কান্দি, 20 এপ্রিল : সঠিক পরিমাণে চাল না পাওয়ায় বিক্ষোভ দেখালেন শিশু শিক্ষাকেন্দ্রের পড়ুয়াদের অভিভাবকরা । ঘটনাটি কান্দি থানার অন্তর্গত দোহালিয়া পাকুড়তলা শিশু শিক্ষাকেন্দ্রের ।
রাজ্য সরকার ঘোষণা করেছিল, প্রত্যেক পড়ুয়াকে 3 কেজি চাল ও 3 কেজি আলু দিতে হবে । কিন্তু অভিযোগ, সেই পরিমাণ সামগ্ৰী দেওয়া হচ্ছিল না ওই কেন্দ্র থেকে। তাই অভিভাবকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন ।
এই বিষয়ে এক অভিভাবক রীণা বাগদি জানিয়েছেন, তাঁর 3 ছেলে। সেই হিসেবে 9 কেজি চাল পাওয়ার কথা । কিন্তু, চাল নেওয়ার পর বাইরে মাপ করে দেখা গেল 1 কেজি কম রয়েছে । তাই তাঁর দাবি, সঠিক পরিমাণে চাল ও আলু তাঁরা যেন পান ।
বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থানে আসেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ উমানন্দ চট্টোপাধ্যায় । তিনি জানান, দুটি পাত্র করে চাল দেওয়া হচ্ছিল । পরিমাপের কোনও জিনিস ছিল না । সে কারণেই পরিমাপে কিছু ভুল হয়েছে । তবে এখন ব্যবস্থা করে দেওয়া হয়েছে । অভিভাকরা মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক সব কিছু পাবেন ।