ETV Bharat / state

Madhyamik Pass Student Death : মনের মতো ফল না-হওয়ায় আত্মঘাতী সুতির মাধ্যমিক উত্তীর্ণ - Madhyamik passed student died by suicide

শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে ৷ এই ফলাফলে সন্তুষ্ট হয়নি মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রী ৷ বাড়ির লোকজন বোঝালেও তাতে কাজ হয়নি ৷ নিজেকে শেষ করার রাস্তাই বেছে নিল সুতীর ছাত্রী (Madhyamik Pass Student Death) ৷

Murshidabad Student Suicide
আত্মঘাতী মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রী
author img

By

Published : Jun 5, 2022, 12:01 PM IST

সুতি, 5 জুন : মাধ্যমিক পরীক্ষায় আশানুরূপ ফল না হওয়ায় হতাশায় আত্মহত্যার পথ বেছে নিল ছাত্রী । শনিবার সন্ধেয় নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুর পথ বেছে নেয় ছাত্রী । ঘটনাটি মুর্শিদাবাদের সুতি থানার আমুহা গ্রামে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম মাম্পি দাস (16) । সুতি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে (Madhyamik passed student died by suicide over unsatisfactory result) ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সুতি থানার আমুহা কদমতলা হাইস্কুল থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল মাম্পি দাস । শুক্রবারই মাধ্যমিকের ফল প্রকাশিত হয় । স্কুল থেকে নিজের মার্কশিট এনে মনমরা হয়ে থাকে সে । পরিবারের দাবি, ফলাফল ভাল না-হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল সে । পরিবারের লোকজন তাকে বুঝিয়েছিল, উচ্চমাধ্যমিকে ভাল ফল করতে পারলেই হবে ।

আরও পড়ুন : HS Student Suicide: মায়ের বকুনি, অভিমানে আত্মঘাতী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

পরিবার জানিয়েছে, শনিবার সকাল থেকে কারও সঙ্গে কথা বলেনি মাম্পি । এমনকী ঠিকমতো খায়নি বলেও দাবি পরিবারের । সন্ধেবেলা তাকে খাওয়ার জন্য ডাকতে গিয়েই ঝুলন্ত দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন মৃত ছাত্রীর মা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ । দেহ উদ্ধার করে স্থানীয় অনুপনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । দেহ উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে । ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি বলেই জানিয়েছে সুতি থানার পুলিশ ।

সুতি, 5 জুন : মাধ্যমিক পরীক্ষায় আশানুরূপ ফল না হওয়ায় হতাশায় আত্মহত্যার পথ বেছে নিল ছাত্রী । শনিবার সন্ধেয় নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুর পথ বেছে নেয় ছাত্রী । ঘটনাটি মুর্শিদাবাদের সুতি থানার আমুহা গ্রামে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম মাম্পি দাস (16) । সুতি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে (Madhyamik passed student died by suicide over unsatisfactory result) ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সুতি থানার আমুহা কদমতলা হাইস্কুল থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল মাম্পি দাস । শুক্রবারই মাধ্যমিকের ফল প্রকাশিত হয় । স্কুল থেকে নিজের মার্কশিট এনে মনমরা হয়ে থাকে সে । পরিবারের দাবি, ফলাফল ভাল না-হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল সে । পরিবারের লোকজন তাকে বুঝিয়েছিল, উচ্চমাধ্যমিকে ভাল ফল করতে পারলেই হবে ।

আরও পড়ুন : HS Student Suicide: মায়ের বকুনি, অভিমানে আত্মঘাতী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

পরিবার জানিয়েছে, শনিবার সকাল থেকে কারও সঙ্গে কথা বলেনি মাম্পি । এমনকী ঠিকমতো খায়নি বলেও দাবি পরিবারের । সন্ধেবেলা তাকে খাওয়ার জন্য ডাকতে গিয়েই ঝুলন্ত দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন মৃত ছাত্রীর মা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ । দেহ উদ্ধার করে স্থানীয় অনুপনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । দেহ উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে । ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি বলেই জানিয়েছে সুতি থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.