ETV Bharat / state

বড়ঞায় নাকা চেকিংয়ে উদ্ধার 4 লাখ 67 হাজার টাকা - undefined

আজ 4 লাখ 67 হাজার টাকা উদ্ধার করল ফ্লাইং স্কয়্যাড। বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন বড়ঞা থানার কলেশ্বর মোড়ে নাকা চেকিংয়ের সময় এক ব্যক্তির কাছ থেকে ওই টাকা উদ্ধার হয়।

উদ্ধারকৃত টাকা
author img

By

Published : Mar 29, 2019, 11:53 PM IST

বড়ঞা, 29 মার্চ : আজ ফের 4 লাখ 67 হাজার টাকা উদ্ধার করল ফ্লাইং স্কয়্যাড। বীরভূম-মুর্শিদাবাদ সংলগ্ন বড়ঞা থানার কলেশ্বর মোড়ে নাকা চেকিংয়ের সময় এক ব্যক্তির কাছ থেকে ওই টাকা উদ্ধার হয়। নির্দিষ্টভাবে কোন তথ্য জমা দিতে না পারায় উদ্ধারকৃত টাকা বাজেয়াপ্ত করা হয়। এই নিয়ে গত সাত দিনে মুর্শিদাবাদ জেলা থেকে ১৮ লাখ টাকা উদ্ধার হল।

মহকুমা শাসক - অভীক দাস

আজ নাকা চেকিং বসিয়েছিল বড়ঞা F.S টিম ও বড়ঞা থানার পুলিশ। পুলিশের যৌথ প্রচেষ্টায় বীরভূমের সাঁইথিয়া থেকে আসা একটি গাড়ি আটক করে তদন্তকারী দল। তল্লাশি করে মেলে নগদ 4 লাখ 67 হাজার টাকা। সঙ্গে এক ব্যক্তিকেও আটক করে বড়ঞা থানার পুলিশ। ধৃতের নাম, মনোজ কুমার রায় চৌধুরি। তাঁর বাড়ি বহরমপুরের সইদাবাদে। ধৃত ব্যক্তি নিজেকে ব্যবসায়ী বলে দাবি করলেও কোনও প্রমাণ দিতে পারেনি। জানা যায়, গাড়িটি সিউড়ি থেকে বহরমপুর যাচ্ছিল।

এর আগে খড়গ্রাম, জীবন্তি ও ডোমকল এলাকা থেকে সাড়ে তেরো লাখ টাকা আটক করেছে নির্বাচন কমিশনের বিশেষ দল।

বড়ঞা, 29 মার্চ : আজ ফের 4 লাখ 67 হাজার টাকা উদ্ধার করল ফ্লাইং স্কয়্যাড। বীরভূম-মুর্শিদাবাদ সংলগ্ন বড়ঞা থানার কলেশ্বর মোড়ে নাকা চেকিংয়ের সময় এক ব্যক্তির কাছ থেকে ওই টাকা উদ্ধার হয়। নির্দিষ্টভাবে কোন তথ্য জমা দিতে না পারায় উদ্ধারকৃত টাকা বাজেয়াপ্ত করা হয়। এই নিয়ে গত সাত দিনে মুর্শিদাবাদ জেলা থেকে ১৮ লাখ টাকা উদ্ধার হল।

মহকুমা শাসক - অভীক দাস

আজ নাকা চেকিং বসিয়েছিল বড়ঞা F.S টিম ও বড়ঞা থানার পুলিশ। পুলিশের যৌথ প্রচেষ্টায় বীরভূমের সাঁইথিয়া থেকে আসা একটি গাড়ি আটক করে তদন্তকারী দল। তল্লাশি করে মেলে নগদ 4 লাখ 67 হাজার টাকা। সঙ্গে এক ব্যক্তিকেও আটক করে বড়ঞা থানার পুলিশ। ধৃতের নাম, মনোজ কুমার রায় চৌধুরি। তাঁর বাড়ি বহরমপুরের সইদাবাদে। ধৃত ব্যক্তি নিজেকে ব্যবসায়ী বলে দাবি করলেও কোনও প্রমাণ দিতে পারেনি। জানা যায়, গাড়িটি সিউড়ি থেকে বহরমপুর যাচ্ছিল।

এর আগে খড়গ্রাম, জীবন্তি ও ডোমকল এলাকা থেকে সাড়ে তেরো লাখ টাকা আটক করেছে নির্বাচন কমিশনের বিশেষ দল।

sample description

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.