মুর্শিদাবাদ, 7 জুলাই: ভোটের আগের দিনও বসে নেই রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ শুক্রবার তিনি চলে গিয়েছেন মুর্শিদাবাদে ৷ ভোটের হিংসায় মৃত এক কংগ্রেস কর্মীর বাড়িতে গেলেন তিনি ৷ দেখা করলেন মৃতের পরিবারের সঙ্গে ৷ ওই ঘটনার সিবিআই তদন্তের আশ্বাস দিয়েছেন রাজ্যপাল ৷
শুক্রবার খড়গ্রাম ব্লকের রতনপুর গ্রামে মৃত কংগ্রেস কর্মী ফুলচাঁদের বাড়িতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস । রাজনৈতিক হিংসায় গুলিবিদ্ধ হয়ে ওই কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর ৷ ফুলচাঁদের পরিবারের লোকেদের সঙ্গে দেখা করে তাঁদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন রাজ্যপাল ৷ তাঁর কাছে নিজেদের নানা অভিযোগ জানিয়েছেন মৃত কংগ্রেস কর্মীর পরিবারের লোকেরা ।
গ্রামবাসীরা রাজ্যপালের কাছে এই হত্যাকাণ্ডের সিবিআই তদন্ত দাবি করেন ৷ তাঁদের আবেদনে সাড়া দিয়ে রাজ্যপাল কংগ্রেস কর্মী খুনের সিবিআই তদন্তের আশ্বাস দেন ৷ দোষীদের যাতে কঠোর শাস্তি হয়, পুলিশকে সেই নির্দেশ দেন রাজ্যপাল ।
-
Murshidabad, West Bengal | Governor CV Ananda Bose reached the house of Phoolchand, a Congress worker who was shot dead in Ratanpur village under the Khargram block.
— ANI (@ANI) July 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Phoolchand's family made many complaints to the Governor. The villagers demanded the Governor to get the murder… pic.twitter.com/fJTA36ZElJ
">Murshidabad, West Bengal | Governor CV Ananda Bose reached the house of Phoolchand, a Congress worker who was shot dead in Ratanpur village under the Khargram block.
— ANI (@ANI) July 7, 2023
Phoolchand's family made many complaints to the Governor. The villagers demanded the Governor to get the murder… pic.twitter.com/fJTA36ZElJMurshidabad, West Bengal | Governor CV Ananda Bose reached the house of Phoolchand, a Congress worker who was shot dead in Ratanpur village under the Khargram block.
— ANI (@ANI) July 7, 2023
Phoolchand's family made many complaints to the Governor. The villagers demanded the Governor to get the murder… pic.twitter.com/fJTA36ZElJ
পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে হিংসার ঘটনা ঘটছে তা নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে তুলোধোনা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ গতকালও তিনি রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহার উদ্দেশে কড়া মনোভাব দেখিয়েছেন ৷ কীভাবে শান্তিপূর্ণ নির্বাচন করা যায়, তার আট দফা পরামর্শও দেন রাজ্যপাল ৷
আরও পড়ুন: বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ! মৃত কংগ্রেস কর্মী
এরই মধ্যে রাজ্যে হিংসায় আক্রান্ত পরিবারগুলিরও পাশে গিয়ে দাঁড়াতেও দেখা গিয়েছে তাঁকে ৷ দক্ষিণ 24 পরগনার কুলপিতে মৃত কংগ্রেস কর্মীর পরিবারের সঙ্গে বৃহস্পতিবার ফোনে কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ মৃতের বাবার সঙ্গে কথা বলে তাঁদের প্রতি সমবেদনা জানান তিনি ৷ এই কঠিন পরিস্থিতিতে রাজ্যপাল সবরকম ভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন ৷ এই ঘটনায় প্রশাসন কী কী ব্যবস্থা নিয়েছে ও কমিশনই বা কী করেছে, তারও রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন সিভি আনন্দ বোস ৷
তার আগে, ভাঙড়, বাসন্তী ও ক্যানিং-এ ঘুরেছেন রাজ্যপাল ৷ স্বজন হারানো মানুষগুলোর সঙ্গে দেখা করে পাশে থাকার কথা বলেন তিনি ৷ শুক্রবার সকালে তিনি মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকাগুলি পরিদর্শনে গিয়েছেন ৷