বহরমপুর, 28 মে: বাংলাদেশে পাচারের আগে উদ্ধার হল প্রচুর পরিমাণ ফেনসিডিল ও গাঁজা। বহরমপুর সেক্টরের 117 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা এই গাঁজা ও ফেনসিডিল বাজেয়াপ্ত করেছে বামনাবাদ BOP(বর্ডার আউট পোস্ট) এলাকা থেকে। ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি বলে BSF সূত্রে জানানো হয়েছে।
মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে রমরমিয়ে চলছে ফেনসিডিল ও গাঁজা পাচার। গতকাল বামনাবাদ BOP দিয়ে গাঁজা ও ফেনিসিডিল পাচারের সময় কাঁটাতার এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর নজরে আসে পাচারকারীরা। পাচারকারীদের ধাওয়া করলে তারা মাদকের বস্তা ফেলে রেখে পালায়। উদ্ধার হয়েছে 476 বোতল নিষিদ্ধ ফেনসিডিল ও দু'কেজি গাঁজা।
বাজেয়াপ্ত মাদকের বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা বলে অনুমান। বাজেয়াপ্ত গাঁজা ও নিষিদ্ধ কাফ সিরাপের বোতলগুলি স্থানীয় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানানো হয় BSF-এর তরফে। এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি।