ETV Bharat / state

Bhabanipur By Election : ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী নয়, ঘোষণা অধীরের - ভবানীপুরে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস

এআইসিসির নির্দেশেই ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নেই কংগ্রেস ৷

Bhabanipur By Election
Bhabanipur By Election
author img

By

Published : Sep 7, 2021, 9:52 PM IST

বহরমপুর, 7 সেপ্টেম্বর : ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস ৷ বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী । এআইসিসির নির্দেশেই ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছে প্রার্থী দেওয়া হচ্ছে না ৷ অধীর চৌধুরী বলেছেন, "জাতীয় কংগ্রেসের মতে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেওয়া মানেই বিজেপির হাত শক্ত করা । তাই আমরা ভবানীপুরে প্রার্থী দিচ্ছি না ।"

আজ সন্ধ্যায় কলকাতা থেকে বহরমপুর আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি । রাত আটটা পনেরো নাগাদ বহরমপুরে জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠক করেন তিনি । সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "গতকালই প্রদেশ কংগ্রেস ভবনে কংগ্রেস নেতৃত্বদের সঙ্গে ভবানীপুরে প্রার্থী দেওয়া নিয়ে আলোচনা হয় । আলোচনায় একপক্ষ প্রার্থী দেওয়ার পক্ষে রায় দেয় । অপর পক্ষ প্রার্থী না দেওয়ার পক্ষে মতামত দেয় । আমি বিবেচনার জন্য অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির কাছে সমস্ত তথ্য পাঠিয়েছিলাম । জাতীয় কংগ্রেসের তরফে আজ আমাকে জানানো হয়েছে, ভবানীপুরে কংগ্রেস প্রার্থী দেবে না ।’’

ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস

আরও পড়ুন : By election : আগামীকাল ভবানীপুর আসনে প্রার্থী ঘোষণা, জানিয়ে দিলেন দিলীপ

তিনি আরও বলেন, "জাতীয় কংগ্রেসের বক্তব্য, বিজেপিকে আটকাতে হবে । মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেওয়া মানে সামান্য বা পরোক্ষে হলেও বিজেপির হাত শক্ত করা । আমরা কোনওভাবেই বিজেপিকে সহযোগিতা করতে চাই না ৷ তাই ভবানীপুরে প্রার্থী দেব না বলেই ঠিক করেছি ।"

বহরমপুর, 7 সেপ্টেম্বর : ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস ৷ বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী । এআইসিসির নির্দেশেই ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছে প্রার্থী দেওয়া হচ্ছে না ৷ অধীর চৌধুরী বলেছেন, "জাতীয় কংগ্রেসের মতে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেওয়া মানেই বিজেপির হাত শক্ত করা । তাই আমরা ভবানীপুরে প্রার্থী দিচ্ছি না ।"

আজ সন্ধ্যায় কলকাতা থেকে বহরমপুর আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি । রাত আটটা পনেরো নাগাদ বহরমপুরে জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠক করেন তিনি । সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "গতকালই প্রদেশ কংগ্রেস ভবনে কংগ্রেস নেতৃত্বদের সঙ্গে ভবানীপুরে প্রার্থী দেওয়া নিয়ে আলোচনা হয় । আলোচনায় একপক্ষ প্রার্থী দেওয়ার পক্ষে রায় দেয় । অপর পক্ষ প্রার্থী না দেওয়ার পক্ষে মতামত দেয় । আমি বিবেচনার জন্য অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির কাছে সমস্ত তথ্য পাঠিয়েছিলাম । জাতীয় কংগ্রেসের তরফে আজ আমাকে জানানো হয়েছে, ভবানীপুরে কংগ্রেস প্রার্থী দেবে না ।’’

ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস

আরও পড়ুন : By election : আগামীকাল ভবানীপুর আসনে প্রার্থী ঘোষণা, জানিয়ে দিলেন দিলীপ

তিনি আরও বলেন, "জাতীয় কংগ্রেসের বক্তব্য, বিজেপিকে আটকাতে হবে । মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেওয়া মানে সামান্য বা পরোক্ষে হলেও বিজেপির হাত শক্ত করা । আমরা কোনওভাবেই বিজেপিকে সহযোগিতা করতে চাই না ৷ তাই ভবানীপুরে প্রার্থী দেব না বলেই ঠিক করেছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.