সাগরদিঘি, 19 মার্চ: সাগরদিঘির ফল এখন অতীত ৷ সাগরদিঘির উপনির্বাচনের ফলকে পিছনে ফেলে আগামী পঞ্চায়েত ভোটের জন্য দলকে নতুন উদ্য়মে ঝাঁপানোর নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ পাশাপাশি উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হলে মুর্শিদাবাদ যাবেন বলেও জানালেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷
গত 17 মার্চ কালীঘাটের দলীয় বৈঠকেই তৃণমূল নেত্রী সাফ জানিয়েছিলেন, এবার তিনি জেলা ধরে ধরে বৈঠক করবেন। সেই মোতাবেক রবিবার প্রথম ভার্চুয়াল বৈঠকে মুর্শিদাবাদকে বেছে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন ভার্চুয়ালি মুর্শিদাবাদের সমস্ত জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রায় 40 মিনিটের এই বৈঠক থেকে একাধিক গুরুত্বপূর্ণ ইস্য়ু নিয়ে আলোচনা করেন মমতা (Chief Minister)। সেইসঙ্গে জেলার নেতাদের উদ্দেশে একাধিক বার্তাও দিয়েছেন তিনি ৷ এদিনের এই বৈঠক থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দেন, উচ্চমাধ্যমিক পরীক্ষা মিটলেই মুর্শিদাবাদ যাবেন তিনি।
মুর্শিদাবাদ (Mursidabad) নিয়ে আলোচনায় খুব স্বাভাবিকভাবেই এদিন উঠে এসেছে সাগরদিঘি উপনির্বাচন প্রসঙ্গ। সূত্রের খবর, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের বার্তা দিয়েছেন, সাগরদিঘির পরাজয় গোটা রাজ্যের মানুষের রায় হতে পারে না। দলের নেতারা এই ঘটনাকে যেন একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখেন এবং আগামী পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখেই তাদের এগোতে হবে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "একটা ভোটের ফল সবকিছু ঠিক করে দেবে না। এখনই সঠিক সময় মানুষের মন বোঝার। পঞ্চায়েত ভোটের আগে সব ব্লকে ঝাঁপিয়ে পড়ে কাজ করতে হবে।"
আরও পড়ুন: পৌরসভায় নিয়োগ দুর্নীতিতেও সামিল অয়ন ! বাড়ি থেকে উদ্ধার একাধিক নথি
মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বৈঠকের পরও অবশ্য় সম্পূর্ণ নিশ্চিন্ত হতে পারছে না তৃণমূল কংগ্রেস শিবির ৷ দলীয় সূত্রে খবর, সাগরদিঘির ফল নিয়ে কিছুটা হলেও চিন্তিত তারা ৷ 67 শতাংশ সংখ্যালঘু অধ্য়ুষিত অঞ্চল সাগরদিঘি বিধানসভা। 2011 সালের পর থেকে প্রত্যেক নির্বাচনে এই কেন্দ্রে প্রায় পঞ্চাশ হাজারের বেশি ব্যবধানে জিতেছে রাজ্যের শাসক দল তৃণমূল। মাত্র দেড় বছর আগেই বিধানসভা ভোটে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুব্রত সাহা জিতেছিলেন 49 হাজার ভোটে। কিন্তু এবার উপনির্বাচনে সেই সব হিসাব উলটে গিয়েছে ৷ ভোটের ফলে দেখা গিয়েছে, প্রায় 22 হাজার ভোটে তৃণমূল এখানে পরাজিত হয়েছে কংগ্রেস প্রার্থীর (Congress Candidates) কাছে। খুব স্বাভাবিকভাবেই এই আসন নিয়ে তৃণমূল কংগ্রেস যে চিন্তায় রয়েছে; তা বলার অপেক্ষা রাখে না।
অন্য়দিকে, এই কারণে জেলা নিয়ে বৈঠকের শুরুতেই মুর্শিদাবাদকে প্রথম বেছে নিলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, "সবাইকে এক হয়ে কাজ করতে হবে। একটা ভোট সবকিছু ঠিক করে দেবে না।" এদিন সাগরদিঘিতে বাম-কংগ্রেস-বিজেপির (BJP) জোট প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "সাগরদিঘির জোট অনৈতিক জোট। এসব নিয়ে ভাবনার কোনও কারণ নেই। আপনারা মানুষের কাছে যান মানুষের অভাব অভিযোগ পূরণের চেষ্টা করুন।" দলের কর্মসূচিতে এই বিষয়টিকে বাড়তি গুরুত্ব দেওয়ার কথাও এদিন বলেছেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, "জেলার অভাব অভিযোগের কথা কলকাতা পর্যন্ত চলে আসছে, কিন্তু জেলার নেতারা তা দেখেও দেখছেন না ৷ তাহলে জেলা নেতৃত্ব করছে কী?"