ETV Bharat / state

বাইরনের বাড়িতে আয়কর তল্লাশিতে উদ্ধার 70 লক্ষ, মিলল প্রচুর সোনা-নথিও - সামশেরগঞ্জের বাড়িতে হানা

Lakhs found in House of MLA Bayron Biswas: বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি থেকে বাজেয়াপ্ত 70 লক্ষ টাকা ৷ তল্লাশি শুরুর পর প্রায় 19 ঘণ্টা অতিক্রান্ত হয়েছে। এখনও বিধায়কের বাড়িতেই আছেন আয়কর দফতরের আধিকারিকরা।

ETV Bharat
বাইরন বিশ্বাসের বাড়ি থেকে 27 লক্ষ টাকা উদ্ধার
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 21, 2023, 8:29 AM IST

Updated : Dec 21, 2023, 11:20 AM IST

বাইরন বিশ্বাসের বাড়ি আয়কর তল্লাশিতে উদ্ধার 70 লক্ষ টাকা

সামশেরগঞ্জ, 21 ডিসেম্বর: সাগরদিঘির বিধায়কের বাড়িতে টাকার পাহাড় ৷ 19 ঘণ্টার তল্লাশি অভিযানে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি থেকে 70 লক্ষ টাকা পেল আয়কর দফতর ৷ পাওয়া গিয়েছে প্রচুর সোনাও ৷ সূত্রের দাবি, এই টাকা ও সোনা আয়কর বহির্ভূত ৷ টাকা এবং সোনার পাশাপাশি প্রচুর নথিও বাজেয়াপ্ত করা হয়েছে ৷

বুধবার সকাল 7টা নাগাদ বিধায়কের সামশেরগঞ্জের বাড়িতে হানা দেন আয়কর দফতরের 28 জনের একটি দল ৷ বিধায়কের বাড়ি, বাড়ির সামনে বিড়ি এবং চা তৈরির কারখানা, স্কুল, বেসরকারি হাসপাতাল-সহ মোট 8 জায়গায় একসঙ্গে হানা দেয় আয়কর দফতর ৷ সেই তখন থেকে রাত 2টো পর্যন্ত একটানা তল্লাশি চলে। এরপর বৃহস্পতিবার সকালে উদ্ধার হওয়া টাকা-গয়না এবং নথি নিয়ে বিধায়কের বাড়ি ছেড়ে চলে যান আয়কর দফতরের আধিকারিকরা।

তল্লাশি চলাকালীন সংস্থার কর্মীদের ভিতরে ঢুকতে বা সেখান থেকে বাইরে বের হতে দেওয়া হয়নি ৷ দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় বাইরন বিশ্বাসের বাবা বাবর আলি বিশ্বাসকেও ৷ তিনি সংবাদমাধ্যমের সামনেই হাউহাউ করে কেঁদে ফেলেন ৷ তিনি বলেন, "আয়কর দফতরের কর্মীরা যা জিজ্ঞেস করেছেন তার উত্তর দিয়েছি ৷ ওঁরাও আমাকে খুব সম্মান করেছে ৷"

প্রচুর পরিমাণে সোনাও বাজেয়াপ্ত করা হয়েছে বিধায়কের বাড়ি থেকে ৷ তবে বাইরন বিশ্বাসের পরিবারের দাবি, নগদ টাকা কর্মচারীদের বেতনের জন্য রাখা হয়েছিল ৷ পরিবারের আরও দাবি, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার কারণেই প্রতিহিংসার রাজনীতির শিকার বাইরন বিশ্বাস ৷ তার জেরেই টাকা, সোনা ও প্রচুর নথি বাজেয়াপ্ত করেছে আয়কর দফতর ৷

সংশ্লিষ্ট দফতরের অভিযোগ, কয়েকদিন আগে তারা বায়রন বিশ্বাসের বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযাগ পায় ৷ তারপর এই তল্লাশি অভিযান ৷ গত বছর রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক সুব্রত সাহার মৃত্যু হয় ৷ এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয় ৷ সেই সময় বাইরন কংগ্রেসের হয়ে প্রার্থী হন ৷ তিনিই ভোটে জয়ী হয়ে বিধায়ক হন ৷ পরে জুন মাসে তৃণমূলের নবজোয়ার যাত্রার সময় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন বাইরন ৷

