ETV Bharat / state

NRC নিয়ে মোটেই আতঙ্কিত নয় লালবাগের ইরানি বাসিন্দারা - মুর্শিদাবাদ

দেশজুড়ে যখন NRC ও CAA নিয়ে লাগাতার আন্দোলন চলছে ৷ ঠিক তখনই নবাবের শহর লালবাগের ইরানি জনগোষ্ঠী সাফ জানিয়ে দিলেন যে তাঁরা NRC নিয়ে মোটেই আতঙ্কিত নয় ৷

photo
ছবি
author img

By

Published : Jan 3, 2020, 6:47 PM IST

লালবাগ (মুর্শিদাবাদ), 3 জানুয়ারি : NRC নিয়ে কোনওরকম আতঙ্কে ভুগছে না, জানালেন লালবাগের ইরানি জনগোষ্ঠীর বাসিন্দারা ৷ তাঁদের বিশ্বাস, ভারতীয় নাগরিকত্ব নিয়ে তাঁদের মধ্যে কোনও জটিলতা নেই । ফলে জাতীয় নাগরিকপঞ্জি লাগু হলেও তাঁরা নিশ্চিত যে, এই দেশে থাকার অধিকার পাবেন ।

NRC নিয়ে দেশজুড়ে যখন BJP বিরোধী দলগুলি পথে নেমে আন্দোলন শুরু করেছেন, তখন বিদেশ থেকে আসা ইরানিদের মনোবল তুঙ্গে । স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নাগরিকত্ব পাওয়ার জন্য পুর্বপুরুষের কোনও দলিল পেশ করতে হবে না । কিন্তু বিরোধী দলগুলি অমিত শাহের এই আশ্বাসকে মানতে নারাজ । তাই দেশজুড়ে আতঙ্ক ছড়ালেও লালবাগের ইরানি জনগোষ্ঠী মোটেই আতঙ্কিত নয় । তাঁদের সাফ কথা, "আমাদের ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড হয়ে গিয়েছে । অনেকের নিজস্ব জায়গাও রয়েছে । বাবা-দাদুরা এখানে মারা গিয়েছেন, আমরাও এখানেই শেষ নিশ্বাস ত্যাগ করব ।

বাংলার মসনদে মিরজাফর বসার পর ইরাক থেকে এই জনগোষ্ঠী বাংলায় আসে । তিনভাগে ভাগ হয়ে কিছু বর্ধমানে, কিছু উত্তরবঙ্গ ও প্রায় 70 টি পরিবার বসবাস শুরু করে লালবাগ শহরের চক মসজিদ লাগোয়া অঞ্চলে । এই জায়গাটিও নবাবেরই । এই জনগোষ্ঠীর লোকজনের জীবীকা চশমা ও পাথর বিক্রি । এভাবেই প্রায় দু'শো বছর নবাবের শহরে রয়েছে তাঁরা । নতুন করে এখন কেউ না এলেও ইরানিরদের পরিবার ক্রমশ বাড়ছে । অন্যদিকে, সরকারি ভাতা বা সুবিধা থেকে তারা বরাবর বঞ্চিত বলে একাধিক অভিযোগ তুললেও কেন্দ্রের NRC নীতিতে তারা মোটেই আতঙ্কিত নয় । দেশজুড়ে উত্তপ্ত পরিস্থিতিতে লালবাগের ইরানিদের মনোবল আলাদাই বার্তা দিচ্ছে বলেই অনেকে মনে করছেন । তাঁদের বিশ্বাস NRC হলেও তারা এদেশেই থাকবে ।

লালবাগ (মুর্শিদাবাদ), 3 জানুয়ারি : NRC নিয়ে কোনওরকম আতঙ্কে ভুগছে না, জানালেন লালবাগের ইরানি জনগোষ্ঠীর বাসিন্দারা ৷ তাঁদের বিশ্বাস, ভারতীয় নাগরিকত্ব নিয়ে তাঁদের মধ্যে কোনও জটিলতা নেই । ফলে জাতীয় নাগরিকপঞ্জি লাগু হলেও তাঁরা নিশ্চিত যে, এই দেশে থাকার অধিকার পাবেন ।

NRC নিয়ে দেশজুড়ে যখন BJP বিরোধী দলগুলি পথে নেমে আন্দোলন শুরু করেছেন, তখন বিদেশ থেকে আসা ইরানিদের মনোবল তুঙ্গে । স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নাগরিকত্ব পাওয়ার জন্য পুর্বপুরুষের কোনও দলিল পেশ করতে হবে না । কিন্তু বিরোধী দলগুলি অমিত শাহের এই আশ্বাসকে মানতে নারাজ । তাই দেশজুড়ে আতঙ্ক ছড়ালেও লালবাগের ইরানি জনগোষ্ঠী মোটেই আতঙ্কিত নয় । তাঁদের সাফ কথা, "আমাদের ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড হয়ে গিয়েছে । অনেকের নিজস্ব জায়গাও রয়েছে । বাবা-দাদুরা এখানে মারা গিয়েছেন, আমরাও এখানেই শেষ নিশ্বাস ত্যাগ করব ।

