জলঙ্গি, 25 এপ্রিল : মাদক-সহ সীমান্ত পারাপারের সময় এক বাংলাদেশি পাচারকারীকে গ্রেপ্তার করল BSF । ধৃতের নাম সাহাদত হোসেন । তার কাছ থেকে চার কেজি গাঁজা ও 178 বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে ।
ধৃত ওই পাচারকারীর বাড়ি রাজশাহি জেলার খডচাকায় । আজ ভোররাতে মাদক পাচারের জন্য বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে । সেইসময়ই BSF-এর 117 নম্বর ব্যাটেলিয়নের এক জওয়ান তাকে হাতেনাতে ধরে । সীমান্ত সংলগ্ন হারুডাঙা এলাকা থেকে ওই পাচারকারীকে গ্রেপ্তার করে BSF । পরে তাকে জলঙ্গি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।
লকডাউনের ফলে আগের থেকে সীমান্তে নজরদারি আরও কড়া হয়েছে । তারপরেও নজর এড়িয়ে পাচারকারী ভারতে ঢুকে পড়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে ।