ETV Bharat / state

Mainul Haque: তৃণমূলে যোগ দিচ্ছেন ফরাক্কার পাঁচবারের কংগ্রেস বিধায়ক - ফারাক্কার বিধায়ক

জঙ্গিপুর লোকসভার প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় মাসকয়েক আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ৷ এরপরই মইনুল হকের কংগ্রেস ছাড়ার সম্ভাবনা আরও বেড়ে যায় ৷ বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরের হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে নাম লেখাচ্ছেন মইনুল হক ৷

Mainul Haque
তৃণমূলে যোগ দিচ্ছেন ফরাক্কার পাঁচবারের কংগ্রেস বিধায়ক
author img

By

Published : Sep 21, 2021, 4:06 PM IST

ফারাক্কা, 21 সেপ্টেম্বর : ফরাক্কার পাঁচবারের কংগ্রেস বিধায়ক অবশেষে যোগ দিচ্ছেন ঘাসফুল শিবিরে। তৃণমূলে যোগদানের কথা নিজেই স্বীকার করে নিয়েছেন ফারাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক ওরফে মানু। মঙ্গলবার সোনিয়া গান্ধিকে চিঠি দিয়ে কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেন তিনি ৷ ঝাড়খণ্ডের পর্যবেক্ষক পদও ছাড়ছেন কংগ্রেস বিধায়ক ৷

২৩ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার জঙ্গিপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা থেকেই তিনি ঘাসফুলের পতাকা তুলে নেবেন। তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে মইনূল হক বলেন, "কংগ্রেস আমাকে যথেষ্ট সন্মান দিয়েছে এটা অস্বীকার করব না ৷ কিন্তু বাংলায় কংগ্রেসের আর কিছু নেই। আমি বিজেপি করতে পারব না। তাই অনুগামীদের দিকে চেয়ে এবং এলাকার উন্নয়নের কথা ভেবে তৃণমূলে যোগ দিচ্ছি ৷"

মইনুল হকের দলবদলে জেলায় রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ট ছিলেন তিনি ৷ ফারাক্কা বিধানসভা থেকে কংগ্রেসের প্রতীকে পরপর পাঁচবার বিধানসভায় প্রতিনিধিত্ব করেছেন। এআইসিসি-র গুরুত্বপূর্ণ পদেও ছিলেন মইনুল হক ৷ রাহুল গান্ধি তাঁকে ঝাড়খণ্ডে কংগ্রেসের পর্যবেক্ষকও করেছিলেন। বিধায়ক হলেও দিল্লির কংগ্রেস মহলেও যথেষ্ট প্রভাব ছিল মইনুলের।

আরও পড়ুন : তৃণমূলে যোগ একাধিক সদস্যর, হাতছাড়া হতে চলেছে বিজেপির পঞ্চায়েত

2021 বিধানসভায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী নিজের জেলাতেই খাতা খুলতে পারেননি। ফরাক্কায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হন পাঁচবারের বিধায়ক মইনুল হক। তারপর থেকে দলবদলের জল্পনা চলছিল ৷ অবশেষে দলবদলের সিদ্ধান্ত নেন তিনি। এর আগে জঙ্গিপুর লোকসভার প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় মাসকয়েক আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরই মইনুল হকের কংগ্রেস ছাড়ার সম্ভাবনা আরও বেড়ে যায় ৷ বৃহস্পতিবার মুর্শিদাবাদে নির্বাচনী প্রচার রয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ জঙ্গিপুরের এমডিআই পার্কের জনসভাতেই অভিষেকের তাঁর হাত ধরেই তৃণমূলে নাম লেখাবেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা ৷

ফারাক্কা, 21 সেপ্টেম্বর : ফরাক্কার পাঁচবারের কংগ্রেস বিধায়ক অবশেষে যোগ দিচ্ছেন ঘাসফুল শিবিরে। তৃণমূলে যোগদানের কথা নিজেই স্বীকার করে নিয়েছেন ফারাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক ওরফে মানু। মঙ্গলবার সোনিয়া গান্ধিকে চিঠি দিয়ে কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেন তিনি ৷ ঝাড়খণ্ডের পর্যবেক্ষক পদও ছাড়ছেন কংগ্রেস বিধায়ক ৷

২৩ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার জঙ্গিপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা থেকেই তিনি ঘাসফুলের পতাকা তুলে নেবেন। তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে মইনূল হক বলেন, "কংগ্রেস আমাকে যথেষ্ট সন্মান দিয়েছে এটা অস্বীকার করব না ৷ কিন্তু বাংলায় কংগ্রেসের আর কিছু নেই। আমি বিজেপি করতে পারব না। তাই অনুগামীদের দিকে চেয়ে এবং এলাকার উন্নয়নের কথা ভেবে তৃণমূলে যোগ দিচ্ছি ৷"

মইনুল হকের দলবদলে জেলায় রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ট ছিলেন তিনি ৷ ফারাক্কা বিধানসভা থেকে কংগ্রেসের প্রতীকে পরপর পাঁচবার বিধানসভায় প্রতিনিধিত্ব করেছেন। এআইসিসি-র গুরুত্বপূর্ণ পদেও ছিলেন মইনুল হক ৷ রাহুল গান্ধি তাঁকে ঝাড়খণ্ডে কংগ্রেসের পর্যবেক্ষকও করেছিলেন। বিধায়ক হলেও দিল্লির কংগ্রেস মহলেও যথেষ্ট প্রভাব ছিল মইনুলের।

আরও পড়ুন : তৃণমূলে যোগ একাধিক সদস্যর, হাতছাড়া হতে চলেছে বিজেপির পঞ্চায়েত

2021 বিধানসভায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী নিজের জেলাতেই খাতা খুলতে পারেননি। ফরাক্কায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হন পাঁচবারের বিধায়ক মইনুল হক। তারপর থেকে দলবদলের জল্পনা চলছিল ৷ অবশেষে দলবদলের সিদ্ধান্ত নেন তিনি। এর আগে জঙ্গিপুর লোকসভার প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় মাসকয়েক আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরই মইনুল হকের কংগ্রেস ছাড়ার সম্ভাবনা আরও বেড়ে যায় ৷ বৃহস্পতিবার মুর্শিদাবাদে নির্বাচনী প্রচার রয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ জঙ্গিপুরের এমডিআই পার্কের জনসভাতেই অভিষেকের তাঁর হাত ধরেই তৃণমূলে নাম লেখাবেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.