বাংলার মসনদে মিরজাফর বসার পর ইরাক থেকে এই জনগোষ্ঠী বাংলায় আসে । তিনভাগে ভাগ হয়ে কিছু বর্ধমানে, কিছু উত্তরবঙ্গ ও প্রায় 70 টি পরিবার বসবাস শুরু করে লালবাগ শহরের চক মসজিদ লাগোয়া অঞ্চলে । এই জায়গাটিও নবাবেরই । এই জনগোষ্ঠীর লোকজনের জীবীকা চশমা ও পাথর বিক্রি । এভাবেই প্রায় দু'শো বছর নবাবের শহরে রয়েছে তাঁরা । নতুন করে এখন কেউ না এলেও ইরানিরদের পরিবার ক্রমশ বাড়ছে । অন্যদিকে, সরকারি ভাতা বা সুবিধা থেকে তারা বরাবর বঞ্চিত বলে একাধিক অভিযোগ তুললেও কেন্দ্রের NRC নীতিতে তারা মোটেই আতঙ্কিত নয় । দেশজুড়ে উত্তপ্ত পরিস্থিতিতে লালবাগের ইরানিদের মনোবল আলাদাই বার্তা দিচ্ছে বলেই অনেকে মনে করছেন । তাঁদের বিশ্বাস NRC হলেও তারা এদেশেই থাকবে ।

Intro:এনআরসি নিয়ে আতঙ্কিত নয় লালবাগ শহরের ইরানি জনগোষ্ঠী। Body:লালবাগ- এনআরসি নিয়ে কোনও আতঙ্কে ভুগছেন না নবাবের শহর লালবাগের ইরানি জনগোষ্ঠী। তাঁদের বিশ্বাস ভারতীয় নাগরিকত্ব নিয়ে তাঁদের কোন জটিলতা নেই। ফলে জাতীয় নাগরিকপঞ্জি লাগু হলেও তাঁরা নিশ্চিতভাবে এই দেশে থাকার অধিকার পাবেন।
এনআরসি নিয়ে সারা দেশ জুড়ে যখন বিজেপি বিরোধ শক্তি পথে নেমে তোলপাড় শুরু করেছেন তখন বিদেশ থেকে আসা ইরানিদের মনোবল তুঙ্গে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন নাগরিকত্ব পেতে বাপ ঠাকুরদার আমলের কোন দলিল দস্তাবেজ পেশ করতে হবে না। কিন্তু বিরোধীদলগুলি অমিত শাহের এই আশ্বাসে মান্যতা না দিয়ে একজোট হয়ে পথে নেমেছে। বিরোধী ঐক্যের প্রচারে দেশজুড়ে আতঙ্ক ছড়ালেও লালবাগের ইরানি জনগোষ্ঠী মোটেই আতঙ্কিত নয়। তাঁরা জানিয়েছেন, আমাদের ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড হয়ে গিয়েছে। অনেকের নিজস্ব জায়গাও রয়েছে। বাবা দাদুরা এখানে দেহ রেখেছেন, আমরাও এখানেই মরব।
বাংলার মসজদে মিরজাফর বসার পর ইরাক থেকে এই জনগোষ্ঠী বাংলায় ঢোকে। তিনভাগে ভাগ হয়ে কিছু বর্ধমানে, কিছু উত্তরবঙ্গ ও ৭০টি পরিবার বসবাস শুরু করে লালবাগ শহরের চক মসজিদ লাগোয়া জায়গায়। জায়টিও নবাবের। জনগোষ্ঠীর জীবীকা চশমা,পাথর বিক্রি। এভাবেই প্রায় দুশো বছর নবাবের শহরে রয়েছেন তাঁরা। নতুন করে এখন কেউ না এলেও ইরানিরদের পরিবার ক্রমশ বাড়ছে। সরকারি ভাতা বা সুবিধা থেকে তারা বরাবর বঞ্চিত বলে অভিযোগ তুললেও কেন্দ্রের এনআরসি নীতিতে তারা মোটেই আতঙ্কিত নয়। দেশজুড়ে উত্তপ্ত পরিস্থিতিতে লালবাগের ইরানিদের মনোবল আলাদা বার্তা দিচ্ছে বলেই অনেকে মনে করছেন।Conclusion:তাঁদের বিশ্বাস জাতীয় নাগিরিকপঞ্জি হলেও তাঁরা এদেশেই থাকবেন।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.