ETV Bharat / state

Murder in Dhulian: ধুলিয়ানে সম্পত্তির লোভে ভাইকে খুনের অভিযোগে গ্রেফতার দাদা - মুর্শিদাবাদের ধুলিয়ানে এক যুবকের মৃতদেহ

শুক্রবার মুর্শিদাবাদের ধুলিয়ানে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয় ৷ ওই ঘটনায় মৃতের দাদাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতের নাম হজরত আলি ৷

Murder in Dhulian
Murder in Dhulian
author img

By

Published : May 20, 2023, 6:42 PM IST

সামশেরগঞ্জ (মুর্শিদাবাদ), 20 মে: সম্পত্তির লোভে ভাইকে খুনের অভিযোগে গ্রেফতার দাদা । অভিযুক্ত দাদাকে গ্রেফতার করে আদালতে পাঠাল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ । ধৃতের নাম হজরত আলি । শনিবারই ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় পুলিশ । সামান্য সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বাড়ির ছাদে ছোট ভাইকে চাকু দিয়ে খুনের অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে । সম্পত্তি বিবাদে ভাইকে খুনের ঘটনায় স্তম্ভিত ধুলিয়ানবাসী ।

প্রসঙ্গত, শুক্রবার সকালে সামশেরগঞ্জ থানার ধুলিয়ান পৌরসভা এলাকার এক নম্বর ওয়ার্ডে নিজের বাড়ির দোতলা ছাদ থেকে মোন্তাজ আলি মোমিন নামে এক যুবকের গলার নলিকাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ । তখনই খুনের অভিযোগ জানিয়েছিল পরিবার । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করে সামসেরগঞ্জ থানার পুলিশ । ভাইয়ের মৃত্যুতে সেদিন কান্নায় ভেঙে পড়েছিলেন দাদা । এমনকী ভাইয়ের দেহ ছাদে পড়ে থাকা অবস্থায় দোকানে গিয়ে স্বাভাবিকভাবে দোকানও খোলেন তিনি ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরে তদন্তেই বেরিয়ে আসে আসল রহস্য । কথাবার্তায় অসঙ্গতি মেলায় আটক করা হয় মৃত যুবকের বড় দাদা হজরত আলিকে । দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ । তারপরেই কার্যত জেরায় ভেঙে পড়ে খুনের কথা স্বীকার করেন তিনি । পারিবারিক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে দুই ভাইয়ে বিবাদ ছিল । পাশের ঘরেই শুয়ে থাকতেন ভাই । গন্ডগোলের জেরেই ছোট ভাইকে প্রথমে ঘরে ঢুকে চাকু দিয়ে আঘাত করেন হজরত । এরপর গুরুতর জখম ভাইকে ছাদে নিয়ে গিয়ে গলার নলি কেটে খুন করেছেন বলেই জেরায় জানান বড় দাদা হজরত আলি । জেরা সম্পন্ন করেই গ্রেফতার করা হয় তাঁকে । শনিবার তাঁকে আদালতে পাঠায় সামশেরগঞ্জ থানার পুলিশ । তবে আদালতের নির্দেশ জানা যায়নি ৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, দুই ভাই একই পরিবারে বাবা ও মায়ের সঙ্গে থাকতেন । হজরত আলির বিয়ে হলেও বছর পঁচিশের মন্তাজ আলির বিয়ে হয়নি । সম্প্রতি বাবা দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি ভাগ করে দিতে চাইছিলেন । বাবার সম্পত্তির ভাগ অবিবাহিত ছোট ভাই পেয়ে যাবেন, এই আশঙ্কায় খুনের ষড়যন্ত্র করে দাদা । শুক্রবার রাতে ভাইয়ের ঘরে ঢুকেই তাঁকে খুন করেন । পরে ছাদে দেহ রেখে পুলিশের নজর ঘোরাতে চেয়েছিলেন । কিন্তু পুলিশের জেরায় সব ফাঁস হয়ে যায় ৷

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের পিছনে ধাক্কা বাইক চালকের, মৃত চালক

সামশেরগঞ্জ (মুর্শিদাবাদ), 20 মে: সম্পত্তির লোভে ভাইকে খুনের অভিযোগে গ্রেফতার দাদা । অভিযুক্ত দাদাকে গ্রেফতার করে আদালতে পাঠাল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ । ধৃতের নাম হজরত আলি । শনিবারই ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় পুলিশ । সামান্য সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বাড়ির ছাদে ছোট ভাইকে চাকু দিয়ে খুনের অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে । সম্পত্তি বিবাদে ভাইকে খুনের ঘটনায় স্তম্ভিত ধুলিয়ানবাসী ।

প্রসঙ্গত, শুক্রবার সকালে সামশেরগঞ্জ থানার ধুলিয়ান পৌরসভা এলাকার এক নম্বর ওয়ার্ডে নিজের বাড়ির দোতলা ছাদ থেকে মোন্তাজ আলি মোমিন নামে এক যুবকের গলার নলিকাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ । তখনই খুনের অভিযোগ জানিয়েছিল পরিবার । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করে সামসেরগঞ্জ থানার পুলিশ । ভাইয়ের মৃত্যুতে সেদিন কান্নায় ভেঙে পড়েছিলেন দাদা । এমনকী ভাইয়ের দেহ ছাদে পড়ে থাকা অবস্থায় দোকানে গিয়ে স্বাভাবিকভাবে দোকানও খোলেন তিনি ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরে তদন্তেই বেরিয়ে আসে আসল রহস্য । কথাবার্তায় অসঙ্গতি মেলায় আটক করা হয় মৃত যুবকের বড় দাদা হজরত আলিকে । দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ । তারপরেই কার্যত জেরায় ভেঙে পড়ে খুনের কথা স্বীকার করেন তিনি । পারিবারিক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে দুই ভাইয়ে বিবাদ ছিল । পাশের ঘরেই শুয়ে থাকতেন ভাই । গন্ডগোলের জেরেই ছোট ভাইকে প্রথমে ঘরে ঢুকে চাকু দিয়ে আঘাত করেন হজরত । এরপর গুরুতর জখম ভাইকে ছাদে নিয়ে গিয়ে গলার নলি কেটে খুন করেছেন বলেই জেরায় জানান বড় দাদা হজরত আলি । জেরা সম্পন্ন করেই গ্রেফতার করা হয় তাঁকে । শনিবার তাঁকে আদালতে পাঠায় সামশেরগঞ্জ থানার পুলিশ । তবে আদালতের নির্দেশ জানা যায়নি ৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, দুই ভাই একই পরিবারে বাবা ও মায়ের সঙ্গে থাকতেন । হজরত আলির বিয়ে হলেও বছর পঁচিশের মন্তাজ আলির বিয়ে হয়নি । সম্প্রতি বাবা দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি ভাগ করে দিতে চাইছিলেন । বাবার সম্পত্তির ভাগ অবিবাহিত ছোট ভাই পেয়ে যাবেন, এই আশঙ্কায় খুনের ষড়যন্ত্র করে দাদা । শুক্রবার রাতে ভাইয়ের ঘরে ঢুকেই তাঁকে খুন করেন । পরে ছাদে দেহ রেখে পুলিশের নজর ঘোরাতে চেয়েছিলেন । কিন্তু পুলিশের জেরায় সব ফাঁস হয়ে যায় ৷

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের পিছনে ধাক্কা বাইক চালকের, মৃত চালক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.