সামশেরগঞ্জ, 7 জুলাই : এটিএমের পিন নম্বর জালিয়াতি করে টাকা হাতানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করল মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার পুলিশ । ধৃত ওই যুবকের নাম ইউসুফ আলি । বাড়ি সামশেরগঞ্জ থানার ধুলিয়ান পুরসভা এলাকার তিন নম্বর ওয়ার্ডে ।
দীর্ঘদিন ধরেই ধুলিয়ানের বাসিন্দা জয়নাল আবেদিন নামে এক ব্যক্তির অনলাইনে যাবতীয় কাজ করে দিত ইউসুফ ৷ বিশ্বাসের সুযোগ নিয়ে গোপনে ওই ব্যক্তির এটিএমের পিন নম্বর জেনে নেয় সে ৷ এরপরেই দুই ধাপে প্রায় তিন লক্ষ টাকা হাতিয়ে নেয় ওই যুবক ।
ধৃত ইউসুফকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, সেই টাকায় নিজের প্রেমিকাকে একটি আইফোন কিনে দেওয়ার পাশাপাশি নিজের জন্য একটি ল্যাপটপের অর্ডার করে । এদিকে ব্যাঙ্ক থেকে টাকা তুলতে গিয়েই বিষয়টি নজরে আসে জয়নাল আবেদিনের । সামশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগও দায়ের করেন তিনি । তারপরেই কার্যত বিষয়টি পরিষ্কার হয়ে যায় ।
আরও পড়ুন : প্রচুর আগ্নেয়াস্ত্র সহ ফরাক্কায় গ্রেফতার অস্ত্র কারবারি
তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে ওই যুবককে । এদিকে ধুলিয়ানের বুকে এমন জালিয়াতির ঘটনায় কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । আজ ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ।