মুর্শিদাবাদ, 12 জুলাই : মুর্শিদাবাদে তৃণমূলে যোগ দিল শতাধিক পরিবার । খড়গ্রাম থানার সাদল পঞ্চায়েতে রহিগ্রামে কংগ্রেস, CPI(M) ও BJP থেকে তারা তৃণমূলে যোগ দেয় ।
আজ সাদল অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি যোগদান সভার আয়োজন করা হয় । যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত ও মুর্শিদাবাদ জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মফিজুদ্দিন মণ্ডল ।
আশিস মার্জিত বলেন, মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে ও শুভেন্দু অধিকারীকে দেখে উদ্বুদ্ধ হয়েছে তারা । তারা আরও বলে, পুরোনো দলে সম্মান পায়নি । এলাকায় দীর্ঘদিন ধরে কোনও উন্নয়ন হয়নি । একমাত্র রাজ্য সরকার উন্নয়ন এনেছে ।