ETV Bharat / state

Guv Meets Deceased Family: মুর্শিদাবাদে মৃত কংগ্রেস কর্মীর বাড়িতে রাজ্যপাল, সিবিআই তদন্তের আশ্বাস - মৃত কংগ্রেস কর্মীর বাড়িতে রাজ্যপাল

মুর্শিদাবাদে গুলিতে মৃত কংগ্রেস কর্মী ফুলচাঁদের বাড়িতে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এই ঘটনার সিবিআই তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি ৷

Guv Meets Deceased Family
Guv Meets Deceased Family
author img

By

Published : Jul 7, 2023, 2:19 PM IST

Updated : Jul 7, 2023, 2:30 PM IST

মুর্শিদাবাদ, 7 জুলাই: ভোটের আগের দিনও বসে নেই রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ শুক্রবার তিনি চলে গিয়েছেন মুর্শিদাবাদে ৷ ভোটের হিংসায় মৃত এক কংগ্রেস কর্মীর বাড়িতে গেলেন তিনি ৷ দেখা করলেন মৃতের পরিবারের সঙ্গে ৷ ওই ঘটনার সিবিআই তদন্তের আশ্বাস দিয়েছেন রাজ্যপাল ৷

শুক্রবার খড়গ্রাম ব্লকের রতনপুর গ্রামে মৃত কংগ্রেস কর্মী ফুলচাঁদের বাড়িতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস । রাজনৈতিক হিংসায় গুলিবিদ্ধ হয়ে ওই কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর ৷ ফুলচাঁদের পরিবারের লোকেদের সঙ্গে দেখা করে তাঁদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন রাজ্যপাল ৷ তাঁর কাছে নিজেদের নানা অভিযোগ জানিয়েছেন মৃত কংগ্রেস কর্মীর পরিবারের লোকেরা ।

গ্রামবাসীরা রাজ্যপালের কাছে এই হত্যাকাণ্ডের সিবিআই তদন্ত দাবি করেন ৷ তাঁদের আবেদনে সাড়া দিয়ে রাজ্যপাল কংগ্রেস কর্মী খুনের সিবিআই তদন্তের আশ্বাস দেন ৷ দোষীদের যাতে কঠোর শাস্তি হয়, পুলিশকে সেই নির্দেশ দেন রাজ্যপাল ।

  • Murshidabad, West Bengal | Governor CV Ananda Bose reached the house of Phoolchand, a Congress worker who was shot dead in Ratanpur village under the Khargram block.

    Phoolchand's family made many complaints to the Governor. The villagers demanded the Governor to get the murder… pic.twitter.com/fJTA36ZElJ

    — ANI (@ANI) July 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে হিংসার ঘটনা ঘটছে তা নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে তুলোধোনা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ গতকালও তিনি রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহার উদ্দেশে কড়া মনোভাব দেখিয়েছেন ৷ কীভাবে শান্তিপূর্ণ নির্বাচন করা যায়, তার আট দফা পরামর্শও দেন রাজ্যপাল ৷

আরও পড়ুন: বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ! মৃত কংগ্রেস কর্মী

এরই মধ্যে রাজ্যে হিংসায় আক্রান্ত পরিবারগুলিরও পাশে গিয়ে দাঁড়াতেও দেখা গিয়েছে তাঁকে ৷ দক্ষিণ 24 পরগনার কুলপিতে মৃত কংগ্রেস কর্মীর পরিবারের সঙ্গে বৃহস্পতিবার ফোনে কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ মৃতের বাবার সঙ্গে কথা বলে তাঁদের প্রতি সমবেদনা জানান তিনি ৷ এই কঠিন পরিস্থিতিতে রাজ্যপাল সবরকম ভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন ৷ এই ঘটনায় প্রশাসন কী কী ব্যবস্থা নিয়েছে ও কমিশনই বা কী করেছে, তারও রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন সিভি আনন্দ বোস ৷

