বহরমপুর, 20 জুন: ফের বিস্ফোরক হুমায়ুন কবীর। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রীর বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রার্থীপদ বিতরণের অভিযোগ তুললেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। জেলা কার্যালয়ের সভানেত্রী শাওনি সিংহ রায়কে দল থেকে অপসারণের জন্য দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 72 ঘণ্টা সময় দিলেন ৷ তা না হলে, আরও বড় পদক্ষেপের হুঁশিয়ারি বিধায়কের ৷
সময় যত এগিয়ে আসছে পঞ্চায়েত নির্বাচন নিয়ে শাসক-বিরোধী তরজা ততই বাড়ছে ৷ তবে বেশ কিছুদিন ধরেই শাসক দলের অন্দরে কোন্দলের ছবি সামনে আসছে ৷ শাসক শিবিরের বেশ কয়েকজন টাকা দিয়ে নির্বাচনে টিকিট কেনার অভিযোগ তুলেছেন ৷ একই সুর শোনা গেল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর গলাতেও ৷ কড়া হুঁশিয়ারি দিলেন দলনেত্রীকেও ৷ তৃণমূল কংগ্রেসের প্রার্থী পদ নিয়ে দিনকয়েক আগেও শাওনি সিংহ রায় ও অপূর্ব সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন হুমায়ুন কবীর।
সেদিন তাঁর সঙ্গে ছিলেন নওদা, রেজিনগর ও জলঙ্গির বিধায়ক। দলের বিরুদ্ধে গোঁজ প্রার্থী খাড়া করেছিলেন চার বিধায়ক। সোমবার তৃণমূলের রাজ্য নেতৃত্ব মলয় ঘটককে মুর্শিদাবাদ পাঠিয়েছিল বিধায়কদের গোঁসা থামাতে। বহরমপুরের শিল্পতালুকের এক হোটেলে চার বিধায়ককে নিয়ে বৈঠক করেন মলয় ঘটক। গোঁজ প্রার্থী প্রত্যাহারও হয়।
এদিন জেলা কার্যালয়ে বসে জেলা সভানেত্রীর বিরুদ্ধে সরাসরি তোপ দাগেন হুমায়ুন। অভিযোগ করে জানান, কোটি কোটি টাকা নিয়ে টিকিট দিয়েছেন শাওনি সিংহ রায়। 72 ঘণ্টা সময় দিলাম। এরমধ্যে শাওনি ও অপূর্ব সরকারকে সরাতে হবে। নতুবা 50 হাজার সমর্থক জড়ো করে পার্টি অফিসেই ঘেরাও করব শাওনি সিংহ রায়কে। কার ক্ষমতা বেশি প্রমাণ হয়ে যাবে। এদিন হুমায়ুন কবীরের পাশে ছিলেন দিলের প্রাক্তন জেলা সভাপতি অশোক দাসও।
আরও পড়ুন: প্রতীক গ্রহণের ফর্ম জমা দিতে গিয়ে কংগ্রেস কর্মীর ফাইল চুরি, প্রতিবাদে ধরনায় অধীর
তিনি বলেন, "যাঁরা সারাবছর দলের পাশে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে, তাঁরাই যখন ন্যূনতম পঞ্চায়েতের প্রতিনিধি হতে চান, তখন টাকা দিয়ে টিকিট নিতে হবে বলা হয় ৷ মুর্শিদাবাদ জেলায় হুমায়ুন কবীর যতক্ষণ বেঁচে আছে, এর প্রতিকার করব ৷ যতদূর যেতে হয় যাব ৷ এই তোলাবাজ নেত্রী শাওনি সিংহ রায়কে দলের পদ থেকে সরাতে হবে ৷ 72 ঘণ্টার সময় দিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা দলনেত্রীকে, আপনার বিধায়ক দরকার না ব্লক সভাপতি দরকার? বিধায়ককে এইভাবে ঔদ্ধত্য দেখায় কোন সাহসে ? এর সুবিচার আপনাকে করতেই হবে ৷"