ETV Bharat / state

Heroin Seized In Lalgola: আড়াই কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করল বিএসএফ - আড়াই কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করল বিএসএফ

বাংলাদেশে পাচারের সময় আড়াই কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করল বিএসএফ (Heroin Seized In Lalgola) ৷ আজ ভোরে ভারত-বাংলাদেশ সীমান্তে হেরোইনের প্যাকেটগুলিকে উদ্ধার করা হয় ৷

Heroin Seized In Lalgola
আড়াই কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করল বিএসএফ
author img

By

Published : Dec 23, 2021, 5:32 PM IST

লালগোলা, 23 ডিসেম্বর: বাংলাদেশে পাচারের সময় আড়াই কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করল বিএসএফ (Heroin Seized In Lalgola) ৷ আজ কাঁটাতারের উপর দিয়ে হেরোইন পাচারের সময় নজরে আসে সীমান্তরক্ষী বাহিনীর। দুই দেশের মাদক পাচারকারীদের সতর্ক করার পরও তারা ভ্রুক্ষেপ না করায় রবার বুলেট চালিয়ে পাচারকারীদের ছত্রভঙ্গ করা হয় বলে দাবি বিএসএফের। বাজেয়াপ্ত হেরোইন মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন ভোরে ভারত-বাংলাদেশ আর্ন্তজাতিক সীমান্তে পাচারকারীদের গতিবিধি নজরে আসে বিএসএফের। ভারত সীমান্ত থেকে একটি প্যাকেট কাঁটাতারের উপর দিয়ে ছুড়ে দেওয়া হয়। বাংলাদেশের মাদক পাচারকারীরা সেটি সংগ্রহ করতে এলে বিএসএফের পক্ষ থেকে রবার বুলেট চালানো হয়। পাচারকারীরা ছত্রভঙ্গ হলে প্যাকেটটি সংগ্রহ করে বিএসএফের জওয়ানরা। হেরোইনের ওজন প্রায় 1 কেজি 200 গ্রাম।

আরও পড়ুন: আস্থা ভোটে অপসারিত পঞ্চায়েত প্রধান

এই ঘটনার সঙ্গে কারা জড়িত তার তদন্তের ভার দেওয়া হয়েছে লালগোলা থানার পুলিশকে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি বিএসএফ এবং পুলিশ ৷

লালগোলা, 23 ডিসেম্বর: বাংলাদেশে পাচারের সময় আড়াই কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করল বিএসএফ (Heroin Seized In Lalgola) ৷ আজ কাঁটাতারের উপর দিয়ে হেরোইন পাচারের সময় নজরে আসে সীমান্তরক্ষী বাহিনীর। দুই দেশের মাদক পাচারকারীদের সতর্ক করার পরও তারা ভ্রুক্ষেপ না করায় রবার বুলেট চালিয়ে পাচারকারীদের ছত্রভঙ্গ করা হয় বলে দাবি বিএসএফের। বাজেয়াপ্ত হেরোইন মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন ভোরে ভারত-বাংলাদেশ আর্ন্তজাতিক সীমান্তে পাচারকারীদের গতিবিধি নজরে আসে বিএসএফের। ভারত সীমান্ত থেকে একটি প্যাকেট কাঁটাতারের উপর দিয়ে ছুড়ে দেওয়া হয়। বাংলাদেশের মাদক পাচারকারীরা সেটি সংগ্রহ করতে এলে বিএসএফের পক্ষ থেকে রবার বুলেট চালানো হয়। পাচারকারীরা ছত্রভঙ্গ হলে প্যাকেটটি সংগ্রহ করে বিএসএফের জওয়ানরা। হেরোইনের ওজন প্রায় 1 কেজি 200 গ্রাম।

আরও পড়ুন: আস্থা ভোটে অপসারিত পঞ্চায়েত প্রধান

এই ঘটনার সঙ্গে কারা জড়িত তার তদন্তের ভার দেওয়া হয়েছে লালগোলা থানার পুলিশকে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি বিএসএফ এবং পুলিশ ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.