ETV Bharat / state

মুর্শিদাবাদে কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 50 - মুর্শিদাবাদে কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 50

পরিযায়ী শ্রমিকেরা দল বেঁধে জেলায় ফেরায় মুর্শিদাবাদে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে । গত 4 দিনে এই জেলায় নতুন করে 28 জনের শরীরে মিলেছে কোরোনা ভাইরাসের সংক্রমণ ।

Number of corona cases raised at 50 in murshidabad
মুর্শিদাবাদে কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 50
author img

By

Published : May 25, 2020, 9:36 PM IST

বহরমপুর, 25 মে : মুর্শিদাবাদ জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 50 । আজ সন্ধ্যায় নতুন করে আরও 4 জন আক্রান্তকে কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । তাঁদের প্রত্যেকের রিপোর্ট কোরোনা পজ়িটিভ । আক্রান্তদের মধ্যে 3 জন ভরতপুরের বাসিন্দা । অন্য একজন ডোমকলের বাসিন্দা । জানা গেছে, ওই 4 জনই পরিযায়ী শ্রমিকের কাজে বাইরের রাজ্য থেকে ফিরেছেন ।

পরিযায়ী শ্রমিকেরা দল বেঁধে জেলায় ফেরায় মুর্শিদাবাদে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে । গত 4 দিনে এই জেলায় নতুন করে 28 জনের শরীরে মিলেছে কোরোনা ভাইরাসের সংক্রমণ । আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 50 -এ । কোরোনা হাসপাতালে গতকাল একজনের মৃত্যু হলেও আজ সরকারিভাবে মৃত্যুর খবর অস্বীকার করা হয়েছে ।

যদিও গতকাল রাতেই প্রশাসনিক হস্তক্ষেপে মৃতের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে । স্থানীয়দের অভিযোগ, আক্রান্তের সঠিক হিসাবেও গরমিল রয়েছে । তাঁদের দাবি, এই জেলাকে ইতিমধ্যেই রেড জ়োন ঘোষণা করা উচিত ছিল । ফলে বাড়ছে মানুষের আতঙ্কের পারদ ।

বহরমপুর, 25 মে : মুর্শিদাবাদ জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 50 । আজ সন্ধ্যায় নতুন করে আরও 4 জন আক্রান্তকে কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । তাঁদের প্রত্যেকের রিপোর্ট কোরোনা পজ়িটিভ । আক্রান্তদের মধ্যে 3 জন ভরতপুরের বাসিন্দা । অন্য একজন ডোমকলের বাসিন্দা । জানা গেছে, ওই 4 জনই পরিযায়ী শ্রমিকের কাজে বাইরের রাজ্য থেকে ফিরেছেন ।

পরিযায়ী শ্রমিকেরা দল বেঁধে জেলায় ফেরায় মুর্শিদাবাদে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে । গত 4 দিনে এই জেলায় নতুন করে 28 জনের শরীরে মিলেছে কোরোনা ভাইরাসের সংক্রমণ । আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 50 -এ । কোরোনা হাসপাতালে গতকাল একজনের মৃত্যু হলেও আজ সরকারিভাবে মৃত্যুর খবর অস্বীকার করা হয়েছে ।

যদিও গতকাল রাতেই প্রশাসনিক হস্তক্ষেপে মৃতের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে । স্থানীয়দের অভিযোগ, আক্রান্তের সঠিক হিসাবেও গরমিল রয়েছে । তাঁদের দাবি, এই জেলাকে ইতিমধ্যেই রেড জ়োন ঘোষণা করা উচিত ছিল । ফলে বাড়ছে মানুষের আতঙ্কের পারদ ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.