সামশেরগঞ্জ, 20 ডিসেম্বর: এবার সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে হানা দিল আয়কর দফতর (আইটি)। বুধবার সকালেই আয়কর দফতরের কর্মীদের বেশ কয়েকটি গাড়ি এসে দাঁড়ায় বিধায়কের সামশেরগঞ্জের বাড়ির সামনে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় তাঁর বাড়ি। আয়কর দফতরের কর্মীরা ভাগ হয়ে একযোগে বিধায়কের বাড়ি, গোডাউন ও একটি নার্সিংহোমা হানা দেয়। এখনও চলছে তল্লাশি। বিধায়কের বাড়ির সামনে উৎসাহী মানুষের ভিড় বাড়তে শুরু করেছেন।
তদন্তের সময় কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। কাউকে বাইরে আসতেও দেওয়া হচ্ছে না। বিধায়কের সম্পত্তির হিসেব খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ, বহু টাকার আয়কর ফাঁকি দেওয়া হয়েছে। সেই সূত্রেই এদিনের হানা বলে জানা গিয়েছে। সম্প্রতি সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে কংগ্রেসের হয়ে লড়াই করেন যেতেন বাইরন। পরে যোগদান করে তৃণমূলে। এবার তাই বাড়িতেই হানা দিল আয়কর দফতর। সাগরদিঘির উপ-নির্বাচনে কংগ্রেসের প্রতীকে জয়ী হন বাইরন বিশ্বাস। কিছুদিনের মধ্যেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন ব্যবসায়ী ও ব্যবসায়ী পরিবারের বাইরন।
বিড়ি, মেডিক্যাল হাব-সহ একাধিক ব্যবসা রয়েছে তাঁর। আয়কর দফতর সূত্রে খবর, কিছুদিন আগে আইটির কাছে অভিযোগ জমা পড়ে বাইরনের ট্যাক্স ফাঁকি দেওয়ার। এরপরই আজ আইটি'র বেশ কয়েকজন আধিকারিক সামশেরগঞ্জে বিধায়কের বাড়িতে হানা দেন। বাড়ি, গোডাউন, নার্সিংহোমে হানা শুরু হয়েছে। এছাড়াও সাগরদঘির বাড়িতেও তল্লাশি চালানো হবে বলে জানা গিয়েছে। বাইরনের সম্পত্তির হিসাব নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। বিড়ি শিল্প, নার্সিংহোম ছাড়া বাইরনের আয়কর বিহীন আর কী কী ব্যবসা আছে তার তদন্ত শুরু করেছে আইটি।
উল্লেখ্য, গত বছর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে মারা যান সাগরদিঘির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা। চলতি বছর 28 ফেব্রুয়ারি সাগরদিঘির উপনির্বাচন হয়। 2 মার্চ উপনির্বাচনের ফল প্রকাশ হলে দেখা যায় তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে প্রায় 23 হাজার ভোটে হারিয়ে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী বাইরন। কিন্তু জুন মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা ঘাটালে পৌঁছলে সেখানে গিয়ে তৃণমূলে যোগদান করেন তিনি।
আরও পড়ুন: