ETV Bharat / state

File theft from panchayat office : দিনদুপুরে বোরখা পড়ে পঞ্চায়েত অফিস থেকে ফাইল চুরি ঘিরে বিতর্ক

সুতি 1 নম্বর ব্লকের হারুয়া পঞ্চায়েত এলাকায় বোরখা পড়ে পঞ্চায়েত অফিসে ঢুকে গুরুত্বপূর্ণ ফাইল চুরি করল চোর (File theft from panchayat office) ৷ সিসিটিভি ফুটেজে এই ছবি ধরা পডার পর দেখা দিয়েছে বিতর্ক ৷

File theft from panchayat office
বোরখা পড়ে পঞ্চায়েত অফিস থেকে ফাইল চুরি করল চোর
author img

By

Published : May 30, 2022, 12:38 PM IST

সুতি, 30 মে : বোরখা পড়ে পঞ্চায়েত অফিসে ঢুকে গুরুত্বপূর্ণ ফাইল হাতিয়ে নিচ্ছে (File theft from panchayat office)। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সেই দৃশ্য । তবে বোরখার আড়ালে কে এখনও জানা যায়নি । ঘটনাটি সুতি 1 নম্বর ব্লকের হারুয়া পঞ্চায়েত অফিসের ৷ যা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক ৷

জানা গিয়েছে, দুয়ারে সরকার শিবির থাকায় অধিকাংশ পঞ্চায়েত কর্মী সেখানেই ছিলেন । পঞ্চায়েতে দু'একজন থাকলেও তাঁরা নিজের কাজে ব্যস্ত ছিলেন । দুপুর একটা নাগাদ বোরখা পড়া একজনকে পঞ্চায়েত অফিসে ঘুরতে দেখেন অনেকে । পঞ্চায়েতের কাজে এসেছেন মনে করেই কেউ গুরুত্ব দেননি । এরপর ওই বোরখা পরিহিত পঞ্চায়েতের নির্বাহী সহায়কের ঘরে ঢোকে । টেবিল থেকে একটি ফাইল উঠিয়ে নিয়ে বেড়িয়ে আসে । তার আগে তাকে আলমারি খোলার চেষ্টা করতে দেখা গিয়েছে সিসিটিভি ফুটেছে । এতকিছু থাকতে টেবিল থেকে ফাইল চুরি করেই কেন পালাল ? নিজের পরিচয় গোপন রাখতেই কি বোরখা পড়ে ঢুকতে হয়েছিল ? বোরখার আড়ালে ও ব্যক্তি পুরুষ না মহিলা, তা এখনও নিশ্চিত হয়নি ৷ তবে এই ঘটনায় উঠছে নানান প্রশ্ন ।

পঞ্চায়েত অফিস থেকে চুরি গেল ফাইল

আরও পড়ুন : চোর সন্দেহে মাথার চুল কেটে মারধর, অপমানে আত্মঘাতী কিশোর

পঞ্চায়েতের নির্বাহী সহায়ক মুক্তার আহমেদ অবশ্য বলেন, "ফাইলটি যথেষ্ট গুরুত্বপূর্ণ । বিডিও নিজে সমস্ত ঘটনা খতিয়ে দেখে তদন্তের নির্দেশ দিয়েছেন । কেন সেটা হাতিয়ে নিয়ে গেল তা স্পষ্ট নয় । অভিযোগ দায়ের হয়েছে সুতি থানার । তবে এখনও অধরা বোরখাধারী । চুরির কিনারা করতে তৎপর পুলিশ ।"

সুতি, 30 মে : বোরখা পড়ে পঞ্চায়েত অফিসে ঢুকে গুরুত্বপূর্ণ ফাইল হাতিয়ে নিচ্ছে (File theft from panchayat office)। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সেই দৃশ্য । তবে বোরখার আড়ালে কে এখনও জানা যায়নি । ঘটনাটি সুতি 1 নম্বর ব্লকের হারুয়া পঞ্চায়েত অফিসের ৷ যা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক ৷

জানা গিয়েছে, দুয়ারে সরকার শিবির থাকায় অধিকাংশ পঞ্চায়েত কর্মী সেখানেই ছিলেন । পঞ্চায়েতে দু'একজন থাকলেও তাঁরা নিজের কাজে ব্যস্ত ছিলেন । দুপুর একটা নাগাদ বোরখা পড়া একজনকে পঞ্চায়েত অফিসে ঘুরতে দেখেন অনেকে । পঞ্চায়েতের কাজে এসেছেন মনে করেই কেউ গুরুত্ব দেননি । এরপর ওই বোরখা পরিহিত পঞ্চায়েতের নির্বাহী সহায়কের ঘরে ঢোকে । টেবিল থেকে একটি ফাইল উঠিয়ে নিয়ে বেড়িয়ে আসে । তার আগে তাকে আলমারি খোলার চেষ্টা করতে দেখা গিয়েছে সিসিটিভি ফুটেছে । এতকিছু থাকতে টেবিল থেকে ফাইল চুরি করেই কেন পালাল ? নিজের পরিচয় গোপন রাখতেই কি বোরখা পড়ে ঢুকতে হয়েছিল ? বোরখার আড়ালে ও ব্যক্তি পুরুষ না মহিলা, তা এখনও নিশ্চিত হয়নি ৷ তবে এই ঘটনায় উঠছে নানান প্রশ্ন ।

পঞ্চায়েত অফিস থেকে চুরি গেল ফাইল

আরও পড়ুন : চোর সন্দেহে মাথার চুল কেটে মারধর, অপমানে আত্মঘাতী কিশোর

পঞ্চায়েতের নির্বাহী সহায়ক মুক্তার আহমেদ অবশ্য বলেন, "ফাইলটি যথেষ্ট গুরুত্বপূর্ণ । বিডিও নিজে সমস্ত ঘটনা খতিয়ে দেখে তদন্তের নির্দেশ দিয়েছেন । কেন সেটা হাতিয়ে নিয়ে গেল তা স্পষ্ট নয় । অভিযোগ দায়ের হয়েছে সুতি থানার । তবে এখনও অধরা বোরখাধারী । চুরির কিনারা করতে তৎপর পুলিশ ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.