বহরমপুর, 15 অক্টোবর: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সই জাল করে নিম্ন আদালত থেকে সাজাপ্রাপ্ত এক বন্দির জামিন পাওয়ার ঘটনায় সিআইডির জালে এক । ধৃতের নাম লাবু শেখ ৷ শনিবার তাঁকে গ্রেফতার করা হয় ৷ রবিবার তাকে আদালতে তোলা হয় ৷
এই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে সিআইডি । সিআইডির চাঞ্চল্যকর দাবি, খুনের মামলায় সংশোধনাগারে সাজাপ্রাপ্ত বন্দি বাবা লালু শেখকে জামিনে মুক্ত করতেই হাইকোর্টের প্রধান বিচারপতির সই নকল করে তারই ছেলে লাবু শেখ । এক আইনজীবীকে সঙ্গে নিয়ে জাল বা ভুঁয়ো নথি তৈরি করেছিল লাবু । শনিবার সন্ধ্যায় বহরমপুর থেকে লাবু শেখকে গ্রেফতার করে সিআইডি । রবিবার দুপুরে ধৃতকে কান্দি মহকুমা আদালতে পেশ করে সিআইডি। যদিও এখনও পলাতক খুনের ঘটনায় সাজাপ্রাপ্ত লাবু শেখের বাবা লালু শেখ।
সিআইডি-র পক্ষ থেকে খোঁজ চলছে জাল নথি প্রস্তুতকারক আইনজীবীর । লাবু শেখ নামে এক সাজাপ্রাপ্ত বন্দির নামে হাইকোর্টের নথি জাল (জামিনের নির্দেশ) করে তা কান্দি আদালতে পেশ করা হয় বলে অভিযোগ । সেই নথি দেখে নিম্ন আদালত জামিন দেয় লালুকে । পরে ওই নথি খতিয়ে দেখে বোঝা যায় ওই জামিনের নির্দেশের নথি সম্পূর্ণ ভু্য়ো । বিষয়টি জানানো হয় কলকাতা হাইকোর্টে । এরপর হাইকোর্ট নির্দেশ দেয়, এই ঘটনার তদন্ত করবে সিআইডি ।
সরকারি আইনজীবী শুভ্রকান্তি মিশ্র জানিয়েছেন, ধৃতকে এদিন আদালতে তোলা হলে 14 দিনের জন্য তাকে নিজেদের হেফাজতে চায় সিআইডি ৷ তবে ধৃত লাবুকে 10 দিনের সিআইডি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক । সূত্র মারফত জানা গিয়েছে, লাবু শেখকে কে বা কারা এমন জাল নথি তৈরিতে সাহায্য করেছে এবং এত বড় একটা জালিয়াতি করে আদালত থেকে খুনের আসামীকে জামিন করিয়ে নেওয়া হল কী করে তা বুঝতে চাইছেন তদন্তকারীরা ৷
আরও পড়ুন: গ্রেফতার অনলাইন প্রতারণার চক্রের কুখ্যাত জামতারা গ্যাংয়ের লিংকম্যান
এবিষয়ে বিস্তারিত কোনও কিছু বলতে চায়নি সিআইডি । তবে ডিআইজি সিআইডি নদিয়া ও মুর্শিদাবাদ রেঞ্জ, শিমুল সরকার জানান, লাবু শেখকে গ্রেফতার করা হয়েছে বহরমপুরে তাকে পাকরাও করে জিজ্ঞাসাবাদ করার পর । পুরো ঘটনাটি খতিয়ে দেখতে তদন্তে সিআইডি। বিষয়টি ঘিরে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।