ETV Bharat / state

কোভিড-ব্যর্থতা ঢাকতে হর্ষ বর্ধনকে বলির পাঁঠা করেছেন মোদি, কটাক্ষ অধীরের - হর্ষ বর্ধনকে বলির পাঁঠা

কোভিড নিয়ে বিবৃতি থেকে শুরু করে যা কিছু করা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করেছেন । নিজের ব্যর্থতা ঢাকতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে বলির পাঁঠা করেছেন প্রধানমন্ত্রী । মন্তব্য লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীর ।

Adhir Ranjan Chowdhury
ফাইল ছবি
author img

By

Published : Jul 9, 2021, 7:09 AM IST

Updated : Jul 9, 2021, 9:36 AM IST

বহরমপুর, 9 জুলাই : কোভিড মোকাবিলায় নিজের ব্যর্থতা ঢাকতে প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে "বলির পাঁঠা" করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । হর্ষ বর্ধনের পদত্যাগ নিয়ে এভাবেই প্রধানমন্ত্রীকে বিঁধলেন লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী । পাশাপাশি উত্তরবঙ্গের তিন সাংসদ কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পাওয়ায় অধীরবাবু মন্তব্য, উত্তরবঙ্গ নিয়ে বিভাজনের রাজনীতি করলে বিজেপিকে সমূলে উৎখাত করবে বাংলার মানুষ ।

গতকাল বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, "স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করিয়ে কার্যত নিজের ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন প্রধানমন্ত্রী । প্রকৃত অর্থে পদত্যাগ করার নৈতিক দায়িত্ব নিতে হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পদত্যাগ করা উচিত । কারণ, কোভিড নিয়ে বিবৃতি থেকে শুরু করে যা কিছু করা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করেছেন । নিজের ব্যর্থতা ঢাকতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে বলির পাঁঠা করেছেন প্রধানমন্ত্রী ।"

একইসঙ্গে উত্তরবঙ্গ থেকে তিন সাংসদ মোদির মন্ত্রিসভায় স্থান পাওয়ায় অধীর চৌধুরী বলেন, "উত্তরবঙ্গে ভাল ফল হয়েছে । তাই উত্তরবঙ্গ ধরে রাখতে এই কৌশল নেওয়া হয়েছে । ভোটের আগে এনআরসি, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তোলপাড় হয়েছিল । ভোট চলে গিয়েছে । আবার 2024 সালে বাক্স থেকে বের করবে এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী আইন ।" আসলে এগুলি সব ভোটের বাজারের এক একটি পণ্য বলেই মনে করছেন অধীর চৌধুরী ।

কোভিড-ব্যর্থতা ঢাকতে হর্ষ বর্ধনকে বলির পাঁঠা করেছেন মোদি, কটাক্ষ অধীরের

আরও পড়ুন : করোনা মোকাবিলায় ব্যর্থতার দায়েই সরতে হল হর্ষ বর্ধনকে ?

উত্তরবঙ্গ নিয়ে বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ তুলে তিনি বলেন, "স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গ আওয়াজ তুলে ভোটের বাজারে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে বিজেপি । কিন্তু উত্তরবঙ্গ নিয়ে পশ্চিমবঙ্গ নয়, এটা মনে রাখতে হবে । উত্তরবঙ্গ নিয়ে বিভাজনের রাজনীতি করলে বিজেপিকে সমূলে উচ্ছেদ করবে এই বাংলার মানুষ ।"

বহরমপুর, 9 জুলাই : কোভিড মোকাবিলায় নিজের ব্যর্থতা ঢাকতে প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে "বলির পাঁঠা" করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । হর্ষ বর্ধনের পদত্যাগ নিয়ে এভাবেই প্রধানমন্ত্রীকে বিঁধলেন লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী । পাশাপাশি উত্তরবঙ্গের তিন সাংসদ কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পাওয়ায় অধীরবাবু মন্তব্য, উত্তরবঙ্গ নিয়ে বিভাজনের রাজনীতি করলে বিজেপিকে সমূলে উৎখাত করবে বাংলার মানুষ ।

গতকাল বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, "স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করিয়ে কার্যত নিজের ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন প্রধানমন্ত্রী । প্রকৃত অর্থে পদত্যাগ করার নৈতিক দায়িত্ব নিতে হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পদত্যাগ করা উচিত । কারণ, কোভিড নিয়ে বিবৃতি থেকে শুরু করে যা কিছু করা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করেছেন । নিজের ব্যর্থতা ঢাকতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে বলির পাঁঠা করেছেন প্রধানমন্ত্রী ।"

একইসঙ্গে উত্তরবঙ্গ থেকে তিন সাংসদ মোদির মন্ত্রিসভায় স্থান পাওয়ায় অধীর চৌধুরী বলেন, "উত্তরবঙ্গে ভাল ফল হয়েছে । তাই উত্তরবঙ্গ ধরে রাখতে এই কৌশল নেওয়া হয়েছে । ভোটের আগে এনআরসি, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তোলপাড় হয়েছিল । ভোট চলে গিয়েছে । আবার 2024 সালে বাক্স থেকে বের করবে এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী আইন ।" আসলে এগুলি সব ভোটের বাজারের এক একটি পণ্য বলেই মনে করছেন অধীর চৌধুরী ।

কোভিড-ব্যর্থতা ঢাকতে হর্ষ বর্ধনকে বলির পাঁঠা করেছেন মোদি, কটাক্ষ অধীরের

আরও পড়ুন : করোনা মোকাবিলায় ব্যর্থতার দায়েই সরতে হল হর্ষ বর্ধনকে ?

উত্তরবঙ্গ নিয়ে বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ তুলে তিনি বলেন, "স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গ আওয়াজ তুলে ভোটের বাজারে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে বিজেপি । কিন্তু উত্তরবঙ্গ নিয়ে পশ্চিমবঙ্গ নয়, এটা মনে রাখতে হবে । উত্তরবঙ্গ নিয়ে বিভাজনের রাজনীতি করলে বিজেপিকে সমূলে উচ্ছেদ করবে এই বাংলার মানুষ ।"

Last Updated : Jul 9, 2021, 9:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.