ETV Bharat / state

অবস্থান মঞ্চ থেকে এসে রোগিণীকে রক্ত জুনিয়র ডাক্তারের

গতকাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি হন বেলডাঙার বছর সাতচল্লিশের দিলসন বিবি । তাঁকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে রক্তের দরকার পড়ে । সেই সময় ওই রোগিণীকে রক্ত দিলেন আন্দোলনকারী এক জুনিয়র ডাক্তার ।

সন্দীপ ঘোষ
author img

By

Published : Jun 15, 2019, 3:05 AM IST

বহরমপুর, 15 জুন : জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে যখন প্রশ্ন উঠেছে তখন রোগিণীর প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন এক জুনিয়র ডাক্তার । আন্দোলন মঞ্চ থেকে উঠে এসে রোগিণীকে রক্ত দিলেন । মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের ওই জুনিয়র ডাক্তারের নাম সন্দীপ ঘোষ । বাড়ি বড়ঞা থানার সাবলপুর গ্রামে ।

গতকাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি হন বেলডাঙার বছর সাতচল্লিশের দিলসন বিবি । তাঁর জরায়ুতে টিউমার আছে ও তিনি তীব্র রক্তাল্পতাতেও ভুগছেন । রাতে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে রক্তের দরকার পড়ে । কিন্তু রাত হয়ে যাওয়ায় কোথাও রক্ত পাওয়া যায় না । সমস্যায় পড়েন রোগিণীর আত্মীয় থেকে শুরু করে চিকিৎসকরা ।

তখন রোগিণীকে অপারেশন টেবিলে রেখেই এক চিকিৎসক জুনিয়র ডাক্তারদের একটি গ্রুপে মেসেজ দেন । লেখেন, o+ রক্তের প্রয়োজন । রক্তের গ্রুপ মিলে যাওয়ায় এগিয়ে আসেন সন্দীপ । অবস্থান মঞ্চ থেকে উঠে এসে রক্ত দেন । ঘটনায় সন্দীপের পাশে দাঁড়িয়েছেন তাঁর সহপাঠীরা ।

রোগিণীকে রক্ত দেওয়ার পর জুনিয়র এই ডাক্তার বলেন, "আমাদের বলা হয়েছিল যে একজন রোগীর রক্ত দরকার । যখনই এরকম পরিস্থিতি হয় । তখনই আমরা আসি । যার ব্লাড গ্রুপ মিলে যায়, সে রক্ত দেয় । আমরা কারও বিরুদ্ধে আন্দোলন করছি না ।"

তাঁদের আন্দোলন নিয়ে সন্দীপ বলেন, "আমরা কারও বিরুদ্ধে আন্দোলন করছি না । আমাদের যেটা ন্যায্য দাবি সেটা নিয়ে আন্দোলন করছি । রোগীদের বাঁচানো আমাদের কর্ম ও ধর্ম ছিল, এখনও আছে । আমরা শুধু আমাদের সুরক্ষা চাই । আমরা কোনওদিন রোগীদের ক্ষতি চাই না । আমাদের প্রথম ও শেষ উদ্দেশ্য সুরক্ষা ।"

বহরমপুর, 15 জুন : জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে যখন প্রশ্ন উঠেছে তখন রোগিণীর প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন এক জুনিয়র ডাক্তার । আন্দোলন মঞ্চ থেকে উঠে এসে রোগিণীকে রক্ত দিলেন । মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের ওই জুনিয়র ডাক্তারের নাম সন্দীপ ঘোষ । বাড়ি বড়ঞা থানার সাবলপুর গ্রামে ।

গতকাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি হন বেলডাঙার বছর সাতচল্লিশের দিলসন বিবি । তাঁর জরায়ুতে টিউমার আছে ও তিনি তীব্র রক্তাল্পতাতেও ভুগছেন । রাতে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে রক্তের দরকার পড়ে । কিন্তু রাত হয়ে যাওয়ায় কোথাও রক্ত পাওয়া যায় না । সমস্যায় পড়েন রোগিণীর আত্মীয় থেকে শুরু করে চিকিৎসকরা ।

তখন রোগিণীকে অপারেশন টেবিলে রেখেই এক চিকিৎসক জুনিয়র ডাক্তারদের একটি গ্রুপে মেসেজ দেন । লেখেন, o+ রক্তের প্রয়োজন । রক্তের গ্রুপ মিলে যাওয়ায় এগিয়ে আসেন সন্দীপ । অবস্থান মঞ্চ থেকে উঠে এসে রক্ত দেন । ঘটনায় সন্দীপের পাশে দাঁড়িয়েছেন তাঁর সহপাঠীরা ।

রোগিণীকে রক্ত দেওয়ার পর জুনিয়র এই ডাক্তার বলেন, "আমাদের বলা হয়েছিল যে একজন রোগীর রক্ত দরকার । যখনই এরকম পরিস্থিতি হয় । তখনই আমরা আসি । যার ব্লাড গ্রুপ মিলে যায়, সে রক্ত দেয় । আমরা কারও বিরুদ্ধে আন্দোলন করছি না ।"

তাঁদের আন্দোলন নিয়ে সন্দীপ বলেন, "আমরা কারও বিরুদ্ধে আন্দোলন করছি না । আমাদের যেটা ন্যায্য দাবি সেটা নিয়ে আন্দোলন করছি । রোগীদের বাঁচানো আমাদের কর্ম ও ধর্ম ছিল, এখনও আছে । আমরা শুধু আমাদের সুরক্ষা চাই । আমরা কোনওদিন রোগীদের ক্ষতি চাই না । আমাদের প্রথম ও শেষ উদ্দেশ্য সুরক্ষা ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.