ETV Bharat / state

Jakir Hossain: বিড়ি শ্রমিক থেকে শিল্পপতি, কেমন ছিল জাকিরের সফর ?

তাঁর নামে রয়েছে 10টি কলেজ ৷ এছাড়াও রয়েছে রাইস মিল, অয়েল মিল ও বিড়ি ফ্যাক্টরি ৷ দেশের বিভিন্ন জায়গায় রয়েছে বাড়ি ও অফিস ৷ কীভাবে এত সম্পত্তির মালিক হলেন জাকির হোসেন (Property of Jakir Hossain) ? জানতে পড়ুন এই প্রতিবেদন ৷

author img

By

Published : Jan 12, 2023, 5:46 PM IST

Updated : Jan 12, 2023, 6:21 PM IST

ETV Bharat
জাকির হোসেন

জঙ্গিপুর, 12 জানুয়ারি: প্রথমে বিড়ি শিল্পের মুন্সির কাজ করতেন । সেখান থেকে উঠে আজ জেলার অন্যতম শিল্পপতির তকমা জাকির হোসেনের ৷ এক এক করে ব্যবসায় প্রসার বেড়েছে । গত দশ বছরে নিজের নামে দশটি কলেজ, আটা মিল, তেল মিল, রাইস মিল ও বিড়ি কারখানার মালিক হয়ে উঠেছেন জাকির । নিজের নামে কলেজ হওয়ার পর শিক্ষাগত যোগ্যতা বাড়িয়েছেন । শিল্পপতির পাশাপাশি দানধ্যানে বর্তমানে এলাকায় 'মসিহা'র আসনও তাঁর দখলে ।

জাকিরের রাজনীতিতে পা: শিল্পপতির তকমা পেয়েও প্রত্যক্ষ রাজনীতিতে আসতে চাননি জাকির হোসেন ৷ বরাবর অধীর চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তাঁর । সেই সূত্রে অধীর চৌধুরী তাঁকে রাজনীতিতে আসার অফার দিলেও বারবার তা প্রত্যাখ্যান করেন জাকির (Story of Jakir Hossain)। তবে 2016 সালে প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দেন তিনি । তৃণমূলের প্রতীকে জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র থেকে রাজ্যে সর্বোচ্চ ভোট প্রাপক হিসাবে রেকর্ড গড়েন । মমতা বন্দ্যোপাধ্যায় জাকির হোসেনকে (Former TMC Minister Jakir Hossain) শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রীর পদে জায়গা করে দেন তাঁর মন্ত্রিসভায় । 2021 সালের নির্বাচনের আগে ধুলিয়ান স্টেশনে বিস্ফোরণ হামলায় গুরুতর জখম হন তিনি । কলকাতা থেকে কপ্টারে উড়ে এসে মনোনয়ন পত্র দাখিল করেন । ফের জিতে বিধায়ক হলেও সেবার আর মন্ত্রিসভায় জায়গা পাননি । প্রতিদ্বন্দ্বী প্রার্থীর করোনায় মৃত্যুর কারণে জঙ্গিপুর বিধানসভা নির্বাচন পিছিয়ে যায় । জাকিরের কেন্দ্রে নির্বাচনের আগেই মন্ত্রিসভা গঠন হয়ে গিয়েছিল । তাঁর রাজনৈতিক এবং ব্যবসায়িক প্রতিপক্ষ হিসাবে বারবার উঠে এসেছে সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাসের নাম । এমনকি ধুলিয়ান স্টেশনে তাঁর উপর হামলার ঘটনায় তদন্তকারী সংস্থা সরাসরি ইমানি বিশ্বাসের উপরই ইঙ্গিত করেছিলেন ।

বাড়ি ও সম্পত্তি: জাকির হোসেনের বাড়ি সুতি থানার অরঙ্গয়াবাদ । তবে জঙ্গিপুর, বহরমপুর, কলকাতা, দিল্লি ও কানপুর-সহ রাজ্যের একাধিক জায়গায় অফিস ও বাড়ি রয়েছে । মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা জাকির শুরু থেকেই শিল্পপতি হওয়ার স্বপ্ন দেখতেন । মুন্সিরা বাজার থেকে বিড়ির পাতা ও মশলা দাদনে এনে শ্রমিকদের দিয়ে বিড়ি বাঁধায় । পরে সেই বিড়ি সংগ্রহ করে বিভিন্ন জায়গায় বিক্রি করে । জাকির হোসেন এমন চারজন বিড়ি শিল্পীদের নিয়েই কাজ শুরু করেছিলেন । এরপর 2008-09 সালে আত্মপ্রকাশ ঘটে তাঁর নিজস্ব শিব বিড়ির । তবে নিজে মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়েও তাঁর প্রতিষ্ঠানগুলির নাম শিব কেন তা আজও কেউ জানে না । শুধু নাম নয় । প্রতিষ্ঠানের লোগোতেও রয়েছে শিব ঠাকুরের ছবি । শিব বিড়িই জাকির হোসেনকে ব্যবসার শীর্ষে পৌঁছে দিয়েছিল ।

আরও পড়ুন : জাকির বড় ব্যবসায়ী, তবে টাকার হিসেব তাঁকেই দিতে হবে ! সাবধানী বার্তা তৃণমূলের

এরপর এক এক করে জাকির হোসেনের হাত ধরে আত্মপ্রকাশ ঘটেছে শিব রাইস মিল, শিব আটা মিল, শিব তেল মিলের । নিজের শিক্ষাগত যোগাত্য কম হলেও এখন ন'টি শিক্ষা প্রতিষ্ঠানের মালিক তিনি । রয়েছে বিএড, ডিএলএড, পলিটেকনিক ও ফার্মাসিস্ট -সহ একাধিক কলেজ । তবে এই মুহূর্তে এলাকায় দানধ্যানে 'মসিহা' জাকির হোসেনের বাড়িতে আয়কর দফতরের হানায় মুষড়ে পড়েছেন তাঁর অনুগামীরা ।

আরও পড়ুন : Jakir Hossain: প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের বাড়ি থেকে উদ্ধার 11 কোটি !

