ETV Bharat / state

Neighbours Alleged Torture: বাড়িতেই চলে 'দেহব্যবসা', বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখলেন প্রতিবেশীরা - মধুচক্র

বাড়িতে চলছে দেহ ব্যবসা ৷ প্রতিবেশীরা এই অভিযোগ তুলেছেন বাড়ির কর্তা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ৷ এবার পাড়ার লোকজন বাড়ির কর্তা, তাঁর স্ত্রীর উপর অত্যাচার চালিয়েছেন বলে পালটা অভিযোগ উঠেছে (Raghunathganj Murshidabad Brothel) ৷

Brothel Business Raghunathganj
ETV Bharat
author img

By

Published : Nov 9, 2022, 12:56 PM IST

রঘুনাথগঞ্জ, 9 নভেম্বর: পাড়ায় ঘর ভাড়া দিয়ে দেহ ব্যবসা চালানোর অভিযোগ উঠল বাড়ির মালিক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে । প্রতিবেশীদের দাবি, পুলিশ, পৌরসভায় অভিযোগ জানিয়ে কোনও কাজ হয়নি । এবার ঘটনা ঘুরল অন্যদিকে । প্রতিবেশীদের বিরুদ্ধে অভিযোগ উঠল, তাঁরা বাড়ির কর্তা-সহ তিনজনকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে নির্যাতন চালিয়েছেন । ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ৷ অভিযোগের ভিত্তিতে তিনজনকে উদ্ধার করে এবং পরে তাদের গ্রেফতার করা হয় ।

প্রতিবেশীদের অভিযোগ, পাড়ার বাসিন্দা শিবু প্রসাদ বারিক ও তাঁর স্ত্রী বাড়িতে ঘর ভাড়া দিয়ে দেহব্যবসা চালাতেন । গত দু'বছর ধরে এমনটা হয়ে আসছে ৷ দিনে-রাতে বাড়িতে মধুচক্রের আসর বসত । এমনকী বাড়ি চিনতে না পেরে অনেকে প্রতিবেশীদের দরজায় টোকা মারত ৷ এতে বাড়ির আশপাশের লোকজন বিড়ম্বনায় পড়তেন । এই ঘটনার লজ্জায় অন্য বাড়ির মহিলা, কিশোরীরা তাঁদের বাড়ি থেকে বাইরে বেরতেন না ।

দেহ ব্যবসা চালানোর অভিযোগে প্রতিবেশীরা তিনজনকে খুঁটিতে বাঁধল

আরও পড়ুন: মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার মেঘালয়ের বিজেপি নেতা

এই পরিস্থিতি থেকে রেহাই পেতে রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া দিয়েছেন অভিযুক্তের প্রতিবেশীরা । স্থানীয় কাউন্সিলরকেও বিষয়টি জানানো হয়েছে । কিন্তু তাতে কোনও ফল মেলেনি ৷ তাই দেহব্যবসার অভিযোগে গৃহকর্তা, তাঁর স্ত্রী ও আরেক ব্যক্তিকে বৈদ্যুতিক পোলে বেঁধে পালটা নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে । বাড়ির মালিক শিবু প্রসাদ বারিক অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন । তাঁর বক্তব্য, এটি ভিত্তিহীন ৷ তিনি গাড়ি ভাড়া খাটানোর ব্যবসা করেন ৷ সেই কাজে অনেকেই তাঁর বাড়িতে আসেন ৷

রঘুনাথগঞ্জ, 9 নভেম্বর: পাড়ায় ঘর ভাড়া দিয়ে দেহ ব্যবসা চালানোর অভিযোগ উঠল বাড়ির মালিক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে । প্রতিবেশীদের দাবি, পুলিশ, পৌরসভায় অভিযোগ জানিয়ে কোনও কাজ হয়নি । এবার ঘটনা ঘুরল অন্যদিকে । প্রতিবেশীদের বিরুদ্ধে অভিযোগ উঠল, তাঁরা বাড়ির কর্তা-সহ তিনজনকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে নির্যাতন চালিয়েছেন । ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ৷ অভিযোগের ভিত্তিতে তিনজনকে উদ্ধার করে এবং পরে তাদের গ্রেফতার করা হয় ।

প্রতিবেশীদের অভিযোগ, পাড়ার বাসিন্দা শিবু প্রসাদ বারিক ও তাঁর স্ত্রী বাড়িতে ঘর ভাড়া দিয়ে দেহব্যবসা চালাতেন । গত দু'বছর ধরে এমনটা হয়ে আসছে ৷ দিনে-রাতে বাড়িতে মধুচক্রের আসর বসত । এমনকী বাড়ি চিনতে না পেরে অনেকে প্রতিবেশীদের দরজায় টোকা মারত ৷ এতে বাড়ির আশপাশের লোকজন বিড়ম্বনায় পড়তেন । এই ঘটনার লজ্জায় অন্য বাড়ির মহিলা, কিশোরীরা তাঁদের বাড়ি থেকে বাইরে বেরতেন না ।

দেহ ব্যবসা চালানোর অভিযোগে প্রতিবেশীরা তিনজনকে খুঁটিতে বাঁধল

আরও পড়ুন: মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার মেঘালয়ের বিজেপি নেতা

এই পরিস্থিতি থেকে রেহাই পেতে রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া দিয়েছেন অভিযুক্তের প্রতিবেশীরা । স্থানীয় কাউন্সিলরকেও বিষয়টি জানানো হয়েছে । কিন্তু তাতে কোনও ফল মেলেনি ৷ তাই দেহব্যবসার অভিযোগে গৃহকর্তা, তাঁর স্ত্রী ও আরেক ব্যক্তিকে বৈদ্যুতিক পোলে বেঁধে পালটা নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে । বাড়ির মালিক শিবু প্রসাদ বারিক অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন । তাঁর বক্তব্য, এটি ভিত্তিহীন ৷ তিনি গাড়ি ভাড়া খাটানোর ব্যবসা করেন ৷ সেই কাজে অনেকেই তাঁর বাড়িতে আসেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.