ETV Bharat / state

খরিদ্দার টানতে নয়া উদ্যোগ, চায়ের দোকানে ফ্রি ওয়াইফাই - tea shop

এতদিন চোখে পড়ত চায়ের দোকানে এক ঝাঁক লোক বসে টিভি দেখছে ৷ কিন্তু এ দোকানে এলে চোখে পড়বে অন্য ছবি ৷ হাতে স্মার্টফোন নিয়ে একঝাঁক যুবক-যুবতি চা খাচ্ছে ৷ দিনের বেশিরভাগ সময়েই এই চিত্র দেখা যায় এখানে ৷

চায়ের দোকানে ফ্রী ওয়াই ফাই জোন
চায়ের দোকানে ফ্রী ওয়াই ফাই জোন
author img

By

Published : Jul 26, 2021, 4:31 PM IST

Updated : Jul 26, 2021, 5:06 PM IST

ডোমকল, 26 জুলাই : হোটেল, রেঁস্তরা, শপিংমল, রেলস্টেশন-সহ বহু সরকারি ও বেসরকারি অফিসে ফ্রি ওয়াইফাই জোনের কথা শোনা যায় । কিন্তু চায়ের দোকানে ওয়াইফাই ! তাও আবার মফস্বলের অনামি কোনও চায়ের দোকানে ?

হ্যাঁ, এরকম দোকানে চা খেতে চাইলে আপনাকে আসতে হবে ডোমকল থানার ঘোড়ামারা এলাকায় ৷ এখানেই অখ্যাত এক তরুণ চা ব্যবসায়ী নিজের চা দোকানে ফ্রি ওয়াইফাই জোন বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন । আর ফ্রি ওয়াইফাই মেলায় রাত পর্যন্ত দোকানে উপচে পড়ছে যুবক-যুবতীদের ভিড় । চা ব্যবসায়ীর দাবি, এখন নেট দুনিয়ার রমরমা । তাই ওয়াইফাই ফ্রি দেওয়ায় ভিড় যেমন বাড়ছে, তেমন বাড়ছে খরিদ্দারও । ওরাও খুশি । আমিও খুশি ।

একটু বেশি রোজগারের জন্য চায়ের দোকানেও খরিদ্দার টানার প্রতিযোগিতা । এই প্রতিযোগিতায় বহুদিন আগেই ডোমকলের অধিকাংশ দোকানে লাগানো হয়েছে রঙিন টিভি । পরে তাতে কেবল লাইন জুড়ে টিভি চালিয়ে খরিদ্দারদের মন জুগিয়েছেন চা ব্যবসায়ীরা । ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া ডোমকল এলাকার যে দোকানে বাংলাদেশের সিনেমা চলে সেই দোকানে ভিড় উপচে পড়ে । তবে এখন মোবাইলের বাড়বাড়ন্তে টিভি আর সেরকম খরিদ্দার টানতে পারছে না । তাই চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সময়ও অ্যানড্রয়েড ফোনে আঙুল থাকে প্রত্যেকের ।

খরিদ্দার টানতে ওয়াইফাই উদ্যোগ

আরও পড়ুন : Exclusive Interview with Sidhu : রাজনীতি চাইছে শিল্পীদেরও মেরুকরণ হোক, একান্ত সাক্ষাৎকারে সিধু

এই বিষয়টি লক্ষ্য করেই এবার খরিদ্দারদের জন্য চায়ের দোকানে ফ্রি ওয়াইফাই বসান ডোমকল ঘোড়ামারা এলাকার তরুণ চা ব্যবসায়ী রুয়ে সাবা । স্নাতক হওয়ার পরেও চাকরি না পেয়ে এলাকায় চায়ের দোকান খুলে বসেন তিনি । ভাল চায়ের সুনাম শুরু থেকেই । এবার দোকানে ফ্রি ওয়াইফাই জোন করে দেওয়ায় বাড়তি ভিড় জমছে । দেদার বিক্রি হচ্ছে চা ৷

সকাল থেকে দুপুর এবং বিকেল থেকে রাত ৷ খরিদ্দারের হাতে চা ধরাতে গিয়ে এখন নিঃশ্বাস ফেলার ফুরসত নেই রুয়ে সাবার । বর্তমান প্রজন্মের তরুণ খরিদ্দাররা বলছেন, চা ভাল করে । অন্যদিকে ফ্রি ওয়াইফাই মেলায় আমাদেরও অনেক সাশ্রয় হয় ৷

ডোমকল, 26 জুলাই : হোটেল, রেঁস্তরা, শপিংমল, রেলস্টেশন-সহ বহু সরকারি ও বেসরকারি অফিসে ফ্রি ওয়াইফাই জোনের কথা শোনা যায় । কিন্তু চায়ের দোকানে ওয়াইফাই ! তাও আবার মফস্বলের অনামি কোনও চায়ের দোকানে ?

হ্যাঁ, এরকম দোকানে চা খেতে চাইলে আপনাকে আসতে হবে ডোমকল থানার ঘোড়ামারা এলাকায় ৷ এখানেই অখ্যাত এক তরুণ চা ব্যবসায়ী নিজের চা দোকানে ফ্রি ওয়াইফাই জোন বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন । আর ফ্রি ওয়াইফাই মেলায় রাত পর্যন্ত দোকানে উপচে পড়ছে যুবক-যুবতীদের ভিড় । চা ব্যবসায়ীর দাবি, এখন নেট দুনিয়ার রমরমা । তাই ওয়াইফাই ফ্রি দেওয়ায় ভিড় যেমন বাড়ছে, তেমন বাড়ছে খরিদ্দারও । ওরাও খুশি । আমিও খুশি ।

একটু বেশি রোজগারের জন্য চায়ের দোকানেও খরিদ্দার টানার প্রতিযোগিতা । এই প্রতিযোগিতায় বহুদিন আগেই ডোমকলের অধিকাংশ দোকানে লাগানো হয়েছে রঙিন টিভি । পরে তাতে কেবল লাইন জুড়ে টিভি চালিয়ে খরিদ্দারদের মন জুগিয়েছেন চা ব্যবসায়ীরা । ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া ডোমকল এলাকার যে দোকানে বাংলাদেশের সিনেমা চলে সেই দোকানে ভিড় উপচে পড়ে । তবে এখন মোবাইলের বাড়বাড়ন্তে টিভি আর সেরকম খরিদ্দার টানতে পারছে না । তাই চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সময়ও অ্যানড্রয়েড ফোনে আঙুল থাকে প্রত্যেকের ।

খরিদ্দার টানতে ওয়াইফাই উদ্যোগ

আরও পড়ুন : Exclusive Interview with Sidhu : রাজনীতি চাইছে শিল্পীদেরও মেরুকরণ হোক, একান্ত সাক্ষাৎকারে সিধু

এই বিষয়টি লক্ষ্য করেই এবার খরিদ্দারদের জন্য চায়ের দোকানে ফ্রি ওয়াইফাই বসান ডোমকল ঘোড়ামারা এলাকার তরুণ চা ব্যবসায়ী রুয়ে সাবা । স্নাতক হওয়ার পরেও চাকরি না পেয়ে এলাকায় চায়ের দোকান খুলে বসেন তিনি । ভাল চায়ের সুনাম শুরু থেকেই । এবার দোকানে ফ্রি ওয়াইফাই জোন করে দেওয়ায় বাড়তি ভিড় জমছে । দেদার বিক্রি হচ্ছে চা ৷

সকাল থেকে দুপুর এবং বিকেল থেকে রাত ৷ খরিদ্দারের হাতে চা ধরাতে গিয়ে এখন নিঃশ্বাস ফেলার ফুরসত নেই রুয়ে সাবার । বর্তমান প্রজন্মের তরুণ খরিদ্দাররা বলছেন, চা ভাল করে । অন্যদিকে ফ্রি ওয়াইফাই মেলায় আমাদেরও অনেক সাশ্রয় হয় ৷

Last Updated : Jul 26, 2021, 5:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.