ETV Bharat / state

Man Kills Brother: বাবার সম্পত্তি ভাগের আশঙ্কা ! নাবালক সৎ ভাইকে খুন করল দাদা - সৎ ভাইকে খুন করে গ্রেফতার দাদা

নাবালক সৎ ভাইকে খুনের অভিযোগে ধৃত দাদা ৷ পুলিশি জেরায় ভাইকে খুনের কথা স্বীকার করল অভিযুক্ত ৷ নওদা থানার আলমপুরের ঘটনা ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Aug 16, 2023, 10:18 PM IST

নওদা (মুর্শিদাবাদ), 16 অগস্ট: বাবার সম্পত্তি ভাগ হয়ে যাওয়ার আশঙ্কায় নাবালক সৎ ভাইকে খুনের অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে ৷ পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত ৷ সাইকেল কিনে দেওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয় বলে অভিযোগ । তারপর তার দেহ ফেলে আসে পাটের জমিতে । শেয়ালে খুবল খেল সেই দেহ । ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদা থানার আলমপুরে ৷

পুলিশের জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করে অভিযুক্ত । অভিযুক্তকে নিয়ে সোমবার সকালে পাটের জমি থেকে বালকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ । সোমবার থেকে নিখোঁজ ছিল ওই বালক সাইন শেখ (11)। অভিযুক্তের নাম মাইনুল শেখ । নওদা থানার পুলিশ জানায়, মৃতের মা অঞ্জনা বিবি ছেলেকে অপহরণের অভিযোগ করেন থানায় ৷ সেই তদন্তে নেমেই পুলিশ মাইনুলকে গ্রেফতার করে । মঙ্গলবার আদালতের নির্দেশে অভিযুক্তকে আটদিনের পুলিশি হেফাজতে নেওয়া হয় । তাকে জেরা করতেই ঘটনার কথা স্বীকার করে অভিযুক্ত । বাবার সম্পত্তি ভাগাভাগি হয়ে যাবে আশঙ্কা করেই সৎ ভাইকে খুন করেছে বলে অনুমান পুলিশ ও পরিবারের ।

তিন মাস আগে দ্বিতীয় পক্ষের স্বামীকে ছেড়ে 11 বছরের ছেলেকে নিয়ে তৃতীয় পক্ষের স্বামীর ঘরে ওঠেন অঞ্জনা বিবি । আলমপুরের মুজিবর রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয় । মুজিবর রহমানের স্ত্রী দুই সন্তান রেখে মারা যান বছরখানেক আগে । মাইনুল শেখ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছিলেন । বাবার দ্বিতীয় পক্ষের বিয়ের খবর পেয়ে দিনদশেক আগে বাড়ি ফিরে আসেন তিনি ।

অঞ্জনা বিবির কথায়, "সোমবার ছেলেকে সাইকেল কিনে দেব বলে আমতলা বাজারে নিয়ে যায় মাইনুল । কিন্তু বিকেলে একাই ফিরে আসে । সাইনের কথা জিজ্ঞেস করায় অসংলগ্ন উত্তর দেয় । পরিবারের লোকজন রাতভর সাইনের খোঁজে তল্লাশি করে কোনও হদিশ পায় না । মঙ্গলবার সকালে তাই মাইনুলের বিরুদ্ধে নওদা থানায় অপহরণের অভিযোগ দায়ের করি । তদন্তে নেমে পুলিশ মঙ্গলবারই বাড়ি থেকে মাইনুলকে গ্রেফতার করে ।"

পুলিশি জেরায় মাইনুল স্বীকার করে, বাবার সম্পত্তি ভাগ হয়ে যাবে এই কারণেই পথের কাঁটা মনে করে সাইনকে খুন করে । বুধবার সকালে মাইনুলকে নিয়ে স্থানীয় পাটের জমি থেকে সাইনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ ৷

আরও পড়ুন : পারিবারিক বিবাদ! স্ত্রী’কে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর

নওদা (মুর্শিদাবাদ), 16 অগস্ট: বাবার সম্পত্তি ভাগ হয়ে যাওয়ার আশঙ্কায় নাবালক সৎ ভাইকে খুনের অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে ৷ পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত ৷ সাইকেল কিনে দেওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয় বলে অভিযোগ । তারপর তার দেহ ফেলে আসে পাটের জমিতে । শেয়ালে খুবল খেল সেই দেহ । ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদা থানার আলমপুরে ৷

পুলিশের জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করে অভিযুক্ত । অভিযুক্তকে নিয়ে সোমবার সকালে পাটের জমি থেকে বালকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ । সোমবার থেকে নিখোঁজ ছিল ওই বালক সাইন শেখ (11)। অভিযুক্তের নাম মাইনুল শেখ । নওদা থানার পুলিশ জানায়, মৃতের মা অঞ্জনা বিবি ছেলেকে অপহরণের অভিযোগ করেন থানায় ৷ সেই তদন্তে নেমেই পুলিশ মাইনুলকে গ্রেফতার করে । মঙ্গলবার আদালতের নির্দেশে অভিযুক্তকে আটদিনের পুলিশি হেফাজতে নেওয়া হয় । তাকে জেরা করতেই ঘটনার কথা স্বীকার করে অভিযুক্ত । বাবার সম্পত্তি ভাগাভাগি হয়ে যাবে আশঙ্কা করেই সৎ ভাইকে খুন করেছে বলে অনুমান পুলিশ ও পরিবারের ।

তিন মাস আগে দ্বিতীয় পক্ষের স্বামীকে ছেড়ে 11 বছরের ছেলেকে নিয়ে তৃতীয় পক্ষের স্বামীর ঘরে ওঠেন অঞ্জনা বিবি । আলমপুরের মুজিবর রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয় । মুজিবর রহমানের স্ত্রী দুই সন্তান রেখে মারা যান বছরখানেক আগে । মাইনুল শেখ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছিলেন । বাবার দ্বিতীয় পক্ষের বিয়ের খবর পেয়ে দিনদশেক আগে বাড়ি ফিরে আসেন তিনি ।

অঞ্জনা বিবির কথায়, "সোমবার ছেলেকে সাইকেল কিনে দেব বলে আমতলা বাজারে নিয়ে যায় মাইনুল । কিন্তু বিকেলে একাই ফিরে আসে । সাইনের কথা জিজ্ঞেস করায় অসংলগ্ন উত্তর দেয় । পরিবারের লোকজন রাতভর সাইনের খোঁজে তল্লাশি করে কোনও হদিশ পায় না । মঙ্গলবার সকালে তাই মাইনুলের বিরুদ্ধে নওদা থানায় অপহরণের অভিযোগ দায়ের করি । তদন্তে নেমে পুলিশ মঙ্গলবারই বাড়ি থেকে মাইনুলকে গ্রেফতার করে ।"

পুলিশি জেরায় মাইনুল স্বীকার করে, বাবার সম্পত্তি ভাগ হয়ে যাবে এই কারণেই পথের কাঁটা মনে করে সাইনকে খুন করে । বুধবার সকালে মাইনুলকে নিয়ে স্থানীয় পাটের জমি থেকে সাইনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ ৷

আরও পড়ুন : পারিবারিক বিবাদ! স্ত্রী’কে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.