কান্দি, 9 অক্টোবর: বাড়িতে ছাগল ঢুকে পড়াকে কেন্দ্র করে বচসা । তার জেরেই কাকার হাতে ভাইপোকে খুন হতে হল বলে অভিযোগ ৷ রবিবার ঘটনাটি মুর্শিদাবাদের কান্দি থানার জিবন্তী অঞ্চলের দুর্গাপুর বাগানপাড়ায় । নিহতের নাম সোহেল শেখ (23) ৷ এই ঘটনায় সোহেলের বাবা আলমগির শেখ ও মা হজিরন বিবি গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৷ কান্দি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্তের নাম আসাদুল শেখ৷ তাঁকে পুলিশ গ্রেফতার করেছে ৷ তাঁরও মাথায় চোট রয়েছে ৷ তিনি দাবি করেছেন যে আলমগিররা তাঁকে ও তাঁর পরিবারের সদস্য়দের মারধর করেছে ৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসাদুল শেখ ও আলমগির শেখ দুই ভাই ৷ আসাদুলের ছাগল প্রতিদিন তাঁর ভাই আলমগির শেখের বাড়িতে চলে যেত । এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে রোজই অশান্তি লেগে থাকত । রবিবার বিকেলেও ফের আসাদুলের ছাগল ঢুকে পড়ে আলমগিরের বাড়িতে ৷ এই প্রথমে চিৎকার চেঁচামেচি শুরু করেন আলমগিরের স্ত্রী হজিরন বিবি ৷
অভিযোগ, তিনি প্রতিবাদ করায় প্রথমে আসাদুল শেখের স্ত্রীর সঙ্গে তাঁর বচসা বাঁধে । পরে তা হাতাহাতিতে রূপান্তরিত হয় । সেই সময় ঘটনাস্থলে আসে আসাদুল ও তার ভাই আলমগিরও ৷ আসাদুল ধারালো অস্ত্র, বাঁশ, লাঠি নিয়ে আলমগির ও হজিরনকে মারধর করে ৷ মা-বাবাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আলমগিরের ছেলে সোহেল ৷
পরে তিনজনকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় ৷ তিনজনই গুরুতর জখম হয়েছিলেন ৷ রাতে হাসপাতালেই সোহেল শেখের মৃত্যু হয় ৷ আলমগির ও তাঁর স্ত্রী হজিরন এখনও চিকিৎসাধীন ৷ আলমগিরের পক্ষ থেকে এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ কান্দি থানার পুলিশ তদন্ত শুরু করেছে ৷
আরও পড়ুন: পোলট্রি ফার্মে ঢুকে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলি, সুতিতে মৃত্যু তৃণমূল নেতার