ETV Bharat / state

জমি বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ; মৃত 1, গ্রেপ্তার 4 - murshidabad

পাঁচ শতক জমি নিয়ে জাকির হোসেন ও ইমরান হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল । আজ ফের দু'জনের মধ্যে ঝামেলা হয় ।

one died in shamsherganje of murshidabad in tmc inner clash
সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষে মৃত 1
author img

By

Published : Nov 4, 2020, 1:13 PM IST

Updated : Nov 4, 2020, 2:32 PM IST

সামশেরগঞ্জ, 4 নভেম্বর : জমি বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের অভিযোগ । উত্তপ্ত হয়ে উঠল সামশেরগঞ্জ । ঘটনায় মৃত্যু হল একজনের । জখম আরও দু'জন । ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

পাঁচ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় জাকির হোসেন ও ইমরান হোসেনের মধ্যে বিবাদ চলছিল । আজ সকালে ওই জমিতে জাকির পাঁচিল দেওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ । তাতে বাধা দেন ইমরান হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা । দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয় । বচসা গড়ায় সংঘর্ষে । চলে গুলি, বোমা।

ঘটনাস্থানে মৃত্যু হয় ইমরান হোসেনের (৫৪) । গুরুতর আহত হন মহম্মদ সেলিম আনসারি ও মোবাসসার শেখ । আহতদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনাস্থানে পৌঁছেছে পুলিশ । ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক ছিল । পরে ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে ।

গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত সামশেরগঞ্জ

সামশেরগঞ্জ, 4 নভেম্বর : জমি বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের অভিযোগ । উত্তপ্ত হয়ে উঠল সামশেরগঞ্জ । ঘটনায় মৃত্যু হল একজনের । জখম আরও দু'জন । ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

পাঁচ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় জাকির হোসেন ও ইমরান হোসেনের মধ্যে বিবাদ চলছিল । আজ সকালে ওই জমিতে জাকির পাঁচিল দেওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ । তাতে বাধা দেন ইমরান হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা । দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয় । বচসা গড়ায় সংঘর্ষে । চলে গুলি, বোমা।

ঘটনাস্থানে মৃত্যু হয় ইমরান হোসেনের (৫৪) । গুরুতর আহত হন মহম্মদ সেলিম আনসারি ও মোবাসসার শেখ । আহতদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনাস্থানে পৌঁছেছে পুলিশ । ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক ছিল । পরে ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে ।

গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত সামশেরগঞ্জ
Last Updated : Nov 4, 2020, 2:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.