ্জন নন্দী । পিস্তল দিয়ে পাম্প কর্মীদের ভয় দেখিয়ে গাড়িতে তেল ভরতে বলে । তেল ভরা হয়ে গেলেই চম্পট দেয় ওই দুস্কৃতী । এর কিছুক্ষণ পরে সাগরদিঘি থানার পুলিশ এসে CCTV-র ফুটেজ দেখে নিরঞ্জনকে ধাওয়া করে । তিনটে নাগাদ বেলিয়াপাড়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বেলিয়াপাড়া থানা, এলাকায় দুস্কৃতীমূলক কার্যকলাপের জন্যই এসেছিল নিরঞ্জন নন্দী। তবে খুনের উদ্দেশ্য ছিল কি না এখনও জানতে পারেনি পুলিশ । দুই হাতে দুটি পিস্তল কেন ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.