ETV Bharat / state

Fraudulent Gold Trader : সহজ কিস্তিতে গয়না দেওয়ার নামে প্রতারণা স্বর্ণ ব্যবসায়ীর - Fraudulent gold trader

সহজ কিস্তিতে সোনার গহনা দেওয়ার নামে প্রতারণা ৷ গ্রামবাসীদের সঙ্গে প্রতারণার অভিযোগ স্বর্ণব্যবসায়ীর বিরুদ্ধে ৷ ঘটনাটি খতিয়ে্ দেখছে পুলিশ (Cheating in The Giving Gold Jewelry) ৷

Cheating in The Giving Gold Jewelry
সহজ কিস্তিতে গয়না দেওয়ার নামে প্রতারণা স্বর্ণ ব্যবসায়ীর
author img

By

Published : Apr 30, 2022, 10:21 PM IST

রঘুনাথগঞ্জ, 30 এপ্রিল: সহজ কিস্তিতে গয়না দেওয়ার নামে আর্থিক প্রতারণা গ্রামবাসীদের সঙ্গে৷ প্রতারণার অভিযোগ স্থানীয় স্বর্ণব্যবসায়ীর বিরুদ্ধে৷ গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই ব্যবসায়ীকে আটক করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ (Fraudulent gold trader)৷

Cheating in The Giving Gold Jewelry
সহজকিস্তিতে গয়না দেওয়ার নামে প্রতারণা স্বর্ণ ব্যবসায়ীর

অভিযোগ, ইসলামপুরের এক স্বর্ণ ব্যাবসায়ী রঘুনাথগঞ্জের মির্জাপুরের এক আত্মীয়ের আত্মীয় স্থানীয় গ্রামবাসীদের থেকে কিস্তিতে টাকা তুলতেন ৷ একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা পড়লে, সেই টাকার বিনিময়ে গ্রামবাসীদের গয়না দেওয়ার প্রতিশ্রুতি দেন৷ প্রথমে কয়েকজন গ্রামবাসীকে গয়না দিলেও, পরে বিপুল পরিমাণ টাকা নিয়ে এলাকাছাড়া হয়ে যান৷ এরপরেই স্থনীয় থানায় অভিযোগ দায়ের করেন গ্রামবাসীরা ৷ সেই অভিযোগের ভিত্তিতেই শনিবার ওই স্বর্ণব্যবসায়ী ও তার আত্মীয়কে আটক করে পুলিশ ৷ তাদের সঙ্গে থাকা আরও একজনকে আটক করেছে পুলিশ ৷

আরও পড়ুন: Job Fraud Case : চাকরির নামে প্রতারণা চক্রের হদিশ, ধৃত এক মহিলা

এই প্রতারণার ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ ৷

রঘুনাথগঞ্জ, 30 এপ্রিল: সহজ কিস্তিতে গয়না দেওয়ার নামে আর্থিক প্রতারণা গ্রামবাসীদের সঙ্গে৷ প্রতারণার অভিযোগ স্থানীয় স্বর্ণব্যবসায়ীর বিরুদ্ধে৷ গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই ব্যবসায়ীকে আটক করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ (Fraudulent gold trader)৷

Cheating in The Giving Gold Jewelry
সহজকিস্তিতে গয়না দেওয়ার নামে প্রতারণা স্বর্ণ ব্যবসায়ীর

অভিযোগ, ইসলামপুরের এক স্বর্ণ ব্যাবসায়ী রঘুনাথগঞ্জের মির্জাপুরের এক আত্মীয়ের আত্মীয় স্থানীয় গ্রামবাসীদের থেকে কিস্তিতে টাকা তুলতেন ৷ একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা পড়লে, সেই টাকার বিনিময়ে গ্রামবাসীদের গয়না দেওয়ার প্রতিশ্রুতি দেন৷ প্রথমে কয়েকজন গ্রামবাসীকে গয়না দিলেও, পরে বিপুল পরিমাণ টাকা নিয়ে এলাকাছাড়া হয়ে যান৷ এরপরেই স্থনীয় থানায় অভিযোগ দায়ের করেন গ্রামবাসীরা ৷ সেই অভিযোগের ভিত্তিতেই শনিবার ওই স্বর্ণব্যবসায়ী ও তার আত্মীয়কে আটক করে পুলিশ ৷ তাদের সঙ্গে থাকা আরও একজনকে আটক করেছে পুলিশ ৷

আরও পড়ুন: Job Fraud Case : চাকরির নামে প্রতারণা চক্রের হদিশ, ধৃত এক মহিলা

এই প্রতারণার ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.