ETV Bharat / state

মাঝ গঙ্গা থেকে গবাদি পশু সহ গ্রেপ্তার পাচারকারী

author img

By

Published : Dec 9, 2020, 4:19 PM IST

বুধবার ভোরে গঙ্গায় ভাসমান কিছু নজরে আসায় স্পিড বোট নিয়ে তাড়া করে বিএসএফ । সেই সময়ই মাঝ গঙ্গা থেকে চারটি গবাদি পশু সহ আসমাউল শেখকে গ্রেপ্তার করা হয় ।

Murshidabad
গবাদি পশু-সহ গ্রেপ্তার এক পাচারকারী

সুতি, 9 ডিসেম্বর : চারটি গবাদি পশু সহ এক পাচারকারীকে মাঝ গঙ্গা থেকে আটক করলেন BSF-এর 78 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । ধৃতের নাম আসমাউল শেখ । বাড়ি মালদা জেলার কালিয়াচক এলাকায় ।


বুধবার ভোরে গঙ্গায় ভাসমান কিছু নজরে আসায় স্পিড বোট নিয়ে তাড়া করে বিএসএফ । সেই সময়ই মাঝ গঙ্গা থেকে চারটি গবাদি পশু সহ আসমাউল শেখকে গ্রেপ্তার করা হয় । সুতির ফুলতলা ঘাট থেকে গবাদি পশুগুলি বাংলাদেশে পাচার করা হচ্ছিল । বিএসএফের জেরায় আসমাউল তা স্বীকার করেছে ।

জেরায় জানিয়েছে , ফুলতলার বাসিন্দা শরিফ শেখ গোরুগুলি পাচারের জন্য তাকে দায়িত্ব দিয়েছিল । গঙ্গা পার করে বাংলাদেশের বাসিন্দা মাসুদ করিমের হাতে গোরুগুলি তুলে দিতে পারলেই 25 হাজার টাকা পাওয়া যেত । ধৃতকে সুতি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । অন্যদিকে খোঁজ চলছে চলছে শরিফ শেখের ।

সুতি, 9 ডিসেম্বর : চারটি গবাদি পশু সহ এক পাচারকারীকে মাঝ গঙ্গা থেকে আটক করলেন BSF-এর 78 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । ধৃতের নাম আসমাউল শেখ । বাড়ি মালদা জেলার কালিয়াচক এলাকায় ।


বুধবার ভোরে গঙ্গায় ভাসমান কিছু নজরে আসায় স্পিড বোট নিয়ে তাড়া করে বিএসএফ । সেই সময়ই মাঝ গঙ্গা থেকে চারটি গবাদি পশু সহ আসমাউল শেখকে গ্রেপ্তার করা হয় । সুতির ফুলতলা ঘাট থেকে গবাদি পশুগুলি বাংলাদেশে পাচার করা হচ্ছিল । বিএসএফের জেরায় আসমাউল তা স্বীকার করেছে ।

জেরায় জানিয়েছে , ফুলতলার বাসিন্দা শরিফ শেখ গোরুগুলি পাচারের জন্য তাকে দায়িত্ব দিয়েছিল । গঙ্গা পার করে বাংলাদেশের বাসিন্দা মাসুদ করিমের হাতে গোরুগুলি তুলে দিতে পারলেই 25 হাজার টাকা পাওয়া যেত । ধৃতকে সুতি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । অন্যদিকে খোঁজ চলছে চলছে শরিফ শেখের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.