ETV Bharat / state

মুর্শিদাবাদে সংখ্যালঘু ভোটে থাবা BJP-র - সংখ্যালঘু ভোটে থাবা বসাল BJP

আজ দুই বিধানসভা মুর্শিদাবাদ ও বহরমপুরের কার্যকর্তাদের নিয়ে চুনাখালিতে শুরু হয়েছে প্রশিক্ষণ গর্ব কর্মসূচি । সেখানেই শতাধিক সংখ্যালঘু যুবক BJP-তে নাম লেখায় ।

মুর্শিদাবাদ
মুর্শিদাবাদ
author img

By

Published : Oct 10, 2020, 6:19 PM IST

বহরমপুর, 10 অক্টোবর : বহরমপুর, মুর্শিদাবাদ বিধানসভা এলাকায় এবার সংখ্যালঘু ভোটে থাবা বসাল BJP । আজ কাশিমবাজারের চুনাখালি এলাকায় এক দলীয় অনুষ্ঠানে শতাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার তৃণমূল ছেয়ে BJP-তে যোগ দেন । তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন দক্ষিণ মুর্শিদাবাদ জেলা BJP-র সাংগঠনিক সভাপতি গৌরিশংকর ঘোষ ।

তৃণমূল ছেড়ে BJP-তে সদ্য যোগদানকারীদের বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ সবকা বিকাশ স্লোগানে উদ্বুদ্ধ হয়েই তারা BJP-তে যোগ দিলেন । বিধানসভা নির্বাচনের আগে সংখ্যালঘু ভোটে ভাগ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল । 2021 সালের নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে গেরুয়া বাহিনী । এর পাশাপাশি আজ দুই বিধানসভা মুর্শিদাবাদ ও বহরমপুরের কার্যকর্তাদের নিয়ে চুনাখালিতে শুরু হয়েছে প্রশিক্ষণ গর্ব কর্মসূচি। সেখানেই শতাধিক সংখ্যালঘু যুবক গেরুয়া শিবিরে নাম লেখায় ।

ধীরে ধীরে মুর্শিদাবাদ জেলায় সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। আসন্ন বিধানিসভা নির্বাচনে এর ফল মিলবে বলেই আশাবাদী BJP নেতৃত্বরা । সদ্য BJP-তে যোগদানকারীদের বক্তব্য, তৃণমূলে অন্দরের দুর্নীতি বাইরে বেড়িয়ে আসায় দলে ফাটল ধরতে শুরু করেছে । তৃণমূলের সঙ্গে থাকতে না পেরেই তারা BJP-তে আসার সিদ্ধান্ত নিয়েছেন । সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে BJP পায়ের তলায় মাটি শক্ত করতে থাকায় অধীর গড় সহ তৃণমূল শিবিরে কাঁপন ধরেছে বলেই মনে করছেন অনেকে ।

বহরমপুর, 10 অক্টোবর : বহরমপুর, মুর্শিদাবাদ বিধানসভা এলাকায় এবার সংখ্যালঘু ভোটে থাবা বসাল BJP । আজ কাশিমবাজারের চুনাখালি এলাকায় এক দলীয় অনুষ্ঠানে শতাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার তৃণমূল ছেয়ে BJP-তে যোগ দেন । তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন দক্ষিণ মুর্শিদাবাদ জেলা BJP-র সাংগঠনিক সভাপতি গৌরিশংকর ঘোষ ।

তৃণমূল ছেড়ে BJP-তে সদ্য যোগদানকারীদের বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ সবকা বিকাশ স্লোগানে উদ্বুদ্ধ হয়েই তারা BJP-তে যোগ দিলেন । বিধানসভা নির্বাচনের আগে সংখ্যালঘু ভোটে ভাগ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল । 2021 সালের নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে গেরুয়া বাহিনী । এর পাশাপাশি আজ দুই বিধানসভা মুর্শিদাবাদ ও বহরমপুরের কার্যকর্তাদের নিয়ে চুনাখালিতে শুরু হয়েছে প্রশিক্ষণ গর্ব কর্মসূচি। সেখানেই শতাধিক সংখ্যালঘু যুবক গেরুয়া শিবিরে নাম লেখায় ।

ধীরে ধীরে মুর্শিদাবাদ জেলায় সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। আসন্ন বিধানিসভা নির্বাচনে এর ফল মিলবে বলেই আশাবাদী BJP নেতৃত্বরা । সদ্য BJP-তে যোগদানকারীদের বক্তব্য, তৃণমূলে অন্দরের দুর্নীতি বাইরে বেড়িয়ে আসায় দলে ফাটল ধরতে শুরু করেছে । তৃণমূলের সঙ্গে থাকতে না পেরেই তারা BJP-তে আসার সিদ্ধান্ত নিয়েছেন । সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে BJP পায়ের তলায় মাটি শক্ত করতে থাকায় অধীর গড় সহ তৃণমূল শিবিরে কাঁপন ধরেছে বলেই মনে করছেন অনেকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.