হরিহরপাড়া, 28 জুন: গ্রীষ্মের ছুটির পর সোমবারই প্রথম খুলেছে রাজ্যের সমস্ত স্কুল । আর স্কুল খোলার পরের দিনই ছাত্র বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল মালোপাড়া উচ্চ বিদ্যালয় (Malopara High School)। স্কুল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা (Student protest)।
উৎসশ্রী প্রকল্পে আবেদনের ভিত্তিতে স্কুলের শারীরশিক্ষা বিষয়ের শিক্ষক অভিজিৎ দাস ও গণিতের শিক্ষক অরূপ সরকার বদলি নিয়ে বাড়ির কাছাকাছি স্কুলে চলে যাচ্ছেন । দুই শিক্ষকের বদলির খবর ছড়াতেই বিক্ষোভে ফেটে পড়ে পড়ুয়ারা । স্কুল গেটে তালা ঝুলিয়ে প্রতিবাদ দেখায় তারা ।
পড়ুয়াদের অভিযোগ, কিছুদিন আগেই পাঁচজন শিক্ষকের বদলি হওয়ায় তার চরম খেসারত দিতে হচ্ছে তাদের । ফের দুজন শিক্ষকের বদলি হলে অচল হয়ে যাবে স্কুল । স্কুল কর্তপক্ষ জানিয়েছে, শিক্ষক বদলি নিয়ে তাদের কিছু করার নেই । শিক্ষক অভিজিৎ দাস বলেন, "ছাত্র ছাত্রীদের দুঃখ দিতে চাই না । পনেরো বছর বাইরে থেকে শিক্ষকতা করছি । রাজ্য সরকারের উৎসশ্রী প্রকল্পের ফলে এ বার বাড়ির কাছে চাকরির সুযোগ পেয়েছি ।"
আরও পড়ুন: জমির উপর দিয়ে হাইভোল্টেজ তার নিয়ে যেতে বাধা ফরাক্কার চাষিদের, বন্ধ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের কাজ
ছাত্র ছাত্রীরা আরও দাবি করে, মাত্র ছ'জন শিক্ষকে স্কুল চলছিল । দুজন বদলি হয়ে গেলে স্কুলের পঠন পাঠনে ব্যাপক প্রভাব পড়বে (Malopara High School students protested for teachers transfer)।