রেজিনগর, 30 জুন : রেশনের চাল ও একশো দিনের কাজ না মেলায় পঞ্চায়েত অফিসে ভাঙচুর চালাল কয়েকশো পরিযায়ী শ্রমিক । ঘটনাটি বেলডাঙা 2 ব্লকের দাদপুর গ্রাম পঞ্চায়েতের । বিক্ষোভকারীদের বাধা দিতে গিয়ে জখম হন পঞ্চায়েত অফিসের বেশ কয়েকজন কর্মী। প্রায় ঘণ্টা দু'য়েক পর রেজিনগর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় । পরিযায়ী শ্রমিকদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান একশো দিনের কাজের টাকা লুট করছেন । তাঁদের কাজ দেওয়া হচ্ছে না ।
দীর্ঘদিন কাজ হারিয়ে বাড়িতে বসে রয়েছে জেলার প্রায় তিন লাখ পরিযায়ী শ্রমিক। সংসারে অভাব দেখা দেওয়ায় এবার ক্ষোভ বাড়তে শুরু করেছে তাদের মধ্যে । গতকাল, দুপুরে কয়েকশো পরিযায়ী শ্রমিকরা একশো দিনের কাজের দাবিতে দাদপুর গ্রাম পঞ্চায়েতের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে । অভিযোগ, তারা পঞ্চায়েত অফিসের গেট ভেঙে ভিতরে ঢুকে তাণ্ডব চালায় । সরকারি সম্পত্তি তছনছের পাশাপাশি অফিসের কর্মীদের হেনস্থা করা হয় । শ্রমিকদের দাবি, সরকারি নির্দেশ থাকলেও তারা রেশনের চাল, আটা পাচ্ছে না । পাশাপাশি তাদের একশো দিনের প্রকল্পে কাজে ফেরানোর আশ্বাস দেওয়া হলেও এখনও একদিনও কাজ পায়নি তারা ।
উত্তেজিত পরিযায়ী শ্রমিকদের বাধা দিতে গিয়ে জখম হয়েছে বেশ কয়েকজন । পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে ।