ETV Bharat / state

Adhir on Fuel Price : পেট্রোপণ্যের দাম কমানো আইওয়াশ, কেন্দ্রকে কটাক্ষ অধীরের - পেট্রোপণ্যের দাম কমানো আই ওয়াশ

পেট্রপণ্যের দাম কমানো কেন্দ্রের বিজেপি সরকারের একপ্রকারপ আই ওয়াশ বলে কটাক্ষ করলেন অধীর চৌধুরী (Fuel Price Decrease is Eye Wash Says Adhir Chowdhury) ৷ তাঁর দাবি, রাজ্য সরকারও শুল্ক কমাক ৷ তা না হলে কোনও লাভ হবে না বলে দাবি তাঁর ৷

Fuel Price Decrease is Eye Wash Says Adhir Chowdhury
Fuel Price Decrease is Eye Wash Says Adhir Chowdhury
author img

By

Published : May 22, 2022, 6:28 PM IST

বহরমপুর, 22 মে : তৃণমূল ও বিজেপির মধ্যেকার বোঝা পড়া, অর্জুন সিং প্রসঙ্গে এমনটাই জানালেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী ৷ এ প্রসঙ্গে অমিত শাহ’র শেষ বাংলা সফরে এসে দলীয় কর্মীদের দেওয়া বার্তার কথা উল্লেখ করেন অধীর ৷ বলেন, ‘‘অমিত শাহ বলেছিলেন, ‘দিদির মত রাজনীতি করো’ ৷ অর্জুনের তৃণমূলে ফেরা তারই অংশ বলে কটাক্ষ করেন অধীর ৷ অন্যদিকে পেট্রোপণ্যের শুল্ক কমানোর কথা জানিয়েছে কেন্দ্র ৷ যাকে আই ওয়াশ বলে কটাক্ষ করলেন অধীর চৌধুরী (Fuel Price Decrease is Eye Wash Says Adhir Chowdhury) ৷ বললেন, ক্ষত নিরাময় করার চেষ্টা করা হচ্ছে ব্যান্ডেড লাগিয়ে ৷ তাঁর দাবি, অন্যান্য রাজ্যগুলির পথ অনুসরণ করে পশ্চিমবঙ্গ সরকারকেও ভ্যাট কমাতে হবে ৷

রবিবার বহরমপুরে সাংবাদিক বৈঠক থেকে অধীরবাবু বলেন, তেলের দাম কমিয়ে কেন্দ্র সরকার জনসেবা করছে না ৷ কেন্দ্রের এক্সসাইজ ডিউটির ভাগ রাজ্যও পায় ৷ এক্সসাইজ ডিউটি ছাড়া কেন্দ্র সেস ও সারচার্জ থেকে আয় করে ৷ গত আট বছরে কেন্দ্র এক্সসাইজ ডিউটি থেকে 27 লক্ষ কোটি টাকা আয় করেছে ৷ আজ যখন ত্রাহি ত্রাহি শুরু হয়েছে, তখন দাম কমিয়ে ক্ষত নিরাময় করতে ব্যান্ডেড লাগানো হল ৷ আমি চাইব রাজ্য সরকারও ভ্যাট কমাক ৷’’

পেট্রোপণ্যের দাম কমানো আই ওয়াশ, কেন্দ্রকে কটাক্ষ অধীরের

আরও পড়ুন : TMC Protest for Fuel Price Hike : জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ দুর্গাপুরে, রাস্তার উপরেই লুচি ভাজলেন তৃণমূল কর্মীরা

অর্জুন প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, ‘‘এই রাজ্যে বিজেপি শক্তিশালী হয়েছে তৃণমূল দলের লোকেদের নিয়ে আর সাম্প্রদায়িক বাহানা দিয়ে ৷ তৃণমূল আর বিজেপির মধ্যে বহুদিনের সম্পর্ক ৷ ওরা একসঙ্গে ভোট করেছে ৷ আবার একসঙ্গে সরকার গড়েছে ৷ তাই দিদির দল মোদিতে যাবে, আর মোদির দল দিদিতে যাবে এটা নতুন কিছু নয় ৷ তাছাড়া কিছুদিন আগে অমিত শাহ এসে বলে গিয়েছেন, দিদির মতো রাজনীতি করো ৷ দিদি আর মোদির সম্পর্কের ঘনিষ্ঠতা দীর্ঘদিনের। তাই অর্জুন, ভীম, নকুল সহদেবরা কে কোথায় গেল ? আমি জানি না ৷

বহরমপুর, 22 মে : তৃণমূল ও বিজেপির মধ্যেকার বোঝা পড়া, অর্জুন সিং প্রসঙ্গে এমনটাই জানালেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী ৷ এ প্রসঙ্গে অমিত শাহ’র শেষ বাংলা সফরে এসে দলীয় কর্মীদের দেওয়া বার্তার কথা উল্লেখ করেন অধীর ৷ বলেন, ‘‘অমিত শাহ বলেছিলেন, ‘দিদির মত রাজনীতি করো’ ৷ অর্জুনের তৃণমূলে ফেরা তারই অংশ বলে কটাক্ষ করেন অধীর ৷ অন্যদিকে পেট্রোপণ্যের শুল্ক কমানোর কথা জানিয়েছে কেন্দ্র ৷ যাকে আই ওয়াশ বলে কটাক্ষ করলেন অধীর চৌধুরী (Fuel Price Decrease is Eye Wash Says Adhir Chowdhury) ৷ বললেন, ক্ষত নিরাময় করার চেষ্টা করা হচ্ছে ব্যান্ডেড লাগিয়ে ৷ তাঁর দাবি, অন্যান্য রাজ্যগুলির পথ অনুসরণ করে পশ্চিমবঙ্গ সরকারকেও ভ্যাট কমাতে হবে ৷

রবিবার বহরমপুরে সাংবাদিক বৈঠক থেকে অধীরবাবু বলেন, তেলের দাম কমিয়ে কেন্দ্র সরকার জনসেবা করছে না ৷ কেন্দ্রের এক্সসাইজ ডিউটির ভাগ রাজ্যও পায় ৷ এক্সসাইজ ডিউটি ছাড়া কেন্দ্র সেস ও সারচার্জ থেকে আয় করে ৷ গত আট বছরে কেন্দ্র এক্সসাইজ ডিউটি থেকে 27 লক্ষ কোটি টাকা আয় করেছে ৷ আজ যখন ত্রাহি ত্রাহি শুরু হয়েছে, তখন দাম কমিয়ে ক্ষত নিরাময় করতে ব্যান্ডেড লাগানো হল ৷ আমি চাইব রাজ্য সরকারও ভ্যাট কমাক ৷’’

পেট্রোপণ্যের দাম কমানো আই ওয়াশ, কেন্দ্রকে কটাক্ষ অধীরের

আরও পড়ুন : TMC Protest for Fuel Price Hike : জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ দুর্গাপুরে, রাস্তার উপরেই লুচি ভাজলেন তৃণমূল কর্মীরা

অর্জুন প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, ‘‘এই রাজ্যে বিজেপি শক্তিশালী হয়েছে তৃণমূল দলের লোকেদের নিয়ে আর সাম্প্রদায়িক বাহানা দিয়ে ৷ তৃণমূল আর বিজেপির মধ্যে বহুদিনের সম্পর্ক ৷ ওরা একসঙ্গে ভোট করেছে ৷ আবার একসঙ্গে সরকার গড়েছে ৷ তাই দিদির দল মোদিতে যাবে, আর মোদির দল দিদিতে যাবে এটা নতুন কিছু নয় ৷ তাছাড়া কিছুদিন আগে অমিত শাহ এসে বলে গিয়েছেন, দিদির মতো রাজনীতি করো ৷ দিদি আর মোদির সম্পর্কের ঘনিষ্ঠতা দীর্ঘদিনের। তাই অর্জুন, ভীম, নকুল সহদেবরা কে কোথায় গেল ? আমি জানি না ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.