ETV Bharat / state

জিয়াগঞ্জে খুনের ঘটনায় গ্রেপ্তার 1

author img

By

Published : Oct 15, 2019, 9:36 AM IST

Updated : Oct 15, 2019, 11:40 AM IST

জিয়াগঞ্জে খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ মুর্শিদাবাদ জেলা পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম উৎপল বেহারা ৷ পুলিশের দাবি, খুনের কথা স্বীকার করেছে নিয়েছে সে ৷ এই নিয়ে আজ সকাল দশটায় সাংবাদিক বৈঠক করবেন জেলা পুলিশ সুপার মুকেশ কুমার ৷

ফাইল ছবি

বহরমপুর, 15 অক্টোবর : জিয়াগঞ্জে শিক্ষক ও তাঁর স্ত্রী, পুত্রকে খুনের ঘটনায় সাতদিন পর একজনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ আজ সকাল দশটায় এ নিয়ে সাংবাদিক বৈঠক করবেন জেলা পুলিশ সুপার মুকেশ কুমার ৷

মুর্শিদাবাদ জেলা পুলিশ সূত্রে খবর, গতরাতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ ধৃত পুলিশের সামনে খুনের কথা স্বীকার করে নিয়েছে ৷ ধৃতের নাম উৎপল বেহারা ৷ বাড়ি সাগরদিঘি এলাকায় ৷ তবে কী কারণে খুন করা হয়েছে সে সম্পর্কে পুলিশের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি ৷

দশমীর দিন সকালে জিয়াগঞ্জে বাড়িতে ঢুকে নৃশংসভাবে খুন করা হয় পেশায় শিক্ষক বন্ধুপ্রকাশ পাল, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী বিউটি পাল ও তাঁদের ছ'বছরের ছেলে অঙ্গন পালকে । পুলিশের প্রাথমিক অনুমান, সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছে ৷ তদন্তে নেমে 10 অক্টোবর দু'জনকে আটক করেছিল মুর্শিদাবাদ জেলা পুলিশ ৷

বহরমপুর, 15 অক্টোবর : জিয়াগঞ্জে শিক্ষক ও তাঁর স্ত্রী, পুত্রকে খুনের ঘটনায় সাতদিন পর একজনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ আজ সকাল দশটায় এ নিয়ে সাংবাদিক বৈঠক করবেন জেলা পুলিশ সুপার মুকেশ কুমার ৷

মুর্শিদাবাদ জেলা পুলিশ সূত্রে খবর, গতরাতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ ধৃত পুলিশের সামনে খুনের কথা স্বীকার করে নিয়েছে ৷ ধৃতের নাম উৎপল বেহারা ৷ বাড়ি সাগরদিঘি এলাকায় ৷ তবে কী কারণে খুন করা হয়েছে সে সম্পর্কে পুলিশের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি ৷

দশমীর দিন সকালে জিয়াগঞ্জে বাড়িতে ঢুকে নৃশংসভাবে খুন করা হয় পেশায় শিক্ষক বন্ধুপ্রকাশ পাল, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী বিউটি পাল ও তাঁদের ছ'বছরের ছেলে অঙ্গন পালকে । পুলিশের প্রাথমিক অনুমান, সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছে ৷ তদন্তে নেমে 10 অক্টোবর দু'জনকে আটক করেছিল মুর্শিদাবাদ জেলা পুলিশ ৷

Intro:খুনের ঘটনায় গ্রেপ্তার এক। Body:বহরমপুর -একাধিক জনকে জিজ্ঞাসাবাদের পর সাতদিন পর জিয়াগঞ্জ খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার রাতেই তাকে জেলা পুলিশ গ্রেপ্তার করে বলে জানা গিয়েছে। এমনকি পুলিশ,সূত্রে এও জানা গিয়েছে,ধৃত নৃশংস খুনের ঘটনা পুলিশের সামনে স্বীকারও করে নিয়েছে। ধৃতের নাম উৎপল বেহারা। তার বাড়ি সাগরদিঘি এলাকায় বলেই জানা গিয়েছে। তবে পুলিশ সূত্র থেকে খুনের কারন স্পষ্ট করা হয়নি। দশটায় সাংবাদিক বৈঠক ডেকেই পুলিশ,সুপার অপরাধী ও ঘটনা,সামনে আনতে চলেছেন।Conclusion:জিয়াগঞ্জ খুনের কিনারা।
Last Updated : Oct 15, 2019, 11:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.