ETV Bharat / state

ভাঙচুরের পর বহরমপুরে BJP কার্যালয়ে আগুন

বহরমপুরে BJP কার্যালয়ে হামলা করল দুষ্কৃতীরা ৷ ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয় কার্যালয়ে ৷ ঘটনার তদন্ত ও দুষ্কৃতীদের শাস্তির দাবি জানিয়ে বহরমপুর থানায় লিখিত অভিযোগ জানানো হবে বলে BJP-র তরফে জানানো হয়েছে ৷

BJP কার্যালয়ে আগুন
BJP কার্যালয়ে আগুন
author img

By

Published : Dec 15, 2019, 10:54 AM IST

বহরমপুর, 15 ডিসেম্বর : বহরমপুরে BJP কার্যালয়ে হামলা করল দুষ্কৃতীরা ৷ ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয় কার্যালয়ে ৷ স্থানীয় মণ্ডল সভাপতি অরূপ মিশ্রর দাবি, বিরোধীরাই এই কাজ করেছে ৷ তবে, NRC বা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধীরা এই তাণ্ডব চালিয়েছে কি না নিশ্চিত নন তিনি ৷ আজ দুপুরে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানান ৷

আজ ভোর রাতে বহরমপুরের বৈরাগীতলা মোড়ে BJP কার্যালয় পুড়তে দেখে স্থানীয়রা ৷ সঙ্গে সঙ্গে তাঁরা আগুন নেভাতে শুরু করেন ৷ খবর পাঠানো হয় অরূপ মিশ্রকেও ৷ তিনি পৌঁছে দেখেন, কার্যালয়ের জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে ৷ তারপর আগুন ধরিয়ে দেওয়া হয় ৷

দেখুন ভিডিয়ো

তবে, নির্দিষ্ট করে কোনও দলের বিরুদ্ধে অভিযোগ করেননি অরূপবাবু ৷ ঘটনার তদন্ত ও দুষ্কৃতীদের শাস্তির দাবি জানিয়ে বহরমপুর থানায় লিখিত অভিযোগ জানানো হবে বলে BJP-র তরফে জানানো হয়েছে ৷

বহরমপুর, 15 ডিসেম্বর : বহরমপুরে BJP কার্যালয়ে হামলা করল দুষ্কৃতীরা ৷ ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয় কার্যালয়ে ৷ স্থানীয় মণ্ডল সভাপতি অরূপ মিশ্রর দাবি, বিরোধীরাই এই কাজ করেছে ৷ তবে, NRC বা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধীরা এই তাণ্ডব চালিয়েছে কি না নিশ্চিত নন তিনি ৷ আজ দুপুরে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানান ৷

আজ ভোর রাতে বহরমপুরের বৈরাগীতলা মোড়ে BJP কার্যালয় পুড়তে দেখে স্থানীয়রা ৷ সঙ্গে সঙ্গে তাঁরা আগুন নেভাতে শুরু করেন ৷ খবর পাঠানো হয় অরূপ মিশ্রকেও ৷ তিনি পৌঁছে দেখেন, কার্যালয়ের জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে ৷ তারপর আগুন ধরিয়ে দেওয়া হয় ৷

দেখুন ভিডিয়ো

তবে, নির্দিষ্ট করে কোনও দলের বিরুদ্ধে অভিযোগ করেননি অরূপবাবু ৷ ঘটনার তদন্ত ও দুষ্কৃতীদের শাস্তির দাবি জানিয়ে বহরমপুর থানায় লিখিত অভিযোগ জানানো হবে বলে BJP-র তরফে জানানো হয়েছে ৷

Intro:বহরমপুরে বিজেপির মন্ডল কার্যালয়ে আগুন ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। Body:বহরমপুর -বহরমপুরে বিজেপির দলীয় কার্যালয়ে দুস্কৃতী হামলার অভিযোগ উঠল। ভাঙচুর সহ আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ৪০ নম্বর জেডপি একটি মন্ডল কার্যালয়ে। স্থানীয় মন্ডল সভাপতি অরুপ মিশ্রর দাবি, বিরোধীরাই এই কাজ করেছে। তবে এনআরসি বিরোধী জনতা এই তান্ডব চালিয়েছে কিনা নিশ্চিত নন তিনি। জেলা নেতৃত্বের পরামর্শে দুপুরে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন।
সিএএ ও এনআরসি বিরোধী প্রতিবাদে উত্তাল গোটা জেলা। তারমধ্যে এদিন বিজেপি কার্যালয়ে দুস্কৃতী তান্ডবে সেই উত্তেজনা আরও উস্বে দেওয়া হল বলেই মনে করা হচ্ছে। এদিন ভোর রাতে বহরমপুরের বৈরাগীতলা মোড়ে বিজেপির কার্যালয় পুড়তে দেখে স্থানীয় মন্ডল সভাপতি অরুপ মিশ্রকে জানান। তিনি এসে দেখেন কার্যাল্যের জিনিস পত্র ভাঙচুর চালিয়ে সেখানে আগুন ধরিয়ে চম্পট দেয় দুস্কৃতীরা। তবে নির্দিষ্ট করে কোন দলের বিরুদ্ধে তিনি অভিযোগ আনতে পারেননি। পাশাপাশি জেলা জুড়ে সিএএ, এনআরসি বিরোধীরাই এই কান্ড ঘটিয়েছে কিনা তাও নিশ্চিত করে বলতে পারেননি। তবে ঘটনার জেরে এলাকা সহ বহরমপুরে চরম উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার তদন্ত ও দুস্কৃতীদের সাজার দাবি জানিয়ে বহরমপুর থানার লিখিত অভযোগ দায়ের করা হচ্ছে বলে বিজেপি সূত্রে খবর।Conclusion:দুস্কৃতী তান্ডবে আতঙ্ক ছড়িয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.