ETV Bharat / state

বাড়িতে সুড়ঙ্গ কেটে গোপন ডেরায় মধুচক্র, গ্রেপ্তার 6 - মুর্শিদাবাদ

বাড়িতেই মধুচক্র চালানোর অভিযোগে 3 যুবতী সহ 6 জনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ঘটনায় বাড়ির মালিককেও পুলিশ গ্রেপ্তার করেছে ৷

honey comb in hidden tunnel of house police arrest 6 person in murshidabad
বাড়িতে সুড়ঙ্গ কেটে গোপন ডেরায় মধুচক্র, গ্রেপ্তার 6
author img

By

Published : Feb 10, 2021, 4:55 PM IST

মুর্শিদাবাদ, 10 ফেব্রুয়ারি : মধুচক্র চালানোর অভিযোগে বাড়ির মালিক, 2 যুবক এবং 3 যুবতীকে গ্রেপ্তার করল পুলিশ ৷ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বাজারপাড়া এলাকার ঘটনা ৷ মঙ্গলবার রাতে পুলিশ অতর্কিতে হানা দিয়ে এই চক্রটিকে পাকড়াও করে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাজারপাড়া এলাকার ওই বাড়িতে বছর দেড়েক ধরে বসত মধুচক্রের আসর। বাড়ির নিচে সুড়ঙ্গ তৈরি করে, গোপন ডেরায় রোজ এই মধুচক্রের চলত। তবে, গত কয়েকদিন ধরে রোজ নতুন নতুন যুবক যুবতীদের এলাকায় ভিড় দেখে বাসিন্দাদের সন্দেহ হয়। এরপরেই তারা পুলিশের কাছে যান ৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই বাড়িতে বেশ কিছুদিন ধরে অনেক ছেলে মেয়ের আনাগোনা দেখে তাদের সন্দেহ হয় ৷

আরও পড়ুন : নওদা থানার পুলিশ অফিসারের বাড়িতে চুরি

অভিযোগ পেয়ে মঙ্গলবার রাতে পুলিশ অতর্কিতে ওই বাড়িতে হানা দেয় ৷ তখনই বাড়ির মালিক সহ বাকিদের হাতেনাতে পাকড়াও করে পুলিশ ৷ যদিও ওই তিন যুবতী ও 2 যুবক বাড়ির নিচের সুড়ঙ্গের গোপন ডেরায় লুকিয়ে ছিল ৷ তাদের সেখান থেকে খুঁজে বের করে পুলিশ ৷

মুর্শিদাবাদ, 10 ফেব্রুয়ারি : মধুচক্র চালানোর অভিযোগে বাড়ির মালিক, 2 যুবক এবং 3 যুবতীকে গ্রেপ্তার করল পুলিশ ৷ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বাজারপাড়া এলাকার ঘটনা ৷ মঙ্গলবার রাতে পুলিশ অতর্কিতে হানা দিয়ে এই চক্রটিকে পাকড়াও করে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাজারপাড়া এলাকার ওই বাড়িতে বছর দেড়েক ধরে বসত মধুচক্রের আসর। বাড়ির নিচে সুড়ঙ্গ তৈরি করে, গোপন ডেরায় রোজ এই মধুচক্রের চলত। তবে, গত কয়েকদিন ধরে রোজ নতুন নতুন যুবক যুবতীদের এলাকায় ভিড় দেখে বাসিন্দাদের সন্দেহ হয়। এরপরেই তারা পুলিশের কাছে যান ৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই বাড়িতে বেশ কিছুদিন ধরে অনেক ছেলে মেয়ের আনাগোনা দেখে তাদের সন্দেহ হয় ৷

আরও পড়ুন : নওদা থানার পুলিশ অফিসারের বাড়িতে চুরি

অভিযোগ পেয়ে মঙ্গলবার রাতে পুলিশ অতর্কিতে ওই বাড়িতে হানা দেয় ৷ তখনই বাড়ির মালিক সহ বাকিদের হাতেনাতে পাকড়াও করে পুলিশ ৷ যদিও ওই তিন যুবতী ও 2 যুবক বাড়ির নিচের সুড়ঙ্গের গোপন ডেরায় লুকিয়ে ছিল ৷ তাদের সেখান থেকে খুঁজে বের করে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.