ETV Bharat / state

মাকে খুনের অভিযোগে শ্রীঘরে ছেলে - জঙ্গিপুর মহকুমা হাসপাতাল

সম্পত্তি নিয়ে বিবাদ ৷ তার জেরেই অকালে ছেলের হাতে প্রাণ হারালেন বছর ষাটের পাতানি বিবি ৷ পুলিশের প্রাথমিক অনুমান হাঁসুয়া দিয়েই কোপানো হয়েছে প্রৌঢ়াকে ৷ ঘটনাস্থানে উপস্থিত হয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ ৷ গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে ৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
author img

By

Published : Jan 7, 2021, 5:46 PM IST

রঘুনাথগঞ্জ,7 জানুয়ারি : সম্পত্তি নিয়ে বিবাদ ৷ তার জেরেই ছেলের হাতে খুন হল মা ৷ মৃতার নাম পাতানি বিবি ৷ ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জের সুজাপুরে ৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় ৷ ঘটনার জেরে গুরুতর আহত বাবাও ৷ তাকে ভর্তি করা হয়েছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ৷ ঘটনাস্থানে উপস্থিত হয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ ৷

বেশ কিছুদিন ধরেই সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল পরিবারের সদস্যদের মধ্যেই ৷ গতকাল এই বিবাদ পৌঁছায় চরমে ৷ বেশ কিছুদিন ধরেই অভিযুক্ত সেরজু শেখ বাবা নুরুল শেখের কাছ থেকে পরিবারিক সম্পত্তি লিখিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে ৷ কিন্তু ছেলের নামে এখনই সম্পত্তি লিখে দিতে নারাজ ছিলেন নুরুল শেখ ৷ পুলিশের প্রাথমিক তদন্ত, হাঁসুয়া দিয়েই বাবাকে এলোপাথাড়ি কোপায় সেরজু ৷ বাবা-ছেলের গন্ডগোল থামাতে গিয়েই হাঁসুয়ার কোপে ঘটনাস্থানেই প্রাণ হারান পাতানি বিবি ।

উত্তেজিত গ্রামবাসী গণধোলাই শুরু করে অভিযুক্তকে ৷ পরে তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে ৷ ঘটনাস্থানেই অভিযুক্তকে আটক করে পুলিশ ৷ আপাতত জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বাবা ও ছেলে ৷গ্রেপ্তার করা হয়েছে বউমা শুকতারা বিবিকেও ৷

রঘুনাথগঞ্জ,7 জানুয়ারি : সম্পত্তি নিয়ে বিবাদ ৷ তার জেরেই ছেলের হাতে খুন হল মা ৷ মৃতার নাম পাতানি বিবি ৷ ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জের সুজাপুরে ৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় ৷ ঘটনার জেরে গুরুতর আহত বাবাও ৷ তাকে ভর্তি করা হয়েছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ৷ ঘটনাস্থানে উপস্থিত হয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ ৷

বেশ কিছুদিন ধরেই সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল পরিবারের সদস্যদের মধ্যেই ৷ গতকাল এই বিবাদ পৌঁছায় চরমে ৷ বেশ কিছুদিন ধরেই অভিযুক্ত সেরজু শেখ বাবা নুরুল শেখের কাছ থেকে পরিবারিক সম্পত্তি লিখিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে ৷ কিন্তু ছেলের নামে এখনই সম্পত্তি লিখে দিতে নারাজ ছিলেন নুরুল শেখ ৷ পুলিশের প্রাথমিক তদন্ত, হাঁসুয়া দিয়েই বাবাকে এলোপাথাড়ি কোপায় সেরজু ৷ বাবা-ছেলের গন্ডগোল থামাতে গিয়েই হাঁসুয়ার কোপে ঘটনাস্থানেই প্রাণ হারান পাতানি বিবি ।

উত্তেজিত গ্রামবাসী গণধোলাই শুরু করে অভিযুক্তকে ৷ পরে তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে ৷ ঘটনাস্থানেই অভিযুক্তকে আটক করে পুলিশ ৷ আপাতত জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বাবা ও ছেলে ৷গ্রেপ্তার করা হয়েছে বউমা শুকতারা বিবিকেও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.