ETV Bharat / state

Mobile School in Murshidabad : পড়ুয়াদের বইমুখী করতে পাড়ায় পাড়ায় ভ্রাম্যমাণ স্কুল - School Reopens in Bengal

টানা প্রায় 20 মাস বন্ধ থাকার পর রাজ্যে আবার খুলেছে স্কুল । যদিও এই দীর্ঘ সময়ে স্কুলমুখী না হওয়ায় প্রত্যন্ত গ্রামে অনেকের পড়ার অভ্যাসই নষ্ট হয়ে গিয়েছে ৷ তাদের বইমুখী করতে এবার পাড়ায় পাড়ায় ভ্রাম্যমাণ স্কুল চালু করল জবালা অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশন (Jabala Action Research Organisation starts Mobile School) ৷

Mobile School in Murshidabad
পাড়ায় পাড়ায় ভ্রাম্যমাণ স্কুল
author img

By

Published : Dec 1, 2021, 10:13 PM IST

Updated : Dec 1, 2021, 10:32 PM IST

হরিহরপাড়া, 1 ডিসেম্বর : করোনা সংক্রমণের কারণে গত বছরের মার্চ মাস থেকেই বন্ধ রাজ্যের স্কুলগুলি ৷ মাঝে স্বল্প সময়ের জন্য স্কুল খুললেও করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য ফের তা বন্ধ হয়ে যায় ৷ করোনা সংক্রমণ কমায় সদ্য শুরু হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস (Schools Reopen in Bengal) ৷ দীর্ঘ কুড়ি মাস ছাত্র-ছাত্রীরা স্কুলমুখী হয়নি । প্রত্যন্ত গ্রামে অনেকের পড়ার অভ্যাসই নষ্ট হয়ে গিয়েছে ৷ অনেকেই আবার সংসারে সাহায্য করতে কাজে নেমেছে । ফলে স্কুল খুললেও এখনও ক্লাসে দেখা নেই বহু পড়ুয়ার । তাদের বইমুখী করতে এবার পাড়ায় পাড়ায় ভ্রাম্যমাণ স্কুল তুলে নিয়ে এল এক স্বেচ্ছাসেবী সংগঠন (voluntary organisation starts mobile school)।

এমনই অভিনব ঘটনা দেখল হরিহরপাড়া । জবালা অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশন (Jabala Action Research Organisation) নামে এক সংস্থার উদ্যোগে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মালোপাড়া, স্বরূপপুর-সহ বিভিন্ন এলাকায় ট্যাবলো গাড়িতে বই সাজিয়ে পাড়ায় পাড়ায় ছাত্রছাত্রীদের বই দিয়ে বইমুখী করার চেষ্টা করা হচ্ছে ।

ভ্রাম্যমাণ স্কুল চালু করল জবালা অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশন

আরও পড়ুন : Covid Scare Shuts School : করোনায় আক্রান্ত দুই শিক্ষক, বন্ধ স্কুল

এক সপ্তাহ বাড়ি নিয়ে গিয়ে পড়ার জন্য ছাত্রছাত্রীদের পছন্দের বই দেওয়া হচ্ছে । এক সপ্তাহ পরে সেই বই আবার ফেরত নেওয়া হচ্ছে । তবে বই ফেরত দেওয়ার সময় পড়ুয়াদের দিতে হচ্ছে পরীক্ষা । আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে মিলছে পুরস্কারও । এই ধরনের উদ্যোগে খুশি ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা ।

হরিহরপাড়া, 1 ডিসেম্বর : করোনা সংক্রমণের কারণে গত বছরের মার্চ মাস থেকেই বন্ধ রাজ্যের স্কুলগুলি ৷ মাঝে স্বল্প সময়ের জন্য স্কুল খুললেও করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য ফের তা বন্ধ হয়ে যায় ৷ করোনা সংক্রমণ কমায় সদ্য শুরু হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস (Schools Reopen in Bengal) ৷ দীর্ঘ কুড়ি মাস ছাত্র-ছাত্রীরা স্কুলমুখী হয়নি । প্রত্যন্ত গ্রামে অনেকের পড়ার অভ্যাসই নষ্ট হয়ে গিয়েছে ৷ অনেকেই আবার সংসারে সাহায্য করতে কাজে নেমেছে । ফলে স্কুল খুললেও এখনও ক্লাসে দেখা নেই বহু পড়ুয়ার । তাদের বইমুখী করতে এবার পাড়ায় পাড়ায় ভ্রাম্যমাণ স্কুল তুলে নিয়ে এল এক স্বেচ্ছাসেবী সংগঠন (voluntary organisation starts mobile school)।

এমনই অভিনব ঘটনা দেখল হরিহরপাড়া । জবালা অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশন (Jabala Action Research Organisation) নামে এক সংস্থার উদ্যোগে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মালোপাড়া, স্বরূপপুর-সহ বিভিন্ন এলাকায় ট্যাবলো গাড়িতে বই সাজিয়ে পাড়ায় পাড়ায় ছাত্রছাত্রীদের বই দিয়ে বইমুখী করার চেষ্টা করা হচ্ছে ।

ভ্রাম্যমাণ স্কুল চালু করল জবালা অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশন

আরও পড়ুন : Covid Scare Shuts School : করোনায় আক্রান্ত দুই শিক্ষক, বন্ধ স্কুল

এক সপ্তাহ বাড়ি নিয়ে গিয়ে পড়ার জন্য ছাত্রছাত্রীদের পছন্দের বই দেওয়া হচ্ছে । এক সপ্তাহ পরে সেই বই আবার ফেরত নেওয়া হচ্ছে । তবে বই ফেরত দেওয়ার সময় পড়ুয়াদের দিতে হচ্ছে পরীক্ষা । আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে মিলছে পুরস্কারও । এই ধরনের উদ্যোগে খুশি ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা ।

Last Updated : Dec 1, 2021, 10:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.