জঙ্গিপুর, 12 জানুয়ারি: প্রথমে বিড়ি শিল্পের মুন্সির কাজ করতেন । সেখান থেকে উঠে আজ জেলার অন্যতম শিল্পপতির তকমা জাকির হোসেনের ৷ এক এক করে ব্যবসায় প্রসার বেড়েছে । গত দশ বছরে নিজের নামে দশটি কলেজ, আটা মিল, তেল মিল, রাইস মিল ও বিড়ি কারখানার মালিক হয়ে উঠেছেন জাকির । নিজের নামে কলেজ হওয়ার পর শিক্ষাগত যোগ্যতা বাড়িয়েছেন । শিল্পপতির পাশাপাশি দানধ্যানে বর্তমানে এলাকায় 'মসিহা'র আসনও তাঁর দখলে ।

জাকিরের রাজনীতিতে পা: শিল্পপতির তকমা পেয়েও প্রত্যক্ষ রাজনীতিতে আসতে চাননি জাকির হোসেন ৷ বরাবর অধীর চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তাঁর । সেই সূত্রে অধীর চৌধুরী তাঁকে রাজনীতিতে আসার অফার দিলেও বারবার তা প্রত্যাখ্যান করেন জাকির (Story of Jakir Hossain)। তবে 2016 সালে প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দেন তিনি । তৃণমূলের প্রতীকে জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র থেকে রাজ্যে সর্বোচ্চ ভোট প্রাপক হিসাবে রেকর্ড গড়েন । মমতা বন্দ্যোপাধ্যায় জাকির হোসেনকে (Former TMC Minister Jakir Hossain) শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রীর পদে জায়গা করে দেন তাঁর মন্ত্রিসভায় । 2021 সালের নির্বাচনের আগে ধুলিয়ান স্টেশনে বিস্ফোরণ হামলায় গুরুতর জখম হন তিনি । কলকাতা থেকে কপ্টারে উড়ে এসে মনোনয়ন পত্র দাখিল করেন । ফের জিতে বিধায়ক হলেও সেবার আর মন্ত্রিসভায় জায়গা পাননি । প্রতিদ্বন্দ্বী প্রার্থীর করোনায় মৃত্যুর কারণে জঙ্গিপুর বিধানসভা নির্বাচন পিছিয়ে যায় । জাকিরের কেন্দ্রে নির্বাচনের আগেই মন্ত্রিসভা গঠন হয়ে গিয়েছিল । তাঁর রাজনৈতিক এবং ব্যবসায়িক প্রতিপক্ষ হিসাবে বারবার উঠে এসেছে সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাসের নাম । এমনকি ধুলিয়ান স্টেশনে তাঁর উপর হামলার ঘটনায় তদন্তকারী সংস্থা সরাসরি ইমানি বিশ্বাসের উপরই ইঙ্গিত করেছিলেন ।

বাড়ি ও সম্পত্তি: জাকির হোসেনের বাড়ি সুতি থানার অরঙ্গয়াবাদ । তবে জঙ্গিপুর, বহরমপুর, কলকাতা, দিল্লি ও কানপুর-সহ রাজ্যের একাধিক জায়গায় অফিস ও বাড়ি রয়েছে । মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা জাকির শুরু থেকেই শিল্পপতি হওয়ার স্বপ্ন দেখতেন । মুন্সিরা বাজার থেকে বিড়ির পাতা ও মশলা দাদনে এনে শ্রমিকদের দিয়ে বিড়ি বাঁধায় । পরে সেই বিড়ি সংগ্রহ করে বিভিন্ন জায়গায় বিক্রি করে । জাকির হোসেন এমন চারজন বিড়ি শিল্পীদের নিয়েই কাজ শুরু করেছিলেন । এরপর 2008-09 সালে আত্মপ্রকাশ ঘটে তাঁর নিজস্ব শিব বিড়ির । তবে নিজে মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়েও তাঁর প্রতিষ্ঠানগুলির নাম শিব কেন তা আজও কেউ জানে না । শুধু নাম নয় । প্রতিষ্ঠানের লোগোতেও রয়েছে শিব ঠাকুরের ছবি । শিব বিড়িই জাকির হোসেনকে ব্যবসার শীর্ষে পৌঁছে দিয়েছিল ।

আরও পড়ুন : জাকির বড় ব্যবসায়ী, তবে টাকার হিসেব তাঁকেই দিতে হবে ! সাবধানী বার্তা তৃণমূলের

এরপর এক এক করে জাকির হোসেনের হাত ধরে আত্মপ্রকাশ ঘটেছে শিব রাইস মিল, শিব আটা মিল, শিব তেল মিলের । নিজের শিক্ষাগত যোগাত্য কম হলেও এখন ন'টি শিক্ষা প্রতিষ্ঠানের মালিক তিনি । রয়েছে বিএড, ডিএলএড, পলিটেকনিক ও ফার্মাসিস্ট -সহ একাধিক কলেজ । তবে এই মুহূর্তে এলাকায় দানধ্যানে 'মসিহা' জাকির হোসেনের বাড়িতে আয়কর দফতরের হানায় মুষড়ে পড়েছেন তাঁর অনুগামীরা ।

আরও পড়ুন : Jakir Hossain: প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের বাড়ি থেকে উদ্ধার 11 কোটি !

Last Updated : Jan 12, 2023, 6:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.