ETV Bharat / state

ইসলামপুরে ইটভাটায় ধস, মৃত 4 - died

মুর্শিদাবাদের ইসলামপুরে ইটভাটায় ধস নেমে মৃত্যু হল মালিকসহ চারজনের ।

ইটভাটা
author img

By

Published : May 2, 2019, 12:35 PM IST

Updated : May 2, 2019, 3:23 PM IST

ইসলামপুর, 2 মে : ইটভাটায় ধস নেমে মৃত্যু হল চার শ্রমিকের । দুর্ঘটনাটি মুর্শিদাবাদের ইসলামপুরের নলবাটার । মৃতদের মধ্যে রয়েছেন ইটভাটা মালিক তালেব মল্লিক (৬০) । মৃত তিন শ্রমিকের নাম পারুলা বিবি (৫০),বজলু শেখ (৩৫), জামেরুল শেখ(৩০) ।

24 ঘণ্টার মধ্যে ঘূর্নিঝড় আসবে এই আশঙ্কায় আজ বাড়তি তৎপরতায় কাজ চলছিল ওই ইটভাটায় । ভাটার নিচের একটি ক্যানেলে কাজ চলছিল। ভাটা মালিক তালেব মল্লিক নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করছিলেন । সকাল দশটা নাগাদ ধস নামে। চাপা পড়ে যায় মালিক সহ কর্মরত শ্রমিকরা । তড়িঘড়ি বুলডোজ়ার দিয়ে মাটি সরিয়ে তাদের উদ্ধার করা হয় । ঘটনাস্থানেই মৃত্যু হয় দু'জনের। হাসপাতালে আনার পথে মৃত্যু হয় আরও দু'জনের ।

এই ঘটনায় পাঁচজন গুরুতর জখম হয় । তাঁদের ডোমকল মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

ইসলামপুর, 2 মে : ইটভাটায় ধস নেমে মৃত্যু হল চার শ্রমিকের । দুর্ঘটনাটি মুর্শিদাবাদের ইসলামপুরের নলবাটার । মৃতদের মধ্যে রয়েছেন ইটভাটা মালিক তালেব মল্লিক (৬০) । মৃত তিন শ্রমিকের নাম পারুলা বিবি (৫০),বজলু শেখ (৩৫), জামেরুল শেখ(৩০) ।

24 ঘণ্টার মধ্যে ঘূর্নিঝড় আসবে এই আশঙ্কায় আজ বাড়তি তৎপরতায় কাজ চলছিল ওই ইটভাটায় । ভাটার নিচের একটি ক্যানেলে কাজ চলছিল। ভাটা মালিক তালেব মল্লিক নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করছিলেন । সকাল দশটা নাগাদ ধস নামে। চাপা পড়ে যায় মালিক সহ কর্মরত শ্রমিকরা । তড়িঘড়ি বুলডোজ়ার দিয়ে মাটি সরিয়ে তাদের উদ্ধার করা হয় । ঘটনাস্থানেই মৃত্যু হয় দু'জনের। হাসপাতালে আনার পথে মৃত্যু হয় আরও দু'জনের ।

এই ঘটনায় পাঁচজন গুরুতর জখম হয় । তাঁদের ডোমকল মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

sample description
Last Updated : May 2, 2019, 3:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.