ETV Bharat / state

Extra Marital Affair: পরকীয়ার জেরে স্ত্রীর প্রেমিককে খুন, থানায় আত্মসমর্পণ স্বামীর - মুর্শিদাবাদ

পরকীয়ার জেরে স্ত্রীর প্রেমিককে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে (Murder over Extra Marital Affair) ৷ খুনের সময় সামনেই দাঁড়িয়েছিলেন অভিযুক্তের স্ত্রী ৷ পরে অভিযুক্ত থানায় আত্মসমর্পণ করেন ৷ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শক্তিপুরে ৷

husband-accused-of-murdering-his-wifes-lover-over-extra-marital-affair-in-murshidabad
Extra Marital Affair: পরকীয়ার জেরে স্ত্রীর প্রেমিককে খুন, থানায় আত্মসমর্পণ স্বামীর
author img

By

Published : Oct 26, 2022, 3:21 PM IST

শক্তিপুর (মুর্শিদাবাদ), 26 অক্টোবর: পরকীয়ার (Extra Marital Affair) জেরে স্ত্রীর সামনেই তাঁর প্রেমিককে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । স্ত্রীর প্রেমিকের গলার নলি কেটে খুন করে থানায় আত্মসমর্পণও করেন অভিযুক্ত । বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) শক্তিপুর থানার জিনারাপাড়ায় ।

পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ফিরদৌস শেখ । ঘটনায় অভিযুক্ত আক্তারুল শেখ৷ তাঁকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশের দাবি যে তাদের কাছে অভিযুক্ত জানিয়েছেন, স্ত্রীকে তিনি বারবার ফিরদৌসের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বলেছিলেন । কিন্তু স্ত্রী কথা শোনেননি ৷ তাই রাগের বশে তিনি ফিরদৌসকেই খুন করেছেন (Husband Murdered Wife's Lover) ৷

স্থানীয় বাসিন্দারা এই নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না ৷ তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী জানালেন, আক্তারুল শেখের দাবি ঠিক ৷ তাঁর স্ত্রীর সঙ্গে ফিরদৌস শেখ বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল । আড়াই বছর ধরে এই সম্পর্ক চলছিল । এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে টানাপোড়েনও কম হয়নি ৷ এই সম্পর্ক নিয়ে বারবার স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হত আক্তারুলের ।

প্রতিবেশীদের একজন জানালেন, বুধবার সকালে স্ত্রীকে দিয়ে প্রতিবেশী যুবক ফিরদৌসকে বাড়ি ডেকে পাঠায় আক্তারুল । এরপর দু’জনের বচসা শুরু হয় ৷ কথা কাটাকাটির মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে ফিরদৌসের গলার নলি কেটে খুন করে আক্তারুল (Murder over Extra Marital Affair) । এরপর অস্ত্র নিয়েই শক্তিপুর থানায় আত্মসমর্পণ করে ।

পরকীয়ার জেরে স্ত্রীর প্রেমিককে খুন, থানায় আত্মসমর্পণ স্বামীর

এর পর পুলিশ ঘটনাস্থলে আসে৷ মৃতদেহ উদ্ধার করে ৷ পুলিশ এখনই এই নিয়ে কিছু বলতে নারাজ ৷ তবে পরকীয়ার জেরে খুন, নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ আক্তারুলের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে ৷

পুলিশের একটি সূত্র জানাচ্ছে যে খুনের সময় তিনি শুধুই দর্শক ছিলেন ৷ ষড়যন্ত্রেও তিনিও লিপ্ত, সেটা খতিয়ে দেখা হবে ৷ আক্তারুলের স্ত্রীর সঙ্গে ফিরদৌসের পরকীয়া নিয়ে তাঁর পরিবার কিছু জানে কি না, তাও খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷

এদিকে এদিন ফিরদৌসের স্ত্রী সোনিয়া বিবি স্বামীর খুনির কঠিন শাস্তির দাবিতে সরব হয়েছেন ৷ তবে কী কারণে তাঁর স্বামী আক্তারুল ডেকেছিলেন, কেন খুন করা হল, কীভাবে খুন করা হল, তা নিয়ে তিনি কিছু বলতে চাননি ৷

আরও পড়ুন: স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী ? মুর্শিদাবাদ দু'টি মৃত্যু ঘিরে উঠছে প্রশ্ন

শক্তিপুর (মুর্শিদাবাদ), 26 অক্টোবর: পরকীয়ার (Extra Marital Affair) জেরে স্ত্রীর সামনেই তাঁর প্রেমিককে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । স্ত্রীর প্রেমিকের গলার নলি কেটে খুন করে থানায় আত্মসমর্পণও করেন অভিযুক্ত । বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) শক্তিপুর থানার জিনারাপাড়ায় ।

পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ফিরদৌস শেখ । ঘটনায় অভিযুক্ত আক্তারুল শেখ৷ তাঁকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশের দাবি যে তাদের কাছে অভিযুক্ত জানিয়েছেন, স্ত্রীকে তিনি বারবার ফিরদৌসের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বলেছিলেন । কিন্তু স্ত্রী কথা শোনেননি ৷ তাই রাগের বশে তিনি ফিরদৌসকেই খুন করেছেন (Husband Murdered Wife's Lover) ৷

স্থানীয় বাসিন্দারা এই নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না ৷ তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী জানালেন, আক্তারুল শেখের দাবি ঠিক ৷ তাঁর স্ত্রীর সঙ্গে ফিরদৌস শেখ বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল । আড়াই বছর ধরে এই সম্পর্ক চলছিল । এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে টানাপোড়েনও কম হয়নি ৷ এই সম্পর্ক নিয়ে বারবার স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হত আক্তারুলের ।

প্রতিবেশীদের একজন জানালেন, বুধবার সকালে স্ত্রীকে দিয়ে প্রতিবেশী যুবক ফিরদৌসকে বাড়ি ডেকে পাঠায় আক্তারুল । এরপর দু’জনের বচসা শুরু হয় ৷ কথা কাটাকাটির মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে ফিরদৌসের গলার নলি কেটে খুন করে আক্তারুল (Murder over Extra Marital Affair) । এরপর অস্ত্র নিয়েই শক্তিপুর থানায় আত্মসমর্পণ করে ।

পরকীয়ার জেরে স্ত্রীর প্রেমিককে খুন, থানায় আত্মসমর্পণ স্বামীর

এর পর পুলিশ ঘটনাস্থলে আসে৷ মৃতদেহ উদ্ধার করে ৷ পুলিশ এখনই এই নিয়ে কিছু বলতে নারাজ ৷ তবে পরকীয়ার জেরে খুন, নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ আক্তারুলের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে ৷

পুলিশের একটি সূত্র জানাচ্ছে যে খুনের সময় তিনি শুধুই দর্শক ছিলেন ৷ ষড়যন্ত্রেও তিনিও লিপ্ত, সেটা খতিয়ে দেখা হবে ৷ আক্তারুলের স্ত্রীর সঙ্গে ফিরদৌসের পরকীয়া নিয়ে তাঁর পরিবার কিছু জানে কি না, তাও খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷

এদিকে এদিন ফিরদৌসের স্ত্রী সোনিয়া বিবি স্বামীর খুনির কঠিন শাস্তির দাবিতে সরব হয়েছেন ৷ তবে কী কারণে তাঁর স্বামী আক্তারুল ডেকেছিলেন, কেন খুন করা হল, কীভাবে খুন করা হল, তা নিয়ে তিনি কিছু বলতে চাননি ৷

আরও পড়ুন: স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী ? মুর্শিদাবাদ দু'টি মৃত্যু ঘিরে উঠছে প্রশ্ন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.