ETV Bharat / state

Malta fruit in Murshidabad : লেবু-মুসাম্বির বিকল্প, মুর্শিদাবাদে ফলছে বাংলাদেশের মাল্টা ফল - সরবত ও স্কোয়াশে ব্যবহার করা হয় মাল্টা ফল

মুর্শিদাবাদের মাটিতে প্রথম ফলন হল মাল্টা ফলের (New Fruit Cultivation)। মাল্টা ফলের বাংলা নাম মিষ্টি কমলা ।সরবত ও স্কোয়াশে ব্যবহার করা হয় মাল্টা ফল ।

New Fruit cultivated in Murshidabad
New Fruit Cultivation
author img

By

Published : May 22, 2022, 9:32 PM IST

বহরমপুর, 22 মে : মুর্শিদাবাদের মাটিতে প্রথম ফলন হল মাল্টা ফলের । জলঙ্গি ব্লকের ফরিদপুর অঞ্চলের পাকুড়দিয়ারে তিন বিঘা জমিতে এই ফলের চাষ করেছেন সিরাজুল সালাহি । বছর দেড়েকের মধ্যেই গাছে ফল হওয়ায় খুশি ফল চাষি (New Fruit cultivated in Murshidabad)। জেলায় প্রথম মাল্টা ফলের বাগান পরিদর্শন করে ফল চাষিকে উৎসাহ দেওয়ার পাশাপাশি সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিলেন জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী । এসডিও, বিডিও, কৃষি অধিকর্তাকে নিয়ে বাগান পরিদর্শন করলেন জেলাশাসক । কমলা লেবু জাতীয় এই ফল পুষ্টিগুণে উন্নত বলেই জানিয়েছেন কৃষি বিজ্ঞানীরা ।

জাম্বুর ও কমলার সংকরায়নে তৈরি মাল্টা ফলের ব্যাপক চাষ হয় বাংলাদেশের পাহাড়ি এলাকায় । বাংলায় এই চাষ নেই বললেই চলে । প্রথাগত চাষের বাইরে বেড়িয়ে সিরাজুল ইউটিউব ঘেঁটে ও দেখে মাল্টা ফল চাষের উদ্যোগ নেন । নিজের তিন বিঘা জমিতে এই ফল চাষ শুরু করেন । দেড় বছরের গাছে ইতিমধ্যে ভরতি ফল আসায় উচ্ছসিত সিরাজুল ।

আরও পড়ুন : Litchi Cultivation in Malda : আমের পর প্রথমবার বিদেশে পাড়ি দিচ্ছে মালদার লিচু

তিনি জানান, সেপ্টেম্বর মাসেই পাকা ফল তোলা যাবে । মাল্টা ফলের বাংলা নাম মিষ্টি কমলা । শর্করা, পটাশিয়াম, ভিটামিন-সি, ক্যালসিয়াম, আয়রনের পুষ্টিগুণ সম্পন্ন মাল্টা ফলের বাজারে চাহিদাও খুব । এই চাষ থেকে মোটা আয়ের সম্ভাবনা রয়েছে বলে দাবি চাষি ও জেলা প্রশাসনের । আগামিদিনে জলঙ্গির বাগানের অনুকরণে জেলায় এই ফল চাষ ছড়িয়ে দিতে উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসন । সরবত ও স্কোয়াশে ব্যবহার করা হয় মাল্টা ফল ।

বহরমপুর, 22 মে : মুর্শিদাবাদের মাটিতে প্রথম ফলন হল মাল্টা ফলের । জলঙ্গি ব্লকের ফরিদপুর অঞ্চলের পাকুড়দিয়ারে তিন বিঘা জমিতে এই ফলের চাষ করেছেন সিরাজুল সালাহি । বছর দেড়েকের মধ্যেই গাছে ফল হওয়ায় খুশি ফল চাষি (New Fruit cultivated in Murshidabad)। জেলায় প্রথম মাল্টা ফলের বাগান পরিদর্শন করে ফল চাষিকে উৎসাহ দেওয়ার পাশাপাশি সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিলেন জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী । এসডিও, বিডিও, কৃষি অধিকর্তাকে নিয়ে বাগান পরিদর্শন করলেন জেলাশাসক । কমলা লেবু জাতীয় এই ফল পুষ্টিগুণে উন্নত বলেই জানিয়েছেন কৃষি বিজ্ঞানীরা ।

জাম্বুর ও কমলার সংকরায়নে তৈরি মাল্টা ফলের ব্যাপক চাষ হয় বাংলাদেশের পাহাড়ি এলাকায় । বাংলায় এই চাষ নেই বললেই চলে । প্রথাগত চাষের বাইরে বেড়িয়ে সিরাজুল ইউটিউব ঘেঁটে ও দেখে মাল্টা ফল চাষের উদ্যোগ নেন । নিজের তিন বিঘা জমিতে এই ফল চাষ শুরু করেন । দেড় বছরের গাছে ইতিমধ্যে ভরতি ফল আসায় উচ্ছসিত সিরাজুল ।

আরও পড়ুন : Litchi Cultivation in Malda : আমের পর প্রথমবার বিদেশে পাড়ি দিচ্ছে মালদার লিচু

তিনি জানান, সেপ্টেম্বর মাসেই পাকা ফল তোলা যাবে । মাল্টা ফলের বাংলা নাম মিষ্টি কমলা । শর্করা, পটাশিয়াম, ভিটামিন-সি, ক্যালসিয়াম, আয়রনের পুষ্টিগুণ সম্পন্ন মাল্টা ফলের বাজারে চাহিদাও খুব । এই চাষ থেকে মোটা আয়ের সম্ভাবনা রয়েছে বলে দাবি চাষি ও জেলা প্রশাসনের । আগামিদিনে জলঙ্গির বাগানের অনুকরণে জেলায় এই ফল চাষ ছড়িয়ে দিতে উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসন । সরবত ও স্কোয়াশে ব্যবহার করা হয় মাল্টা ফল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.