ETV Bharat / state

কাজ কম, ব্যর্থ সরকার নিজেদের ঢাক পেটাতে বেশি ব্যস্ত : অধীর - 100 দিনে মোদি সরকার

লোকসভা ভোটে জয়ের পর মোদি সরকারের দ্বিতীয় ইনিংসটা শুরু হয়েছে দুরন্ত গতিতে । 370 ধারা প্রত্যাহার, তিন তালাক থেকে জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিলের মতো একের পর এক গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে সংসদে । শরিকদের সমর্থন রয়েছে, তবে দেশের আর্থিক হাল সহ বিভিন্ন ইশুতে বিরোধীদের সমালোচনা তীব্র হচ্ছে । এ সবের মধ্যেই কেটেছে 100 দিন । কেমন কাটল এই 100 দিন ? এবিষয়ে কী বলছেন সাংসদ তথা লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরি ?

মোদি সরকার 2.0
author img

By

Published : Sep 9, 2019, 2:21 AM IST

Updated : Sep 9, 2019, 7:40 AM IST

লোকসভা ভোটে জয়ের পর মোদি সরকারের দ্বিতীয় ইনিংসটা শুরু হয়েছে দুরন্ত গতিতে । 370 ধারা প্রত্যাহার, তিন তালাক থেকে জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিলের মতো একের পর এক গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে সংসদে । শরিকদের সমর্থন রয়েছে, তবে দেশের আর্থিক হাল সহ বিভিন্ন ইশুতে বিরোধীদের সমালোচনা তীব্র হচ্ছে । এ সবের মধ্যেই কেটেছে 100 দিন । কেমন কাটল এই 100 দিন ? এবিষয়ে কী বলছেন সাংসদ তথা লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরি ? দেখে নেব...

ETV ভারত : মোদি সরকারের 100 দিন কেমন কাটল?

অধীর চৌধুরি : বাস্তবে সাফল্য নেই । একাধিক প্রতিশ্রুতি ছিল । কিন্তু, কাজের কাজ হয়নি । দেশবাসী দেখেছে, প্রথম 100 দিনে অর্থনীতির ভিত কীভাবে নড়ে গেছে । প্রচুর ছাঁটাই হয়েছে । বিভিন্ন সেক্টরে চাকরি নেই ।

ETV ভারত : কেন এরকম হচ্ছে ?

অধীর চৌধুরি : সাধারণ মানুষের দুঃখ ও ব্যথা বুঝতে পারছে না সরকার । নিজেদের ঢাক পেটাতে ব্যস্ত । একটাই তো লক্ষ্য, ভোট । প্রতিশ্রুতি দিয়েও ওরা রক্ষা করতে পারছে না । এই সরকারের প্রতিনিধিরা কথা বলেন বেশি । কাজ করেন কম । এক কথায় বলতে গেলে, গভর্নমেন্ট অফ ফেলিওর, ফর ফেলিওর, বাই ফেলিওর ।

অধীর চৌধুরির বক্তব্য

ETV ভারত : UPA জমানা ও NDA জমানার কী পার্থক্য ?

অধীর চৌধুরি : কংগ্রেস জমানার উন্নয়ন মানুষ দেখেছে । এখন কী হচ্ছে, তাও দেখছে । বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার সময়তেও আমরা সামাল দিয়েছি । সবই হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সৌজন্যে । বর্তমান সরকারে এই পরিস্থিতি সামাল দেওয়ার কেউ নেই । সরকার তো মানুষের মৌলিক চাহিদাই ভুলে যাচ্ছে । দেশে চাকরি নেই । কৃষক আত্মহত্যা বাড়ছে । সরকারের টনক নড়ছে কোথায় ?

লোকসভা ভোটে জয়ের পর মোদি সরকারের দ্বিতীয় ইনিংসটা শুরু হয়েছে দুরন্ত গতিতে । 370 ধারা প্রত্যাহার, তিন তালাক থেকে জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিলের মতো একের পর এক গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে সংসদে । শরিকদের সমর্থন রয়েছে, তবে দেশের আর্থিক হাল সহ বিভিন্ন ইশুতে বিরোধীদের সমালোচনা তীব্র হচ্ছে । এ সবের মধ্যেই কেটেছে 100 দিন । কেমন কাটল এই 100 দিন ? এবিষয়ে কী বলছেন সাংসদ তথা লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরি ? দেখে নেব...

ETV ভারত : মোদি সরকারের 100 দিন কেমন কাটল?

অধীর চৌধুরি : বাস্তবে সাফল্য নেই । একাধিক প্রতিশ্রুতি ছিল । কিন্তু, কাজের কাজ হয়নি । দেশবাসী দেখেছে, প্রথম 100 দিনে অর্থনীতির ভিত কীভাবে নড়ে গেছে । প্রচুর ছাঁটাই হয়েছে । বিভিন্ন সেক্টরে চাকরি নেই ।

ETV ভারত : কেন এরকম হচ্ছে ?

অধীর চৌধুরি : সাধারণ মানুষের দুঃখ ও ব্যথা বুঝতে পারছে না সরকার । নিজেদের ঢাক পেটাতে ব্যস্ত । একটাই তো লক্ষ্য, ভোট । প্রতিশ্রুতি দিয়েও ওরা রক্ষা করতে পারছে না । এই সরকারের প্রতিনিধিরা কথা বলেন বেশি । কাজ করেন কম । এক কথায় বলতে গেলে, গভর্নমেন্ট অফ ফেলিওর, ফর ফেলিওর, বাই ফেলিওর ।

অধীর চৌধুরির বক্তব্য

ETV ভারত : UPA জমানা ও NDA জমানার কী পার্থক্য ?

অধীর চৌধুরি : কংগ্রেস জমানার উন্নয়ন মানুষ দেখেছে । এখন কী হচ্ছে, তাও দেখছে । বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার সময়তেও আমরা সামাল দিয়েছি । সবই হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সৌজন্যে । বর্তমান সরকারে এই পরিস্থিতি সামাল দেওয়ার কেউ নেই । সরকার তো মানুষের মৌলিক চাহিদাই ভুলে যাচ্ছে । দেশে চাকরি নেই । কৃষক আত্মহত্যা বাড়ছে । সরকারের টনক নড়ছে কোথায় ?

Intro:adhir on !100 days govt


Body:adhir interview


Conclusion:adhor on 100 days
Last Updated : Sep 9, 2019, 7:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.