ETV Bharat / state

মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যপদ বাতিল সভাধিপতি, সহ-সভাধিপতির - সভাধিপতি ও সহ-সভাধিপতিরর সদস্যপদ খারিজ

দলত্যাগ বিরোধী আইনে সদস্যপদ খারিজ করা হল মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি (Murshidabad Zilla Parishad Sabhadhipati) ও সহ-সভাধিপতির ৷ সভাধিপতি ভোটের আগে কংগ্রেসে যোগ দিয়েছিলেন, আর সহ-সভাধিপতি যোগ দিয়েছিলেন বিজেপিতে ৷

murshidabad zilla parishad sabhadhipati and his deputy lost their membership as they changed party
দলবদলের মাশুল; সদস্যপদ খারিজ জেলা পরিষদের সভাধিপতি, সহ-সভাধিপতির
author img

By

Published : Jul 8, 2021, 11:17 AM IST

বহরমপুর, 8 জুলাই : মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি (Murshidabad Zilla Parishad Sabhadhipati) ও সহ-সভাধিপতির সদস্যপদ খারিজ করলেন মালদা বিভাগের ডিভিশনাল কমিশনার । দলত্যাগ বিরোধী অভিযোগের ভিত্তিতেই দুজনের সদস্যপদ খারিজ করা হয়েছে । অভিযোগ জানিয়েছিলেন জেলা পরিষদের দলনেতা তজিমুদ্দিন শেখ । আগামী কয়েকদিনের মধ্যেই সভাধিপতি ও সহ-সভাধিপতির আসনে 2 জনকে মনোনীত করা হবে বলে তৃণমূল সূত্রে জানানো হয়েছে ।

বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মণ্ডল তৃণমূল ছেড়ে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দেন । অপরদিকে, শুভেন্দু অধিকারীর হাত ধরে গেরুয়া শিবিরে নাম লেখান সহ-সভাধিপতি বৈদ্যনাথ দাস । এরপরই নির্দিষ্ট সময়ে 2 জনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার জন্য তোড়জোড় শুরু করে তৃণমূল শিবির ।

আরও পড়ুন: কোন ভুলে মন্ত্রিত্ব খোয়ালেন বাবুল-দেবশ্রী ?

আস্থা ভোটে পরাজয় নিশ্চিত জেনে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে ডিভিশনাল কমিশনারের কাছে পদত্যাগ পত্র পাঠান মোশারফ হোসেন মণ্ডল । অপরদিকে, তৃণমূলে ফিরতে চেয়ে জেলা সভাপতির কাছে আর্জি জানান বৈদ্যনাথ দাস । কিন্তু তাঁর আর্জি খারিজ করে দেয় তৃণমূল ।

অন্যদিকে জেলা পরিষদের দলনেতা তজিমুদ্দিন শেখও মালদা ডিভিশনের ডিভিশনাল কমিশনারের দ্বারস্থ হন ৷ ওই 2 জনের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে সদস্যপদ খারিজের আবেদন জানান তজিমুদ্দিন । মঙ্গলবার এই আবেদনের ভার্চুয়াল শুনানি হয় ।

আরও পড়ুন: সকালে বান্ধবীর ফেসবুক শুভেচ্ছা, বেলায় বউয়ের নতুন শাড়ি, 57-র কাননালয়ে শুধুই ভালবাসা

বুধবার ডিভিশনাল কমিশনার গোলাম আলি আনসারি বিজ্ঞপি জারি করে 2 জনের সদস্যপদ খারিজ করেছেন । অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) সুভাশিস বেজ জানিয়েছেন, 2 জনের সদস্যপদ খারিজ হয়েছে । যদিও এ নিয়ে মুখ খুলতে চাননি মোশারফ হোসেন ও বৈদ্যনাথ দাস । এই ঘটনায় জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে ।

বহরমপুর, 8 জুলাই : মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি (Murshidabad Zilla Parishad Sabhadhipati) ও সহ-সভাধিপতির সদস্যপদ খারিজ করলেন মালদা বিভাগের ডিভিশনাল কমিশনার । দলত্যাগ বিরোধী অভিযোগের ভিত্তিতেই দুজনের সদস্যপদ খারিজ করা হয়েছে । অভিযোগ জানিয়েছিলেন জেলা পরিষদের দলনেতা তজিমুদ্দিন শেখ । আগামী কয়েকদিনের মধ্যেই সভাধিপতি ও সহ-সভাধিপতির আসনে 2 জনকে মনোনীত করা হবে বলে তৃণমূল সূত্রে জানানো হয়েছে ।

বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মণ্ডল তৃণমূল ছেড়ে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দেন । অপরদিকে, শুভেন্দু অধিকারীর হাত ধরে গেরুয়া শিবিরে নাম লেখান সহ-সভাধিপতি বৈদ্যনাথ দাস । এরপরই নির্দিষ্ট সময়ে 2 জনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার জন্য তোড়জোড় শুরু করে তৃণমূল শিবির ।

আরও পড়ুন: কোন ভুলে মন্ত্রিত্ব খোয়ালেন বাবুল-দেবশ্রী ?

আস্থা ভোটে পরাজয় নিশ্চিত জেনে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে ডিভিশনাল কমিশনারের কাছে পদত্যাগ পত্র পাঠান মোশারফ হোসেন মণ্ডল । অপরদিকে, তৃণমূলে ফিরতে চেয়ে জেলা সভাপতির কাছে আর্জি জানান বৈদ্যনাথ দাস । কিন্তু তাঁর আর্জি খারিজ করে দেয় তৃণমূল ।

অন্যদিকে জেলা পরিষদের দলনেতা তজিমুদ্দিন শেখও মালদা ডিভিশনের ডিভিশনাল কমিশনারের দ্বারস্থ হন ৷ ওই 2 জনের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে সদস্যপদ খারিজের আবেদন জানান তজিমুদ্দিন । মঙ্গলবার এই আবেদনের ভার্চুয়াল শুনানি হয় ।

আরও পড়ুন: সকালে বান্ধবীর ফেসবুক শুভেচ্ছা, বেলায় বউয়ের নতুন শাড়ি, 57-র কাননালয়ে শুধুই ভালবাসা

বুধবার ডিভিশনাল কমিশনার গোলাম আলি আনসারি বিজ্ঞপি জারি করে 2 জনের সদস্যপদ খারিজ করেছেন । অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) সুভাশিস বেজ জানিয়েছেন, 2 জনের সদস্যপদ খারিজ হয়েছে । যদিও এ নিয়ে মুখ খুলতে চাননি মোশারফ হোসেন ও বৈদ্যনাথ দাস । এই ঘটনায় জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.