তার আগে, ভাঙড়, বাসন্তী ও ক্যানিং-এ ঘুরেছেন রাজ্যপাল ৷ স্বজন হারানো মানুষগুলোর সঙ্গে দেখা করে পাশে থাকার কথা বলেন তিনি ৷ শুক্রবার সকালে তিনি মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকাগুলি পরিদর্শনে গিয়েছেন ৷

মুর্শিদাবাদ, 7 জুলাই: ভোটের আগের দিনও বসে নেই রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ শুক্রবার তিনি চলে গিয়েছেন মুর্শিদাবাদে ৷ ভোটের হিংসায় মৃত এক কংগ্রেস কর্মীর বাড়িতে গেলেন তিনি ৷ দেখা করলেন মৃতের পরিবারের সঙ্গে ৷ ওই ঘটনার সিবিআই তদন্তের আশ্বাস দিয়েছেন রাজ্যপাল ৷

শুক্রবার খড়গ্রাম ব্লকের রতনপুর গ্রামে মৃত কংগ্রেস কর্মী ফুলচাঁদের বাড়িতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস । রাজনৈতিক হিংসায় গুলিবিদ্ধ হয়ে ওই কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর ৷ ফুলচাঁদের পরিবারের লোকেদের সঙ্গে দেখা করে তাঁদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন রাজ্যপাল ৷ তাঁর কাছে নিজেদের নানা অভিযোগ জানিয়েছেন মৃত কংগ্রেস কর্মীর পরিবারের লোকেরা ।

গ্রামবাসীরা রাজ্যপালের কাছে এই হত্যাকাণ্ডের সিবিআই তদন্ত দাবি করেন ৷ তাঁদের আবেদনে সাড়া দিয়ে রাজ্যপাল কংগ্রেস কর্মী খুনের সিবিআই তদন্তের আশ্বাস দেন ৷ দোষীদের যাতে কঠোর শাস্তি হয়, পুলিশকে সেই নির্দেশ দেন রাজ্যপাল ।

  • Murshidabad, West Bengal | Governor CV Ananda Bose reached the house of Phoolchand, a Congress worker who was shot dead in Ratanpur village under the Khargram block.

    Phoolchand's family made many complaints to the Governor. The villagers demanded the Governor to get the murder… pic.twitter.com/fJTA36ZElJ

    — ANI (@ANI) July 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে হিংসার ঘটনা ঘটছে তা নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে তুলোধোনা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ গতকালও তিনি রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহার উদ্দেশে কড়া মনোভাব দেখিয়েছেন ৷ কীভাবে শান্তিপূর্ণ নির্বাচন করা যায়, তার আট দফা পরামর্শও দেন রাজ্যপাল ৷

আরও পড়ুন: বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ! মৃত কংগ্রেস কর্মী

এরই মধ্যে রাজ্যে হিংসায় আক্রান্ত পরিবারগুলিরও পাশে গিয়ে দাঁড়াতেও দেখা গিয়েছে তাঁকে ৷ দক্ষিণ 24 পরগনার কুলপিতে মৃত কংগ্রেস কর্মীর পরিবারের সঙ্গে বৃহস্পতিবার ফোনে কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ মৃতের বাবার সঙ্গে কথা বলে তাঁদের প্রতি সমবেদনা জানান তিনি ৷ এই কঠিন পরিস্থিতিতে রাজ্যপাল সবরকম ভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন ৷ এই ঘটনায় প্রশাসন কী কী ব্যবস্থা নিয়েছে ও কমিশনই বা কী করেছে, তারও রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন সিভি আনন্দ বোস ৷

তার আগে, ভাঙড়, বাসন্তী ও ক্যানিং-এ ঘুরেছেন রাজ্যপাল ৷ স্বজন হারানো মানুষগুলোর সঙ্গে দেখা করে পাশে থাকার কথা বলেন তিনি ৷ শুক্রবার সকালে তিনি মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকাগুলি পরিদর্শনে গিয়েছেন ৷

Last Updated : Jul 7, 2023, 2:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.