ETV Bharat / state

মুর্শিদাবাদে গঙ্গার ভাঙনের মুখে একাধিক গ্রাম - Murshidabad facing erosion of Ganges

এবছর কিছুটা আগেই গঙ্গার ভাঙনের মুখে পড়েছে গ্রামগুলো ৷ ফারাক্কার কুলিদিয়ারচর ও হোসেনপুরে গঙ্গার ভাঙন শুরু হয়ে গিয়েছে ৷ তলিয়ে গিয়েছে বিঘার পর বিঘা জমি ৷

Murshidabad
মুর্শিদাবাদ
author img

By

Published : Nov 2, 2020, 8:47 AM IST

মুর্শিদাবাদ, 2 নভেম্বর : গঙ্গার ভাঙনের মুখে ফারাক্কার একাধিক গ্রাম ৷ প্রতিবছরই এই সময় গঙ্গার ভাঙনের মুখে পড়ে বেশ কয়েকটি গ্রাম ৷ তবে এবছর কিছুটা আগেই গঙ্গার ভাঙনের মুখে পড়েছে গ্রামগুলো ৷ ফারাক্কার কুলিদিয়ারচর ও হোসেনপুরে গঙ্গার ভাঙন শুরু হয়ে গিয়েছে ৷ তলিয়ে গিয়েছে বিঘার পর বিঘা জমি ৷ ভেঙে পড়েছে একাধিক বাড়ি ৷ অনেকে ত্রিপলের ছাউনিতে বাস করছেন ৷ স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এভাবে গঙ্গার ভাঙন শুরু হলে একটা সময়ের পর গ্রামের কোনও অস্তিত্বই আর থাকবে না ৷

ভবিষ্যতে কী ভাবে দিন কাটবে তা নিয়ে চিন্তায় গ্রামের বাসিন্দারা ৷ দোড়গোড়ায় শীত ৷ এই পরিস্থিতিতে মাথার উপর না আছে ছাদ না আছে গায়ে দেওয়ার মতো জামা কাপড় ৷ অপরদিকে, গঙ্গার ভাঙনে জমি চলে যাওয়ায় রোজগার প্রায় নেই বললেই চলে ৷ এই পরিস্থিতিতে কীভাবে দিন কাটাবেন তাঁরা ৷ সেই চিন্তায় কপালে ভাঁজ পড়েছে সেখানকার বাসিন্দাদের ৷

ভিডিয়োতে শুনুন স্থানীয় বাসিন্দাদের বক্তব্য

প্রতি বছরই গঙ্গার ভাঙনের মুখে পড়েন এই গ্রামের বাসিন্দারা ৷ তাঁদের বক্তব্য, প্রতিবছরই নেতা-মন্ত্রীরা আসেন ৷ সরকারি দপ্তর থেকেও আসেন কর্মীরা ৷ প্রত্যেকেই আশ্বাস দিয়ে চলে যান ৷ কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ তাঁদের ৷

মুর্শিদাবাদ, 2 নভেম্বর : গঙ্গার ভাঙনের মুখে ফারাক্কার একাধিক গ্রাম ৷ প্রতিবছরই এই সময় গঙ্গার ভাঙনের মুখে পড়ে বেশ কয়েকটি গ্রাম ৷ তবে এবছর কিছুটা আগেই গঙ্গার ভাঙনের মুখে পড়েছে গ্রামগুলো ৷ ফারাক্কার কুলিদিয়ারচর ও হোসেনপুরে গঙ্গার ভাঙন শুরু হয়ে গিয়েছে ৷ তলিয়ে গিয়েছে বিঘার পর বিঘা জমি ৷ ভেঙে পড়েছে একাধিক বাড়ি ৷ অনেকে ত্রিপলের ছাউনিতে বাস করছেন ৷ স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এভাবে গঙ্গার ভাঙন শুরু হলে একটা সময়ের পর গ্রামের কোনও অস্তিত্বই আর থাকবে না ৷

ভবিষ্যতে কী ভাবে দিন কাটবে তা নিয়ে চিন্তায় গ্রামের বাসিন্দারা ৷ দোড়গোড়ায় শীত ৷ এই পরিস্থিতিতে মাথার উপর না আছে ছাদ না আছে গায়ে দেওয়ার মতো জামা কাপড় ৷ অপরদিকে, গঙ্গার ভাঙনে জমি চলে যাওয়ায় রোজগার প্রায় নেই বললেই চলে ৷ এই পরিস্থিতিতে কীভাবে দিন কাটাবেন তাঁরা ৷ সেই চিন্তায় কপালে ভাঁজ পড়েছে সেখানকার বাসিন্দাদের ৷

ভিডিয়োতে শুনুন স্থানীয় বাসিন্দাদের বক্তব্য

প্রতি বছরই গঙ্গার ভাঙনের মুখে পড়েন এই গ্রামের বাসিন্দারা ৷ তাঁদের বক্তব্য, প্রতিবছরই নেতা-মন্ত্রীরা আসেন ৷ সরকারি দপ্তর থেকেও আসেন কর্মীরা ৷ প্রত্যেকেই আশ্বাস দিয়ে চলে যান ৷ কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ তাঁদের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.