আরও পড়ুন:

  1. সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা, চলছে তল্লাশি
  2. দলবদলে তৃণমূলে যোগ বাইরনের, বিধায়ক পদ বাতিলের দাবিতে চিঠি আইনজীবীর
  3. দিদি দল ভাঙানোর খেলায় সিদ্ধহস্ত, বাইরন 'হাত' ছাড়ায় আক্রমণ অধীরের

বাইরন বিশ্বাসের বাড়ি আয়কর তল্লাশিতে উদ্ধার 70 লক্ষ টাকা

সামশেরগঞ্জ, 21 ডিসেম্বর: সাগরদিঘির বিধায়কের বাড়িতে টাকার পাহাড় ৷ 19 ঘণ্টার তল্লাশি অভিযানে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি থেকে 70 লক্ষ টাকা পেল আয়কর দফতর ৷ পাওয়া গিয়েছে প্রচুর সোনাও ৷ সূত্রের দাবি, এই টাকা ও সোনা আয়কর বহির্ভূত ৷ টাকা এবং সোনার পাশাপাশি প্রচুর নথিও বাজেয়াপ্ত করা হয়েছে ৷

বুধবার সকাল 7টা নাগাদ বিধায়কের সামশেরগঞ্জের বাড়িতে হানা দেন আয়কর দফতরের 28 জনের একটি দল ৷ বিধায়কের বাড়ি, বাড়ির সামনে বিড়ি এবং চা তৈরির কারখানা, স্কুল, বেসরকারি হাসপাতাল-সহ মোট 8 জায়গায় একসঙ্গে হানা দেয় আয়কর দফতর ৷ সেই তখন থেকে রাত 2টো পর্যন্ত একটানা তল্লাশি চলে। এরপর বৃহস্পতিবার সকালে উদ্ধার হওয়া টাকা-গয়না এবং নথি নিয়ে বিধায়কের বাড়ি ছেড়ে চলে যান আয়কর দফতরের আধিকারিকরা।

তল্লাশি চলাকালীন সংস্থার কর্মীদের ভিতরে ঢুকতে বা সেখান থেকে বাইরে বের হতে দেওয়া হয়নি ৷ দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় বাইরন বিশ্বাসের বাবা বাবর আলি বিশ্বাসকেও ৷ তিনি সংবাদমাধ্যমের সামনেই হাউহাউ করে কেঁদে ফেলেন ৷ তিনি বলেন, "আয়কর দফতরের কর্মীরা যা জিজ্ঞেস করেছেন তার উত্তর দিয়েছি ৷ ওঁরাও আমাকে খুব সম্মান করেছে ৷"

প্রচুর পরিমাণে সোনাও বাজেয়াপ্ত করা হয়েছে বিধায়কের বাড়ি থেকে ৷ তবে বাইরন বিশ্বাসের পরিবারের দাবি, নগদ টাকা কর্মচারীদের বেতনের জন্য রাখা হয়েছিল ৷ পরিবারের আরও দাবি, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার কারণেই প্রতিহিংসার রাজনীতির শিকার বাইরন বিশ্বাস ৷ তার জেরেই টাকা, সোনা ও প্রচুর নথি বাজেয়াপ্ত করেছে আয়কর দফতর ৷

সংশ্লিষ্ট দফতরের অভিযোগ, কয়েকদিন আগে তারা বায়রন বিশ্বাসের বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযাগ পায় ৷ তারপর এই তল্লাশি অভিযান ৷ গত বছর রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক সুব্রত সাহার মৃত্যু হয় ৷ এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয় ৷ সেই সময় বাইরন কংগ্রেসের হয়ে প্রার্থী হন ৷ তিনিই ভোটে জয়ী হয়ে বিধায়ক হন ৷ পরে জুন মাসে তৃণমূলের নবজোয়ার যাত্রার সময় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন বাইরন ৷

আরও পড়ুন:

  1. সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা, চলছে তল্লাশি
  2. দলবদলে তৃণমূলে যোগ বাইরনের, বিধায়ক পদ বাতিলের দাবিতে চিঠি আইনজীবীর
  3. দিদি দল ভাঙানোর খেলায় সিদ্ধহস্ত, বাইরন 'হাত' ছাড়ায় আক্রমণ অধীরের
Last Updated : Dec 21, 2023, 11:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.