সামশেরগঞ্জ, 16 অগাস্ট : বাড়ির ছাদে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির ৷ মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার মহিষাস্থলি গ্রামের ঘটনা ৷ মৃতের নাম হুমায়ুন কবীর) ৷ ঘটনায় গুরুতর জখম হয়েছে তাঁর ছেলে ৷ তাঁকে আহত অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷
সূত্রের খবর, বোমা বাঁধা ও পাচারের সঙ্গে জড়িত ছিল হুমায়ুন ৷ শনিবার রাত সাড়ে তিনটে নাগাদ নমাজ় পড়ার জন্য বাড়ির ছাদে যায় সে ৷ কিছুক্ষণ পরই বিকট শব্দে ঘুম ভেঙে যায় বাড়ির অন্যদের ৷ তাঁরা গিয়ে ছাদে রক্তাক্ত অবস্থায় হুমায়ুনকে পড়ে থাকতে দেখেন ৷ ঘটনায় গুরুতর জখম হয়েছে তার ছেলেও ৷
দু'জনকেই গুরুতর জখম অবস্থায় স্থানীয় প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হলে হুমায়ুনকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ এদিকে তার ছেলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